ইসরোর সৌর মিশন

●উৎক্ষেপণ : ২০২৩ সালের ২ সেপ্টেম্বর পিএসএলভি সি ৫৭ - এ চড়ে 

●গন্তব্য : ১৫ লাখ কিলোমিটার দূরের ` হ্যালো অরবিট ( ১২৬ দিন মহাকাশে কাটানোর পর অরবিটে প্রবেশ )

●আদিত্য এল১'র ওজন : লঞ্চ ওজন ১৪৭৫ কেজি আর ৭ টি পেলোড ওজন ২৪৪ কেজি

●গবেষণার যন্ত্র : করোনাগ্রাফ , সোলার আল্ট্রা ভায়োলেট ইমেজিং টেলিস্কোপ , লো ও হাই এনার্জি এক্স - রে স্পেকট্রোমিটার ইত্যাদি 

●গবেষণার বিষয় : সূর্যের বয়স , তাপমাত্রার হেরফের , সৌর বিস্ফোরণ , সূর্য আদৌ কখনো ব্ল্যাক হোলে পরিণত হবে কি না ইত্যাদি  

●মিশনের সময়কাল : ৫.২ বছর

●মোট খরচ : ৪০০ কোটি টাকা .  

●প্রকল্পের পরিচালক : বিজ্ঞানী নিগার

Collected

Post a Comment

Previous Post Next Post