Previous Year Question (PYQ) Railway (RRB) NTPC , Gr.D , ALP & Technician ---- General Studies - Part 1

এক নজরে  General Studies  ----বিগত বছরের প্রশ্নোত্তর for Railway (RRB) NTPC , Gr.D , ALP & Technician ---- Part 1


ফতেপুর সিক্রি কে স্থাপন করেছিলেন।-আকবর।

মার্স গ্যাসের মুখ্য উপাদান কি?-মিথেন।

ভুটানের সরকারি ভাষা কি?-জঙ্গা।

লিমেরিক কি?-পাঁচ লাইনের একটি বিশেষ ধরনের কবিতা।

WLAN-এর পুরো কথা কি?-Wireless Local Area Network

PNR শব্দের পুরো কথা কি?-Passenger Name Record

সুভাষ ঘোষ কিসের সঙ্গে যুক্ত?-সংগীত।

উলার হ্রদ কোন প্রকার জলের হ্রদ -মিষ্টি জলের।

ওনেরোলজি কি - স্বপ্ন সংক্রান্ত গবেষণা।

পৃথিবীর প্রথম মহিলা ডাক্তারের নাম কি?-এলিজাবেথ ব্ল্যাক ওয়েল।

যন্ত্ররমন্তর কে আবিষ্কার করেছিলেন?-  মহারাজা দ্বিতীয় জয় সিং।


New Batch & অ্যাডমিশন – 7003600355


দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি?-্যান্ড।

মিল্কি ওয়ের আকৃতি কি রকম?-স্পাইরাল।

ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত? -আমেরিকা যুক্তরাষ্ট্র।

গাজরে কি ধরনের ভিটামিন থাকে? ভিটামিন A

বিহু কোন রাজ্যের উৎসব? - আসাম।

সালোকসংশ্লেষে অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়?-কার্বনডাই অক্সাইড জল।

পলাশী কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী।

আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম কোন রাষ্ট্রপতি ভারতবের্ষের প্রজাতন্ত্র দিবসে অতিথি ছিলেন?-বিল ক্লিনটন।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


পেপের হলুদ রঙ কোথা থেকে আসে?-ক্যারোটিন।

DNA-এর পুরো নাম কি? DE OXYRIBO NUCLEIC ACID

কনফুসিয়াস কে ছিলেন?-চৈনিক দার্শনিক

পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে?-4 জন।

চোখের মণিতে কতগুলি পেশি থাকে?-6টি।

আঙুরে কি ধরনের অ্যাসিড থাকে?-টারটারিক অ্যাসিড।

তাজমহল কে স্থাপন করেন?-শাহজাহান।

তাওয়াং উপাসনা ক্ষেত্র ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত?-অরুণাচল প্রদেশ।

আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি?-বেসবল।

জাতীয় ক্রীড়াদিবস কোন দিন?-29 আগস্ট

PDF -এর পুরো কথা কি?-Portable Document Format.

দাদরা নগর হাভেলির রাজধানীর নাম কি?-সিলভাসা।

বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা'- লেখক কে?-রবীন্দ্রনাথ ঠাকুর।

ভারতবর্ষের পতাকার কোড কত?-2002 |

ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা কোথায় সঞ্চিত আছে?-দামোদর উপত্যকা অঞ্চলে।

1024 GB = 1 TB

2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হার কত?-74.04 শতাংশ।

ইন্দিরা গান্ধীর জীবনী কে লিখেছিলেন?- পুপুল জয়াকর।


New Batch & অ্যাডমিশন – 7003600355


দাদাভাই নৌরজি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?-এলফিনস্টোন বিশ্ববিদ্যালয়।

2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?-উত্তরপ্রদেশ।

জাড্যের সূত্র কে আবিষ্কার করেছিলেন?-নিউটন।

বায়োডিজেল লোকোমেটিভ কোন রেলওয়ে অঞ্চল থেকে পাওয়া যায়?-হুবলি বিভাগ।

পানিপথ তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?- হরিয়ানা।

LIGO কিসের সঙ্গে সম্পর্ক যুক্ত। লেজার?-

স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?-চিত্তরঞ্জন দাস।

মায়ানমারের মুদ্রার নাম কি?-কায়াত।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


জেনারেটর কিভাবে কাজ করে?-যান্ত্রিকশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে।

'স্মাইলিং বুদ্ধ' কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ?-ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণের সঙ্গে।

Microsoft কত সালে স্থাপিত হয়েছিল?-1975

'স্টার্ট-আপ ইন্ডিয়া' প্রকল্পটি কত সালে শুরু হয়?-2016

ভারতীয় আধা সামরিক বাহিনীর প্রথম মহিলা ডিজি কে?-অর্চনা রামাসুন্দরম।

কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শেষ হয়?- 1947

মঙ্গল গ্রহের অপর নাম কি?-লাল গ্রহ।

হলুদ জ্বর এর কারণ কি?-স্ত্রী মশা।

RBC-এর পুরো নাম কি?-Red Blood Corpuscle

আমেরিকার সর্ববৃহৎ স্টেডিয়ামের নাম কি?-মিচিগান স্টেডিয়াম।

তাসখন্দ চুক্তি কোন ভারত-পাকিস্তান যুদ্ধের পর স্বাক্ষরিত হয়?-1965

নাগাল্যান্ডের রাজধানীর নাম কিং-কোহিমা।

NASA - সদর দফতর কোথায় অবস্থিত?-আমেরিকা যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানের সাংসদ ভবনের নাম কি?-সোরা।

গান পাউডারে কি থাকে?-পটাসিয়াম নাইট্রেট।

'স্ট্যাচু অফ লিবার্টি' কোথায় অবস্থিত।-নিউইয়র্ক (আমেরিকা যুক্তরাষ্ট্র)

খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত?-মধ্যপ্রদেশ।


New Batch & অ্যাডমিশন – 7003600355


ভারতবর্ষের সাংসদ ভবন কত সালে স্থাপিত হয়?- 1927

শ্বসনের সময় মানবদেহ থেকে কোন গ্যাস বাইরে বেরিয়ে যায়?-কার্বন ডাই অক্সাইড।

জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন?-লুই পাস্তুর।

'বংশগতির জনক' কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেল।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে এসেছিল?-1600 সালে।





সবচেয়ে দ্রুততম মেমোরি কী? ক্যাশ মেমোরি।

যোগেশ্বর দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত?-কুস্তি

বিশ্ব জনসংখ্যা দিবস কবে?-11 জুলাই।

প্রথম মহাকাশে গিয়েছিলেন কে -ইউরি গ্যাগারিন

বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?-7 এপ্রিল।

লাফিং গ্যাস কোনটি? -নাইট্রাস অক্সাইড।

মানব দেহের স্বাভাবিক রক্তচাপ কত?-120/80

চাপের একক কি ? -পাস্কাল।

কানহা অভয়ারণ্য কোথায় অবস্থিত?- মধ্যপ্রদেশ।

ইন্দিরা গান্ধী বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? -রায়বেরিলি, উত্তরপ্রদেশ।

জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লি।

ফিজিক্যাল রিসার্চ ল্যাবোরেটরি কে স্থাপন করেন।- বিক্রম সারাভাই।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


'বংশগতির জনক' বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে।

পানিপথ তৈল শোধনাগার অবস্থিত - হরিয়ানা রাজ্যে।

ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত আছে - দামোদর উপত্যকা অঞ্চলে।

পোলো খেলায় খেলোয়াড় থাকে - 4 জন।

পেপের হলুদ রং আসে - ক্যারোটিন থেকে।

সালোকসংশ্লেষে অক্সিজেন উৎপন্ন হয় - কার্বন ডাইঅক্সাইড জল থেকে |

ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক অবস্থিত -  আমেরিকা যুক্তরাষ্ট্রে।

ভুটানের সরকারি ভাষা - জঙ্ঘা।

মার্স গ্যাসের মুখ্য উপাদান - মিথেন।

ফতেপুর সিক্রি স্থাপন করেছিলেন - আকবর।

অ্যালফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন- ডিনামাইট।


New Batch & অ্যাডমিশন – 7003600355


X-ray- আবিষ্কারক - রন্টজেন।

অশোক রাজা ছিলেন - মৌর্য বংশের।

ভারতবর্ষের জরুরি অবস্থার ধারাটি নেওয়া হয়েছে -  জার্মানি থেকে।

তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার অধিবাসীরা কথা বলেন কোন ভাষায় - তামিল

গুরুশিখর আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।

কঠিন আয়োডিনের রং হল বেগুনি।

9/11 বিভীষিকার পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নাম হয় - ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

গান্ধি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় - 5 মার্চ, 1931

জাতীয় একতা দিবস পালিত হয় 31 অক্টোবর।

ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া।

'উইঙ্গস অফ ফায়ার' গ্রন্থটির লেখক এপিজে আব্দুল কালাম।

ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে।

2019 সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ওয়েলস।

ইয়ং ইন্ডিয়া পত্রিকাটির সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধি।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


UNO- সদর দফতর অবস্থিত নিউ ইয়র্কে।

সাধারণ চোখের দৃশ্যমানতা 6 মিটার।

ভারতবর্ষের সীমানা সবচেয়ে বেশি পরিমাণে যুক্ত বাংলাদেশের সঙ্গে।

পূর্ব এশিয়ার বন্দরগুলি আক্রমণের জন্য নৌবাহিনীকে ব্যবহার করেন প্রথম রাজেন্দ্র চোল।

কামরূপ রাজবংশ ছিল আসামে।

ভারতবর্ষের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

ভারতবর্ষের বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে।

টাইটানিক জাহাজ প্রস্তুত হয়েছিল ব্রিটিশ যুক্তরাজ্যে।

ONGC- সদর দফতর অবস্থিত - উত্তরাখণ্ডে।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অবস্থিত -কর্ণাটকে।

LAN-এর পুরো কথাটি Local Area Network

ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম পার্ক -  কেওলাদেও ন্যাশনাল

শেষ মুঘল সম্রাট ছিলেন - বাহাদুর শাহ জাফর।

সংবিধান সংশোধন অনুযায়ী ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় 61তম সংশোধনে।


New Batch & অ্যাডমিশন - 7003600355


ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা যে কমিটির প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠিত হয় সেটি হল বলবন্ত রাই মেহেতা কমিটি রিপোর্ট, 1957

চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হল -স্পুটনিক ।।

বাংলার দুঃখ নামে পরিচিত নদী হল দামোদর।

স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।

গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন বৌদ্ধগয়ায়।

ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক বলা হয় বিক্রম সারাভাইকে।

এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কমলজিৎ সান্ধু।

কোণারক টেম্পল তৈরি করেন রাজা প্রথম নরসিংহ দেব। মৃণালিনী সারাভাই যে শিল্পের সঙ্গে যুক্ত তা হল নৃত্য।

2014 সালে সাধারণ নির্বাচনের পর ১৬তম লোকসভা গঠিত হয়।

ভারতবর্ষের যে রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত তা হল উত্তরপ্রদেশ।

ব্রিটিশদের দেওয়া যে উপাধি গান্ধিজি পরিত্যাগ করেন তা হল- কাইজার--হিন্দ।

যে মন্দির পুরোটাই গ্রানাইট দিয়ে তৈরি তা হল -  বৃহদেশ্বর মন্দির 


JOIN TELERAM - https://t.me/MackTrick01


সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফফর খানকে।

মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন দৌলতাবাদে।

রানি লক্ষ্মীবাই মারা গিয়েছিলেন গোয়ালিওরে।

ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি।

ভারতবর্ষের যে রাজ্যে সর্বাধিক বনভূমি অবস্থিত তা হল - মধ্যপ্রদেশ।

মাদুরাই যে নদীর তীরে অবস্থিত তা হল ভাইগাই।

Straight Drive বইটির লেখক হলেন সুনীল গাভাসকার।

To purchase these notes in PDF ,  https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG

Post a Comment

Previous Post Next Post