এক নজরে General Studies ----বিগত বছরের প্রশ্নোত্তর for Railway (RRB) NTPC , Gr.D , ALP & Technician ---- Part 1
• ফতেপুর সিক্রি কে স্থাপন করেছিলেন।-আকবর।
• মার্স গ্যাসের মুখ্য উপাদান কি?-মিথেন।
• ভুটানের সরকারি ভাষা কি?-জঙ্গা।
• লিমেরিক কি?-পাঁচ লাইনের একটি বিশেষ ধরনের কবিতা।
• WLAN-এর পুরো কথা কি?-Wireless Local Area Network
• PNR শব্দের পুরো কথা কি?-Passenger Name Record
• সুভাষ ঘোষ কিসের সঙ্গে যুক্ত?-সংগীত।
• উলার হ্রদ কোন প্রকার জলের হ্রদ -মিষ্টি জলের।
• ওনেরোলজি কি - স্বপ্ন সংক্রান্ত গবেষণা।
• পৃথিবীর প্রথম মহিলা ডাক্তারের নাম কি?-এলিজাবেথ ব্ল্যাক ওয়েল।
• যন্ত্ররমন্তর কে আবিষ্কার করেছিলেন?- মহারাজা দ্বিতীয় জয় সিং।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি?-র্যান্ড।
• মিল্কি ওয়ের আকৃতি কি রকম?-স্পাইরাল।
• ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত? -আমেরিকা যুক্তরাষ্ট্র।
• গাজরে কি ধরনের ভিটামিন থাকে? ভিটামিন A।
• বিহু কোন রাজ্যের উৎসব? - আসাম।
• সালোকসংশ্লেষে অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়?-কার্বনডাই অক্সাইড ও জল।
• পলাশী কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী।
• আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম কোন রাষ্ট্রপতি ভারতবের্ষের প্রজাতন্ত্র দিবসে অতিথি ছিলেন?-বিল ক্লিনটন।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• পেপের হলুদ রঙ কোথা থেকে আসে?-ক্যারোটিন।
• DNA-এর পুরো নাম কি? DE OXYRIBO NUCLEIC ACID ।
• কনফুসিয়াস কে ছিলেন?-চৈনিক দার্শনিক
• পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে?-4 জন।
• চোখের মণিতে কতগুলি পেশি থাকে?-6টি।
• আঙুরে কি ধরনের অ্যাসিড থাকে?-টারটারিক অ্যাসিড।
• তাজমহল কে স্থাপন করেন?-শাহজাহান।
• তাওয়াং উপাসনা ক্ষেত্র ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত?-অরুণাচল প্রদেশ।
• আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি?-বেসবল।
• PDF -এর পুরো কথা কি?-Portable Document Format.
• দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি?-সিলভাসা।
• বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা'-র লেখক কে?-রবীন্দ্রনাথ ঠাকুর।
• ভারতবর্ষের পতাকার কোড কত?-2002
|
• ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা কোথায় সঞ্চিত আছে?-দামোদর উপত্যকা অঞ্চলে।
• 1024 GB = 1 TB
• 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হার কত?-74.04 শতাংশ।
• ইন্দিরা গান্ধীর জীবনী কে লিখেছিলেন?- পুপুল জয়াকর।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• দাদাভাই নৌরজি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?-এলফিনস্টোন বিশ্ববিদ্যালয়।
• 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?-উত্তরপ্রদেশ।
• জাড্যের সূত্র কে আবিষ্কার করেছিলেন?-নিউটন।
• বায়োডিজেল লোকোমেটিভ কোন রেলওয়ে অঞ্চল থেকে পাওয়া যায়?-হুবলি বিভাগ।
• পানিপথ তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?- হরিয়ানা।
• LIGO কিসের সঙ্গে সম্পর্ক যুক্ত। লেজার?-
• স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?-চিত্তরঞ্জন দাস।
• মায়ানমারের মুদ্রার নাম কি?-কায়াত।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• জেনারেটর কিভাবে কাজ করে?-যান্ত্রিকশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে।
• 'স্মাইলিং বুদ্ধ' কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ?-ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণের সঙ্গে।
• Microsoft কত সালে স্থাপিত হয়েছিল?-1975।
• 'স্টার্ট-আপ ইন্ডিয়া' প্রকল্পটি কত সালে শুরু হয়?-2016।
• ভারতীয় আধা সামরিক বাহিনীর প্রথম মহিলা ডিজি কে?-অর্চনা রামাসুন্দরম।
• কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শেষ হয়?-
1947
• মঙ্গল গ্রহের অপর নাম কি?-লাল গ্রহ।
• হলুদ জ্বর এর কারণ কি?-স্ত্রী মশা।
• RBC-এর পুরো নাম কি?-Red Blood Corpuscle
• আমেরিকার সর্ববৃহৎ স্টেডিয়ামের নাম কি?-মিচিগান স্টেডিয়াম।
• তাসখন্দ চুক্তি কোন ভারত-পাকিস্তান যুদ্ধের পর স্বাক্ষরিত হয়?-1965
• নাগাল্যান্ডের রাজধানীর নাম কিং-কোহিমা।
• NASA -র সদর দফতর কোথায় অবস্থিত?-আমেরিকা যুক্তরাষ্ট্র।
• আফগানিস্তানের সাংসদ ভবনের নাম কি?-সোরা।
• গান পাউডারে কি থাকে?-পটাসিয়াম নাইট্রেট।
• 'স্ট্যাচু অফ লিবার্টি' কোথায় অবস্থিত।-নিউইয়র্ক (আমেরিকা যুক্তরাষ্ট্র)
• খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত?-মধ্যপ্রদেশ।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• ভারতবর্ষের সাংসদ ভবন কত সালে স্থাপিত হয়?-
1927
• শ্বসনের সময় মানবদেহ থেকে কোন গ্যাস বাইরে বেরিয়ে যায়?-কার্বন ডাই অক্সাইড।
• জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন?-লুই পাস্তুর। •
• 'বংশগতির জনক' কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেল।
• ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে এসেছিল?-1600
সালে।
• সবচেয়ে দ্রুততম মেমোরি কী? ক্যাশ মেমোরি।
• যোগেশ্বর দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত?-কুস্তি
• বিশ্ব জনসংখ্যা দিবস কবে?-11 জুলাই।
• প্রথম মহাকাশে গিয়েছিলেন কে -ইউরি গ্যাগারিন
• বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?-7 এপ্রিল।
• লাফিং গ্যাস কোনটি? -নাইট্রাস অক্সাইড।
• মানব দেহের স্বাভাবিক রক্তচাপ কত?-120/80
• চাপের একক কি ? -পাস্কাল।
• কানহা অভয়ারণ্য কোথায় অবস্থিত?- মধ্যপ্রদেশ।
• ইন্দিরা গান্ধী বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? -রায়বেরিলি, উত্তরপ্রদেশ।
• জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লি।
• ফিজিক্যাল রিসার্চ ল্যাবোরেটরি কে স্থাপন করেন।- বিক্রম সারাভাই।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• 'বংশগতির জনক' বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে।
• পানিপথ তৈল শোধনাগার অবস্থিত - হরিয়ানা রাজ্যে।
• ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত আছে - দামোদর উপত্যকা অঞ্চলে।
• পোলো খেলায় খেলোয়াড় থাকে - 4 জন।
• পেপের হলুদ রং আসে - ক্যারোটিন থেকে।
• সালোকসংশ্লেষে অক্সিজেন উৎপন্ন হয় - কার্বন ডাইঅক্সাইড ও জল থেকে |
• ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক অবস্থিত - আমেরিকা যুক্তরাষ্ট্রে।
• ভুটানের সরকারি ভাষা - জঙ্ঘা।
• মার্স গ্যাসের মুখ্য উপাদান - মিথেন।
• ফতেপুর সিক্রি স্থাপন করেছিলেন - আকবর।
• অ্যালফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন- ডিনামাইট।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• X-ray-র আবিষ্কারক - রন্টজেন।
• অশোক রাজা ছিলেন - মৌর্য বংশের।
• ভারতবর্ষের জরুরি অবস্থার ধারাটি নেওয়া হয়েছে
- জার্মানি থেকে।
• তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার অধিবাসীরা কথা বলেন কোন ভাষায় - তামিল
• গুরুশিখর আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।
• কঠিন আয়োডিনের রং হল বেগুনি।
• 9/11 বিভীষিকার পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নাম হয় - ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
• গান্ধি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় - 5 মার্চ, 1931।
• জাতীয় একতা দিবস পালিত হয় 31 অক্টোবর।
• ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া।
• 'উইঙ্গস অফ ফায়ার' গ্রন্থটির লেখক এপিজে আব্দুল কালাম।
• ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে।
• 2019 সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলস।
• ইয়ং ইন্ডিয়া পত্রিকাটির সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধি।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• UNO-র সদর দফতর অবস্থিত নিউ ইয়র্কে।
• সাধারণ চোখের দৃশ্যমানতা 6 মিটার।
• ভারতবর্ষের সীমানা সবচেয়ে বেশি পরিমাণে যুক্ত বাংলাদেশের সঙ্গে।
• পূর্ব এশিয়ার বন্দরগুলি আক্রমণের জন্য নৌবাহিনীকে ব্যবহার করেন প্রথম রাজেন্দ্র চোল।
• কামরূপ রাজবংশ ছিল আসামে।
• ভারতবর্ষের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
• ভারতবর্ষের বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে।
• টাইটানিক জাহাজ প্রস্তুত হয়েছিল ব্রিটিশ যুক্তরাজ্যে।
•ONGC-র সদর দফতর অবস্থিত - উত্তরাখণ্ডে।
• ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অবস্থিত -কর্ণাটকে।
• LAN-এর পুরো কথাটি Local
Area Network
• ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম পার্ক
- কেওলাদেও ন্যাশনাল
• শেষ মুঘল সম্রাট ছিলেন - বাহাদুর শাহ জাফর।
• সংবিধান সংশোধন অনুযায়ী ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় 61তম সংশোধনে।
New Batch & অ্যাডমিশন - 7003600355
• ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা যে কমিটির প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠিত হয় সেটি হল বলবন্ত রাই মেহেতা কমিটি রিপোর্ট, 1957।
• চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হল -স্পুটনিক ।।
• বাংলার দুঃখ নামে পরিচিত নদী হল দামোদর।
• স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।
• গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন বৌদ্ধগয়ায়।
• ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক বলা হয় বিক্রম সারাভাইকে।
• এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কমলজিৎ সান্ধু।
• কোণারক টেম্পল তৈরি করেন রাজা প্রথম নরসিংহ দেব।• মৃণালিনী সারাভাই যে শিল্পের সঙ্গে যুক্ত তা হল নৃত্য।
• 2014 সালে সাধারণ নির্বাচনের পর ১৬তম লোকসভা গঠিত হয়।
• ভারতবর্ষের যে রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত তা হল উত্তরপ্রদেশ।
• ব্রিটিশদের দেওয়া যে উপাধি গান্ধিজি পরিত্যাগ করেন তা হল- কাইজার-ই-হিন্দ।
• যে মন্দির পুরোটাই গ্রানাইট দিয়ে তৈরি তা হল - বৃহদেশ্বর মন্দির
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফফর খানকে।
• মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন দৌলতাবাদে।
• রানি লক্ষ্মীবাই মারা গিয়েছিলেন গোয়ালিওরে।
• ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি।
• ভারতবর্ষের যে রাজ্যে সর্বাধিক বনভূমি অবস্থিত তা হল - মধ্যপ্রদেশ।
• মাদুরাই যে নদীর তীরে অবস্থিত তা হল ভাইগাই।
• Straight Drive বইটির লেখক হলেন সুনীল গাভাসকার।

Post a Comment