• মুঘল ইতিহাস জানার উৎস:
গ্রন্থ. লেখক:
- আকবরনামা,
আইন-ই-আকবরী
- আবুল ফজল
- আলমগীরনামা - মীর্জা মহম্মদ কাজিম
- তুজুক-ই-বাবরী
(বাবরের আত্মজীবনী) - বাবর
- তুজুক-ই-জাহাঙ্গীর
(জাহাঙ্গীরের আত্মজীবনী) - জাহাঙ্গীর
- হুমায়ুননামা - গুলবদন বেগম (বাবরের কন্যা)
- মস্তাখাব-উৎ- তোয়ারিখ/মুন্তাখাব-উল-তারিখ - বদায়ুনী
- তারিখ-ই-শেরশাহী
- আবাস খাঁ শেরওয়ানী
- পদ্মাবৎ
(হিন্দী) - মালিক মহম্মদ জয়সিয়া
- তারিখ-ই-ফিরোজশাহী
- জিয়াউদ্দিন বারনী
- শাহজাহাননামা - ইনায়েৎ খাঁ
রাজম্মামা হল মহাভারতের ফার্সি
অনুবাদ।
JOIN TELEGRAM - https://t.me/MackTrick01
* বাবর:
✓ বাবরের প্রকৃত নাম-জাহিরউদ্দীন মহম্মদ বাবর।
✓ বাবা: ওমর শেখ মির্জা (তুর্কীবীর তৈমুর লঙের বংশধর)।
✓ মাতা: কুতলু নিগর খানম্।
✓ ১৪৯৪ সালে মাত্র ১২ বছর বয়সে বাবর ফরঘনা রাজ্যের রাজা হন।
✓ পানিপথের প্রথম যুদ্ধঃ ১৫২৬ সালের ২১শে এপ্রিল।
প্রতিপক্ষ: ইব্রাহিম লোদী।
✓ পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদী এবং সুলতানের আত্মীয় আলম খাঁর আমন্ত্রণে কাবুলের অধিপতি বাবর প্রথম পানিপথের (২১ এপ্রিল, ১৫২৬) যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাস্ত ও নিহত করেন।
✓ ভারতবর্ষে আগ্নেয়াস্ত্রের (কামানের) সাহায্যে যুদ্ধ তিনিই প্রথম করেন।
✓ খানুয়ার
যুদ্ধ: ১৫২৭ সাল।
✓ প্রতিপক্ষ: মেবারের রাণা সঙ্গ বা সংগ্রাম সিংহ।
✓ ১৫২৯ সালে ঘর্ঘরা/গোগরার যুদ্ধে ইব্রাহিম লোদীর ভাই মামুদ লোদী এবং বাংলার সুলতান নসরৎ শাহকে পরাজিত করেন।
✓ ১৫৩০ সালে আগ্রায় তিনি মারা যান এবং কাবুলের আরামবাগে সমাধিস্থ করা হয়।
✓ গোলাপ
চাষ শুরু হয় বাবরের আমল থেকেই।
✓ বাবরের
সমসাময়িক ছিলেন বাংলার হুসেনশাহী সুলতান নসরৎ শাহ।
New Notes & PDF – 7003600355
* হুমায়ুন:
✓ হুমায়ুন কথার অর্থ-ভাগ্যবান।
✓ হুমায়ুন ১৫৩০ সালে দিল্লীর সিংহাসনে বসেন।
✓ চৌসার যুদ্ধ: ১৫৩৯ সালের ২৭শে জুন। প্রতিপক্ষ: শেরশাহ। হুমায়ুন পরাজিত হন।
✓ কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধঃ ১৫৪০ সালের ১৭ই জুন হুমায়ুন সম্পূর্ণরূপে শেরশাহের কাছে পরাস্ত হন।
✓ হুমায়ুন
পারস্যে পালিয়ে যান।
✓ ১৫৫৬
সালে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যায় এবং দিল্লীতে সমাধিস্থ করা হয়।
✓ হুমায়ুনের
বোন (বাবরের কন্যা) গুলবদন বেগম 'হুমায়ুননামা' রচনা করেন।
*
শেরশাহ ও শূর সাম্রাজ্য: (১৫৪০-১৫৫৫ সাল)
✓ বহুলুল
লোদী হলেন প্রথম আফগান যিনি দিল্লীর মসনদে বসেন। (১৪৫১ সাল)।
✓ দ্বিতীয়
আফগান শাসন শুরু করেন- শেরশাহ (১৫৪০ সাল)
✓ শেরশাহের
প্রকৃত নাম: ফরিদ খাঁ।
✓ ১৫৪৫
সালে কালিঞ্জর দুর্গ অবরোধ কালে বারুদের স্তূপে আগুন লেগে মারা যান।
✓ বিহারের
সাসারামে তাঁকে সমাধিস্থ করা হয়।
✓ শেরশাহ
জমি জরিপ করার প্রথা চালু করেন।
* শেরশাহের শাসনব্যবস্থা:
✓ চারজন
মন্ত্রী: দেওয়ান-ই-উজিরাৎ, দেওয়ান-ইন-রিসাসৎ ও দেওয়ান-ই-ইনসা ও দেওয়ান-ই-আর্জ।
✓ শেরশাহ
কবুলিয়াৎ ও পাট্টা প্রথার প্রবর্তন করেন। এর মাধ্যমে সরকার ও চাষীর মধ্যে দেনা-পাওনার
কথা লেখা থাকত।
✓ তিনি
গ্রান্ড ট্র্যাঙ্ক রোড অর্থাৎ 'সড়ক-ই-আজম' নির্মাণ করেন। পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে
সিন্ধু নদ (১৫০০ মাইল বা ২৮০০ কিমি) পর্যন্ত।
✓ শেরশাহ
ঘোড়ার পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা করেন। অধিকর্তা ছিলেন-দারোগা-ই-ডাক চৌকি।
✓ শেরশাহ
'রূপয়া' নামে রৌপ্যমুদ্রা এবং 'দাম' নামক তাম্র মুদ্রার প্রচলন করেন (১৫৪২ সাল)।
✓ তাঁর
বিশ্বস্ত হিন্দু সেনাপতি ছিলেন-ব্রহ্মজিৎ গৌড়।
JOIN TELEGRAM - https://t.me/MackTrick01
* আকবর: (১৫৫৬-১৬০৫ সাল)
✓ জন্মঃ
সিন্ধুপ্রদেশের অমরকোটে ১৫৪২ সালে।
✓ হিমু
দিল্লী, আগ্রা জয় করে 'বিক্রমজিৎ' উপাধি নেন। (বিজাপুরের আদিলশাহের মন্ত্রী)।
✓ পানিপথের
দ্বিতীয় যুদ্ধঃ ১৫৫৬ সাল নভেম্বর মাস। মুঘল ও আফগানদের মধ্যে।
✓ জায়গীরদার
প্রথা আকবর প্রবর্তন করেন।
✓ ১৫৭৬
সালে হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হন।
✓ মুঘলপক্ষে
নেতৃত্ব দিয়েছিলেন-মানসিংহ ও আসফ খাঁ।
✓ আকবর
১৫৮৬ সালে কাশ্মীর এবং ১৫৯৩ সালে সিন্ধুপ্রদেশ জয় করেন।
✓ ১৬০১
সালে আসীরগড় দুর্গ জয়ই ছিল আকবরের জীবনের শেষ যুদ্ধাভিযান।
✓ গুজরাট
জয়কে স্মরণীয় করে রাখতে তিনি ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন।
✓ আকবর
১৬০৫ খ্রীষ্টাব্দে মারা যান (Bloody dysentry-তে আক্রান্ত হয়ে)। সেকেন্দ্রাতে সমাধিস্থ
করা হয়।
✓ আকবরের
রাজস্বমন্ত্রী ছিলেন-টোডরমল।
✓ টোডরমল
প্রবর্তিত রাজস্ব সংস্কার- টোডরমল ব্যবস্থা বা জাবতি ব্যবস্থা নামে খ্যাত। ১৫৮২ সালে
জাবতি ব্যবস্থা আকবর প্রবর্তন করেন। খাজনা সংক্রান্ত টোডরমল ব্যবস্থা 'দহশালা' নামে
পরিচিত।
✓ আকবর
১৫৭৫ সালে ইবাদত খানা (ফতেপুর সিক্রীতে) নির্মাণ করেন।
JOIN TELEGRAM - https://t.me/MackTrick01
✓ আকবর
১৫৭৯ সালে মনসবদারী প্রথা চালু করেন।
✓ মনসব
শব্দের অর্থ মর্যাদা (পদমর্যাদা)।
✓ দীন-ই-ইলাহীর
অর্থ দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ।
✓ ১৫৮২
সালে দীন-ই-ইলাহী প্রবর্তন করেন।
✓ আকবরের
হিন্দু মন্ত্রী বীরবল, আবুল ফজল ও ফৈজী এই ধর্মমত গ্রহণ করেন। প্রথম গ্রহণ করেন বীরবল।
✓ আকবরের
সভাকবি-সঙ্গীতজ্ঞ তানসেন। তানসেনের আসল নাম রামতনু পাণ্ডে।
✓ আকবর
তীর্থকর (১৫৬৩ সাল) ও জিজিয়া কর (১৫৬৪ সাল) তুলে দেন।
✓ আকবরের
রাজসভায় নবরত্ন বিরাজ করতেন।
✓ র্যালফ
পিচ (ইংরেজ) আকবরের আমলে এসেছিলেন (১৫৭৫ সাল)।
✓ তুলসীদাস
(দ্বিতীয় বাল্মিকী)-রামচরিত মানস-এর রচয়িতা।
✓ সুরদাস-সুর-সাগর,
সুর-সারাবলী রচনা করেন।
✓ আবুল
ফজল-আইন-ই-আকবরী ও আকবরনামা। (আবুল ফজল না থাকলে আকবরনামা-র রচয়িতা হবে ফৈজী)।
✓ নিজামউদ্দীন
আহমেদ - তবাকৎ-ই-আকবরী।
✓ বদায়ুনী-মুন্তাখাব-উল-তারিখ।
New Notes & PDF – 7003600355
✓ আকবর
চেয়েছিলেন-দার-উল-হার্ব অর্থাৎ অমুসলমানদের দেশ।
* জাহাঙ্গীর: (১৬০৫-১৬২৭ সাল)
✓ আসল
নাম - সেলিম (আকবরের জ্যেষ্ঠপুত্র)
✓ উপাধি:
নূরুদ্দীন মহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী।
✓ আহম্মদনগরের
মন্ত্রী মালিক অম্বরকে যুবরাজ খুররম পরাস্ত করলে জাহাদীর খুররমকে শাহাজাহান উপাধি দেন।
✓ আত্মচরিত
তুজুক-ই-জাহাঙ্গীরী (তুর্কীভাষায় লেখা)।
✓ তিনি
পঞ্চম শিখগুরু অজুর্নকে হত্যা করেছিলেন।
✓ লাহোরে
মতি মসজিদ নির্মাণ করেন।
✓ তিনি
যষ্ঠ শিখশুরু হরকিযাণকে হত্যা করেছিলেন।
✓ নূরজাহান:
জাহাঙ্গীরের প্রিয়তমা পত্নী। অর্থ জগতের আলো।
✓ তাঁর
পূর্ব নাম ছিল-মেহেরউন্নিসা। জাহাঙ্গীরই তাঁর নাম দেন নূরজাহান।
✓ নূরজাহানকে
বাদশা বেগম বা সাম্রাজ্যের প্রথম নারীর সম্মান দেওয়া হয়। স্মিথ নূরজাহানকে সিংহাসনের
পশ্চাদের শক্তি (Power behind the throne) বলেছেন।
✓ ইংল্যান্ডের
যুবরাজ প্রথম জেমসের দূত হিসাবে ক্যাপ্টেন হকিন্স (১৬০৮ সাল) এবং এডওয়ার্ড এবং স্যার
টমাস রো (১৬১৫ সাল) জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন।
✓ জাহাঙ্গীরের
সমাধি: লাহোরে।
New Notes & PDF – 7003600355
• শাহজাহান (১৬২৭-১৬৫৮ সাল):
✓ পূর্বনাম:
খুররম (জাহাঙ্গীরের তৃতীয় সন্তান)।
✓ তাঁর
রাজত্বকালকে মোগল আমলের 'স্বর্ণযুগ' (Golden Age) বলা হয়।
✓ তিনি
মমতাজের স্মরণে আগ্রার যুমনার তীরে তাজমহল নির্মাণ করেন। ২২ বছর সময় ও ৩ কোটি টাকা
ব্যয় হয়েছিল। (১৬৩২-১৬৫৩ সাল)।
প্রধান
স্থপতি ছিলেন-ওস্তাদ ঈশা (পারস্যের)। নাদির সমরকান্দি ও উল্লেখযোগ্য স্থপতি ছিলেন।
✓ শাহজাহান
(বেবাদল খাঁর তত্ত্বাবধানে) এক কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে ময়ূর সিংহাসন নির্মাণ করেন
(১৬২৮-১৬৩৫ সাল)।
✓ পারস্য
সম্রাট নাদির শাহ কোহিনূর হীরার সাথে এটি নিয়ে যান।
✓ দিল্লীর
'জামা মসজিদ' 'জুম্মা মসজিদ' শাহাজাহানের তৈরী।
✓ শাহজাহান
শিশমহলও তৈরী করেন।
✓ আগ্রার
মোতি মসজিদ (আকবর নির্মিত আগ্রা ফোর্টে অবস্থিত) শাহজাহানের স্থাপত্য কীর্তি। আগ্রাফোর্ট
লালপাথরের তৈরী।
✓ শাহজাহান
নির্মিত আগ্রার জাম-ই-মসজিদ, মসজিদ-ই-জাহাননামা নামে খ্যাত। খাসমহল-শাহজাহানের নির্মিত।
।
✓ বার্ণিয়ে
শাহজাহানের রাজত্বকালে এদেশে এসেছিলেন
✓ শাহজাহানের
সমাধি-তাজমহল-এ।
JOIN TELEGRAM - https://t.me/MackTrick01
• ঔরঙ্গজেব: (১৬৫৮-১৭০৭)
✓ ঔরঙ্গজেব
পিতা শাহজাহানকে বন্দী করে সিংহাসনে বসেন ১৬৫৮ সালে এবং বন্দী অবস্থায় শাহজাহান ১৬৬৬
সালে মারা যান।
✓ উপাধিঃ
আলমগীর, বাদশাহ (সম্রাট) ও গাজী (ধর্মযোদ্ধা)।
✓ দারা
শিকোহ ও শাহজাহানের সম্মিলিতবাহিনীকে ঔরঙ্গজেব সামুগড়ের যুদ্ধে (১৬৫৮ সাল) পরাজিত করে
দিল্লীর সিংহাসনে বসেন।
✓ ধর্মাটের
যুদ্ধে (The battle of Dharmat) ঔরঙ্গজেব দারাকে পরাজিত ও নিহত করেন।
✓ ঔরঙ্গজেবের
আমলে মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি চরম সীমায় পৌঁছায়।
✓ ঔরঙ্গজেবের
সেনাপতি মীরজুমলা কুচবিহার ও অহোম জয় করেন।
✓ ঔরঙ্গজেব
জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন (১৬৭৯ খ্রীষ্টাব্দে)।
✓ দিল্লীর
রেডফোর্টে মতি মসজিদ নির্মাণ করেন।
✓ তাঁকে
'দরবেশ' ও 'জিন্দাপীর' বা জীবন্ত সাধুও বলা হয়।
✓ নবম
শিখগুরু তেগবাহাদুরকে তিনি হত্যা করেন।
✓ ১৬৮৯
সালে মারাঠা রাজ শম্ভুজীকে তিনি নৃশংসভাবে হত্যা করেন।
JOIN TELEGRAM - https://t.me/MackTrick01
✓ ফতেয়া-ই-আলমগিরি
নামক মুসলমান আইনের মূল্যবান সংকল্পটি রচনা করেছিলেন শেখ নিজামি।
✓ মানুচী
নামক ইতালীয় পর্যটক এই সময় ভারতে এসেছিলেন।
✓ তিনি
'নওরোজ উৎসব' নিষিদ্ধ করেন ও 'মহরম উৎসব' বন্ধ করে দেন।
✓ তিনি
'ঝারোখা দর্শন' প্রথা তুলে দেন।
Post a Comment