General Science ---- Previous Year Questions for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 1

এক নজরে  General Science ----বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 1

01. গতিয় ঘর্ষণ স্থিতিয় ঘর্ষণ এর তুলনায়

Ans: কম

02. নিচের রোগগুলোর মধ্যে কোনটিতে দেহের অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে?

Ans: AIDS

03. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের ক্ষেত্রে সল্পমাত্রিক পুষ্টি উপাদান রূপে বিবেচিত হয়?

Ans: Zn

04. কাকে কোষের মস্তিষ্ক বলে?

Ans: নিউক্লিয়াস

05. নিচের কোনটি এককবিহীন ভৌতরাশি?

Ans: আপেক্ষিক গুরুত্ব

06. নিচের কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়?

Ans: আমাশয়

07. রাতকানা রোগটি হয় যে ভিটামিনের অভাবে

Ans: ভিটামিন - A

08. বিগ - ব্যাং (Big - Bang) থিয়োরি বিবৃতি করে

Ans: ব্রহ্মাণ্ডের সৃষ্টি


New Notes & PDF – 7003600355


09. মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়?

Ans: গ্যাম্বুসিয়া

10. নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়?

Ans: স্বভোজী

11. কোনটি গ্রীনহাউস গ্যাস নয়?

Ans: হাইড্রোজেন

12. আপনার ক্যারিজ হলে, আপনি কার কাছে যাবেন?

Ans: ডেন্টিস্ট

13. কোন স্তন্যপায়ী ডিম পাড়ে?

Ans: হংসচঞ্চু

14. টোফু কিসের থেকে তৈরী হয়?

Ans: সয়াবিন দুধের দই


JOIN TELERAM - https://t.me/MackTrick01


15. ভূপালে গ্যাস দুর্ঘটনার কারণ ছিল MIC গ্যাস নিসরন, যেটি হল.

Ans: মিথাইল আইসোসায়ানেট

16. নিম্নলিখিত কোনটি পুনর্ভব শক্তি?

Ans: সৌর বিদ্যুৎ

17. মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হল

Ans: 206

18. হিমোগ্লোবিনের কাজ হল

Ans: অক্সিজেন পরিবহন করা

19. ভিটামিন 'A' এর ঘাটতির ফলে যেটি হয়; সেটি হল

Ans: রাতকানা

20. আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন

Ans: ডিনামাইট

21. CNG- অর্থ হল

Ans: কমপ্রেসড ন্যাচারাল গ্যাস

22. মানবদেহের কোষে থাকে

Ans: 46 টি ক্রোমোজোম

23. কে অপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত?

Ans: আইনস্টাইন

24. একটি রকেট উপরে উঠতে পারে

Ans: গ্যাসের নিম্নবর্তি উদগিরন

25. কস্টিক পটাশ হল

Ans: পটাশিয়াম হাইড্রোক্সাইড

26. পেনিসিলিন আবিষ্কার করেন

Ans: . ফ্লেমিং

27. রুবি হল

Ans: আলুমিনিয়াম অক্সাইড

28. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হল

Ans: 98.6° F'

29. RCC'- সম্পূর্ন অর্থ হল

Ans: রিইনফোর্সড কনক্রিট সিমেন্ট


New Notes & PDF – 7003600355


30. একটি রূপ তাপ হল

Ans: শক্তির

31. পৃথিবী তার কক্ষের উপর আবর্তিত হয়।

Ans: পশ্চিম থেকে পূর্বে

32. পলিমার হলো একটি-

Ans: যৌগ

33. হাওয়ায় জলীয় বাষ্পকে বলে

Ans: আদ্রতা

34. ওয়াশিং সোডার রাসায়নিক নাম

Ans: সোডিয়াম কার্বনেট

35. প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায়

Ans: জৈব বর্জ্য


JOIN TELERAM - https://t.me/MackTrick01


36. গুটি বসন্তের কারণ হল

Ans: ভারিওলা ভাইরাস

37. 'সোয়াইন ফ্লু' হল

Ans: ভাইরাস

38. বৃহত্তম স্তন্যপায়ী হল

Ans: নীল তিমি

39. গুটি বসন্তের প্রতিষেধকের আবিষ্কার করেন

Ans: এডওয়ার্ড জেনার

40. ক্রীড়াবিদের পাদদেশ হল এক ধরণের ফাঙ্গাল

সংক্রমন যার কারণ হল

Ans: এপিডামোফাইটন

41. ভারতের সর্ব প্রথম টেস্টটিউব বেবি জন্মায়

Ans: 1986

 42. সালে আলোক বর্ষ দিয়ে পরিমাপ করা যায়

Ans: দূরত্ব

43. AIDS " নির্ণয়ের জন্যে ডাক্তারি পরীক্ষা টির নাম

Ans: ELISA


New Notes & PDF – 7003600355


44. নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি হয়?

Ans: টাংস্টেন

45. হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায়?

Ans: রক্ত

46. বায়োগ্যাসের উপাদানগুলি

Ans: কার্বন ডাই ক্সাইড, মিথেন হাইড্রোজেন

 47. শব্দ দূষণ হয়, শব্দের মাত্রা যদি বেশি হয়

Ans: 80-90 dB এর

48. নিচের কোন কোষটি বিভাজনে অংশ গ্রহণ করে না?

Ans: স্নায়ু কোষ

49. একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হল

Ans: রেডন

50. মরীচিকার কারণ হল

Ans: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

51. নিচের কোনটি একটি অর্ধপরিবাহি?

Ans: জার্মেনিয়াম

52. শ্রুতিযোগ্য শব্দের কোম্পাঙ্কের বিস্তার হল

Ans: 20Hz-20,000Hz

53. নিচের কোনটি মূল নয়?

Ans: আলু

54. ইউট্রিফিকেশন হল এক ধরণের

Ans: জল দূষণ

55. কোন অমেরুদন্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের?

Ans: হাইড্রা

56. সূর্যের শক্তির উৎস


JOIN TELERAM - https://t.me/MackTrick01


Ans: নিউক্লিও সংযোজন

57. কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়?

Ans: ভিটামিন C

58. কিসের বেগ মাপার জন্যে নোটিকাল মাইল

প্রতি ঘন্টা ব্যবহার করা হয়?

Ans: জাহাজ

59. মানবদেহের পক্ষে উপকারী ব্যাকটেরিয়া

Ans: ল্যাকটোব্যাসিলাস

60. হাইড্রোপোনিক্স কথাটি কীসের সাথে যুক্ত?

Ans: মাটি ছাড়া গাছের প্রতিপালন

61. যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে

Ans: বায়ু চাপ

62. কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে?

Ans: বাজরা

63. ডায়ালিসিসে ব্যবহার হয় কোন প্রক্রিয়ায়?

Ans: আস্রাবন

64. সবচেয়ে নমনীয় ধাতু

Ans: সোনা

65. কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণী?

Ans: সাপ ব্যাঙ


New Notes & PDF – 7003600355


66. বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস হল

Ans: আর্গণ

67. নিম্নের কোনটি পুনর্নর্বিকরণ যোগ্য শক্তির উৎস নয়?

Ans: জ্বালানি কোষ

68. একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শুন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে?

Ans: সবগুলি সমান দ্রুততায়

69. করোসন প্রতিরোধ করা যায় কোন পদ্ধতিতে

Ans: ওয়েলিং ইলেক্টপ্লেটিং

70. PSLV - C36 রকেট কোন ধরণের উপগ্রহ পাঠানো হয়?

Ans: যোগাযোগ

71. বিশ্বের বৃহত্তম ফুলটি হল

Ans: রাফলেসিয়া

72. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উন্নয়ন শীল মাল্টিমিডিয়া ওয়েব পেজ গুলির জন্যে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা?

Ans: জাভা

73. সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী?

Ans: সংযোজন

74. কম্পিউটারের প্রথম ভাষা ছিল

Ans: FORTRAN

75. খাদ্য সংরক্ষণের জন্যে কোন জিনিস বেশি

পরিমাণে ব্যবহৃত হয়?

Ans: বেনজোয়িক অ্যাসিড

76. তাপ পরিমানের একক

Ans: জুল

77. ফিলামেন্ট তৈরি হয়

Ans: টাংস্টেন


JOIN TELERAM - https://t.me/MackTrick01



78. কোন কম্পাঙ্ক সীমা হলো উচচফ্রিকোয়েনসি ব্র্যান্ড?

Ans: 3 থেকে 30 MHz

79. গাছপালা তাদের পরিপোষক পদার্থ পায় মূলত কোথা থেকে?

Ans: মাটি

৪০. এদের মধ্যে কোন বিষয়কে দায়ী করা হয় ভূ- উষ্ণায়ন আর জন্যে?

Ans: গ্রিন হাউস প্রভাব

81. সমুদ্রের জল হল

Ans: ক্ষারীয়

82. নিম্নের কোনটি HIV ছড়ায়

Ans: ইঞ্জেকশনের একই সূচ ব্যবহার করলে

83. লবনাক্ত জলে উৎপন্ন চারাগাছকে বলে

Ans: হ্যালোফাইটস'

84. 'বার' নিম্নের কোনটির একক?

Ans: চাপ

85. নিম্নের কোনটি সমগোত্রীয় নয় তা নির্ণয় করুন

Ans: লঙ্কা

86. মানুষের মাথায় হারের সংখ্যা

Ans: 22

87. পোলিও টিকা আবিষ্কার করেন

Ans: লুই পাস্তুর

৪৪. গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পন ব্যবহার করা হয়, তা হল

Ans: অধিবৃত্তাকার অবতল দর্পন


New Notes & PDF – 7003600355


89. টেলিযোগাযোগের জন্য কোন ধরণের তরঙ্গ ব্যবহার করা হয়?

Ans: মাইক্রো তরঙ্গ

90. রোগ বহনকারী পতজ্ঞদের বলে

Ans: ভেক্টর

91. কোয়ান্টাম তত্ত্ব এর প্রবক্তা হলেন

Ans: ম্যাক্স প্লাঙ্ক,

92. সাধারণত গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়

Ans: অবতল দর্পণ

93. একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হল

Ans: সিলিকন

94. ডায়নামো তে কোন শক্তি কোন শক্তিতে

রূপান্তরিত হয় -

Ans: যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে


JOIN TELERAM - https://t.me/MackTrick01


95. স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো

Ans: মান

96. ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো

Ans: মান দিক

97. ফ্যারাড কোন রাশির একক

Ans: ধারকত্ব

98. নিচের কোনটি একক হীন রাশি

Ans: আপেক্ষিক গুরুত্ব

99. পৃথিবীর কেন্দ্রে - এর মান

Ans: শুন্য

100. বরফ গলনের লীন তাপ

Ans: 80 ক্যালোরি / গ্রাম


New Notes & PDF – 7003600355


101. রকেটের কার্যনীতি কীসের ওপর প্রতিষ্ঠিত

Ans: ভরবেগের সংরক্ষণ

102. কার্যের ব্যাবহারিক একক কী

Ans: জুল

103. চা খুব দ্রুত ঠান্ডা হয়

Ans: পোর্সেলিন পাত্রে

104. একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে বন্দুকটি

Ans: গুলির সমান ভরবেগে কিন্তু গুলির বিপরীত দিকে গতি প্রাপ্ত হয়

105. দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে, কারণ

Ans: স্থিতি জাড্য

106. প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থান -

Ans: ভার প্রযুক্ত বলের মাঝে

107. দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার, দন্ডের কোথায় প্রযুক্ত হয়

Ans: মাঝে

108. শব্দেতর শব্দের কম্পাঙ্ক হল-

Ans: 20 Hz এর কম.

109. শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হল -

Ans: 20000 Hz

110. ম্যাক সংখ্যা হল

Ans: কোন বস্তুর বেগ শব্দের বেগের অনুপাত


To purchase these notes in PDF ,  https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG

Post a Comment

Previous Post Next Post