গুরুত্বপূর্ণ সীমান্তরেখা
1. ডুরান্ড লাইন - ভারত ও আফগানিস্তান (1896)
2. ম্যাকমোহন লাইন - ভারত ও চীন (1914)
3. RADCLIF লাইন - ভারত ও পাকিস্তান (1947)
4. 24তম প্যারালাল - ভারত ও পাকিস্তান (পাকিস্তান দাবী করে)
5. 8° চ্যানেল - মিনিকয় দ্বীপ ও মালদ্বীপ
6. 9° চ্যানেল - লাক্ষাদ্বীপ ও মিনিকয়
9. গ্রেট চ্যানেল - আন্দামান, নিকোবর ও সুমাত্রা
10. লাইন অব কন্ট্রোল - ভারত ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে
11. সমব্রেরো চ্যানেল - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
12.হিন্ডেনবার্গ লাইন - জার্মানী ও পোল্যান্ড
13. ম্যাগিনট লাইন - ফ্রান্স ও জার্মানী (ফ্রান্স কর্তৃক নির্ধারিত)
14. 38 তম প্যারালাল - উত্তর ও দক্ষিণ কোরিয়া
15. 49 তম প্যারালাল - আমেরিকা ও কানাডা
16. ওডার নাইসে লাইন - জার্মানী ও পোল্যান্ড
Post a Comment