ভারতের জাতীয় পরিচয় চিহ্ন সমূহ

 জাতীয় পতাকা (National Flag)

* গণপরিষদ জাতীয় পতাকার স্বীকৃতি দেয় 22 জুলাই, 1947 সালে।

* জাতীয় পতাকার নক্শা প্রস্তুত করেন-অন্ধ্রপ্রদেশের Pingali Venkaiah.

* জাতীয় পতাকার দৈর্ঘ্য: প্রস্থ = 3:2 অনুপাতে।


জাতীয় প্রতীক (National Emblem):

* জাতীয় প্রতীক হিসাবে অশোকস্তম্ভ (Ashoka's Pillar) 1950 সালের 26 জানুয়ারীতে গৃহীত হয়।

* জাতীয় প্রতীকে আছে 4 ধরণের প্রাণী; এগুলি হল-সিংহ, ষাঁড়, হাতি,ঘোড়া।

* দেবনাগরী অক্ষরে অশোকস্তম্ভে 'সত্যমেব জয়তে' লেখা আছে।

JOIN TELERAM - https://t.me/MackTrick01

জাতীয় সঙ্গীত (National Anthem):

* রবীন্দ্রনাথ ঠাকুরের জন-গণ-মন গানটি জাতীয় সঙ্গীত হিসাবে 1950 সাল 24 জানুয়ারী গ্রহণ করা হয়।

* জাতীয় সঙ্গীতের ক্ষুদ্র সংস্করণ হলো-গানের প্রথম ও শেষ লাইন। গাইবার সময় 20 সেকেন্ড।

* গানের শিরোনাম 'ভারত বিধাতা'।

* ইংরাজীতে 'The morning Song of India'.


জাতীয় গান (National Song):

* 'বন্দেমাতরম্' গানটি নেওয়া হয়েছে 'আনন্দ মঠ' থেকে।

* রচয়িতা-বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী।

* গানটির ইংরাজী অনুবাদক হলেন-শ্রী অরবিন্দ ঘোষ।

JOIN TELERAM - https://t.me/MackTrick01

জাতীয় ক্যালেন্ডার (National Calendar) :

* ভারত সরকার এটি গ্রহণ করেন 1957 সালের 22 মার্চ। শকাব্দের উপর ভিত্তি করে জাতীয় ক্যালেন্ডার তৈরি।

* জাতীয় ক্যালেন্ডারে বছর শুরু হয় চৈত্র মাস থেকে। বছর শেষ হয় ফাল্গুন মাস দিয়ে, স্বাভাবিক বছর-365 দিন।

জাতীয় পশু (National Animal):

* 'বাঘ' (Panthera Tigris) ভারতের জাতীয় পশু।

* Indian Peacock (Pavo Cristatus)-হল ভারতের জাতীয় পাখী।

জাতীয় ফল-আম। জাতীয় ফুল= Lotus (পদ্ম), জাতীয় বৃক্ষ-বটগাছ (Banyan Tree) |


National Acquatic Animal-The mamal Gangetic Dolphin (Platanista gangetica)


New Batch & অ্যাডমিশন & Full PDF notes Click –> Telegram

Post a Comment

Previous Post Next Post