এক নজরে Geography ----বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 1
1) রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা?[PSC Misc'20]
Answer - রাখিন
2) 'গোটিপুয়া' ভারতের কোন প্রদেশের নৃত্য? [PSC Misc'20]
Answer – ওড়িশা
3) নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়?
[PSC Misc'20]
Answer - অরাল সাগর
4) 'দস্ত-ই-মারগো' বা 'মৃত্যু-মরুভূমি' কোন দেশের অংশ?[PSC Misc'20]
Answer – আফগানিস্তান
New Notes & PDF – 7003600355
5) নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়?
[PSC Misc'20]
Answer – সহ্যাদ্রী
6) গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী?[WBCS Preli '20]
Answer – কল্লেরু হ্রদ
7) Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল-
[WBCS Preli '20]
Answer-77%
৪) সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[WBCS Preli '20]
Answer - অন্ধ্রপ্রদেশ
9) ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?[WBCS Preli '20]
Answer - 5
10) কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তানিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?
[WBCS Preli '20]
Answer – 14 জানুয়ারি 1969
11) মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 Census পশ্চিমবঙ্গের স্থান হল – [WBCS Preli 20]
Answer – চতুর্থ
12) বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে?
[WBCS Preli '20]
Answer – শতদ্রু
13) 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হল-[WBCS Preli '20]
Answer-Bulbul
14) কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বজ্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়?
[WBCS Preli '20]
Answer-1818
15) নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে?
[WBCS Preli '20]
Answer - মেহেরগড়
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
16) সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে-[WBCS Preli '20]
Answer - ৪ মিনিট
17) কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?
[WBCS Preli '20]
Answer - জম্মু ও কাশ্মীর
18) গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? [WBCS Preli '20]
Answer - আলাঙ
19). ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়-[WBCS Preli '20]
Answer - রিখটার স্কেল
20) চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে?
[WBCS Preli '20]
Answer - সিকিম-ভুটান
21). ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল-[WBCS Preli '20]
Answer - অন্ধ্রপ্রদেশ
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
22) 'ISRO' সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ
করেছে-[WBCS Preli '20]
Answer - আমেদাবাদ থেকে
23) আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল
উৎপাদনকারী জেলা নির্বাচন করুন:
[WBCS Preli '20]
Answer - মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
21) নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুখা নদীর তীরে অবস্থিত?[WBCS Preli '20]
Answer - পুনে
22) সর্বশেষ Census of Indian
Population (জনগণনা) হয়েছিল-[WBCS Preli '20]
Answer-2011
23) পশ্চিমবঙ্গের 'গনগনি' অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?[WBCS Preli '20]
Answer - ল্যাটেরাইট মাটি
24) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে? [WBCS Preli '20]
Answer - থাঞ্জাভুর
25) পশ্চিমবঙ্গের 'গনগনি' অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?[WBCS Preli '20]
Answer - ল্যাটেরাইট মাটি
26) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে?[WBCS Preli '20]
Answer - থাঞ্জাভুর
27) কাঁকরাপাড় পারমাণবিককেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত?[WBCS Preli '20]
Answer – সুরাট
28) পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
[WBCS Preli '20]
Answer - দক্ষিণ আন্দামান-এ
29) তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত-
[WBCS Preli '20]
Answer - ময়ূরাক্ষী
New Notes & PDF – 7003600355
30) পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে
[WBCS Preli '20]
Answer - রামসার স্থান হিসেবে
31) ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভুর হল
একপ্রকার-[WBCS Preli '20]
Answer বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত
ভূমি
32) পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়-
[WBCS Preli '19]
Answer-1956 সালে
33) ভারতের Central Inland Water
Transport Corporation-এর সদর দপ্তরটি অবস্থিত-
[W.B.C.S Preli-19]
Answer -কলকাতায়
34) কোলকাতায় মেট্রোরেল চালু হয়-[W.B.C.S. Preli-19]
Answer-1984 খ্রিঃ
35) ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় ৪০% অবস্থান করছে-[W.B.C.S Preli-19]
Answer - দামোদর উপত্যকায়
36) তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে-[W.B.C.S Preli-19]
Answer-1 লা জুন, 2014
37) ব্যারোমিটার পাঠ (reading) হঠাৎ কমে গেলে, আবহাওয়ার (weather) কি পরিবর্তন হবে?
[WBP Constable-'19]
Answer খুব ঝড় হবে
38) 'রামধনু (Rainbow)' কেন হয়?[WBP Constable-19]
Answer - আলোর প্রতিসরণ (Refraction) ও প্রতিফলনের (reflection) জন্য
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
39) সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ?
[WBP Constable-'19]
Answer - 4 ঠা জানুয়ারী
40) 'নীল গ্রহ' (Blue planet) 'কাকে বলে?
[WBP Constable-'19]
Answer - পৃথিবী
41) 'বন্দীপুর' অভয়ারণ্য (Sanctuary) কোথায় অবস্থিত? [WBP Constable-'19]
Answer - কর্ণাটক
42). নীচের কোনটিকে 'বাদামী কয়লা (brown coal)' বলে? [WBP Constable-'19]
Answer – লিগনাইট
New Notes & PDF – 7003600355
43) এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
[WBP Constable-'19]
Answer - ইয়াংজে
44) ভারতে সর্বোচ্চ বাঁধ কোনটি?[ICDS(Supervisor)'19]
Answer - ভাকরা বাঁধ
45) ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত?
[ICDS (Supervisor)'19]
Answer - আট
46) রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায়?[ICDS (Supervisor)'19]
Answer - শুক্র
47) নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তা হল-
[ICDS (Supervisor)'19]
Answer - গোদাবরী
48) আলোকজান্দ্রিয়া যে নদীর ধারে অবস্থিত সেটি হল-[ICDS (Supervisor)'19]
Answer - নাইল
49) পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ?
[ICDS (Supervisor) '19]
Answer কাস্পিয়ান সাগর
New Notes & PDF – 7003600355
50) পশ্চিমবঙ্গের কোন নদী 'বাংলার দুঃখ' বলে পরিচিত?
[ICDS (Supervisor) '19]
Answer - দামোদর
JOIN TELERAM - https://t.me/MackTrick01
51) পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে-
[W.B.C.S. Preli -'19]
Answer - রামসার স্থান হিসেবে
52) ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল
একপ্রকার -
[W.B.C.S. Preli-'19]
Answer - বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
53) পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়-
[W.B.C.S. Preli -'19]
Answer - 1956 সালে
54) ভারতের Central Inland Water Transport Corporation-এর সদর দপ্তরটি অবস্থিত-
[W.B.C.S Preli-19]
Answer – কলকাতায়
55) কোলকাতায় মেট্রোরেল চালু হয়-[W.B.C.S Preli-19]
Answer-1984 খ্রিঃ
56) ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় ৪০% অবস্থান করছে-[W.B.C.S. Preli-19]
Answer- দামোদর উপত্যকায়
57) ধনেখালি কী জন্য বিখ্যাত?[W.B.C.S. Preli-19]
Answer - তাঁত শিল্পের জন্য
58) তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত-
[W.B.C.S. Preli-19]
Answer - তরাই
59) সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য World Heritage Site নামে নথিভুক্ত করা হয়েছে-
[W.B.C.S. Preli-19]
Answer - ম্যানগ্রোভ গাছের জন্য
60) জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত?
[W.B.C.S Preli-19]
Answer - তিস্তা ও করলা নদী
61) রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?
[W.B.C.S. Preli-19]
Answer – দার্জিলিং
New Notes & PDF – 7003600355
63) পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? [W.B.C.S Preli-19]
Answer - হাওড়া থেকে হুগলী
64) নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি?[W.B.C.S Preli-19]
Answer – ওড়িশা
65) শোলা অরণ্য দেখা যায়-[W.B.C.S Preli-19]
Answer - পশ্চিমঘাট পর্বতে
66) কোলের হ্রদ কোথায় অবস্থিত?
[W.B.C.S Preli-19]
Answer - গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
67) জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়?
[W.B.C.S Preli-19]
Answer - 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
68) স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না?[W.B.C.S Preli-19]
Answer কোচবিহার
69) পশ্চিমবঙ্গে শিক্ষার হার-[W.B.C.S Preli-19]
Answer-77.08%
70) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে-
[W.B.C.S Preli-19]
Answer - ঝাড়খন্ডের
71). লাক্ষা দ্বীপপুঞ্জ হল-[W.B.C.S Preli-19]
Answer - প্রবাল দ্বীপপুঞ্জ
72) নিম্নলিখিত কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?[W.B.C.S. Preli-19]
Answer - ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
73) মানস সরোবর অবস্থিত-[W.B.C.S. Preli -'19]
Answer - কৈলাস পর্বতশ্রেণিতে
74) শিলং শহর অবস্থিত-[W.B.C.S. Preli -'19]
Answer - খাসি পর্বতে
75) মহাকাশে (Space) কোন মহাকাশচারী (astronaut) আকাশের রং কী দেখবে?
[WBP Constable-'19]
Answer - কালো (black)
New Notes & PDF – 7003600355
76). 'কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)' ভারতের নীচে বর্ণিত রাজ্যের উপর দিয়ে যায়নি?
[WBP Constable-'19]
Answer - উত্তরপ্রদেশ
77) কোন্ শহরটি ভারতের সর্ব উত্তরে অবস্থিত? [CISF AC (Exe)-LDCF-2021]
Answer গোয়াহাটি
78) কোন্ স্থানে 'অলকানন্দা ও ভাগীরথীর মিলন ঘটেছে?[CISF AC (Exe)-LDCF-2021]
Answer দেবপ্রয়াগ
79) কোন্ নদীর প্রবাহপথে মাজুলী' দ্বীপটি অবস্থিত? [CISF AC (Exe) - LDCF-2021]
Answer – ব্রহ্মপুত্র
80) 'Great Bitter' হ্রদটি যার অংশ-[CISF AC (Exe)-LDCF-2021]
Answer সুয়েজ খাল
To purchase these notes in PDF , https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG
Post a Comment