এক নজরে General Studies ----বিগত বছরের প্রশ্নোত্তর for Railway (RRB) NTPC , Gr.D , ALP & Technician ---- Part 4

General Studies  Previous Year Railway (RRB) NTPC , Gr.D , ALP & Technician ---- Part 4


'জাতীয় গান কে লিখেছিলেন?-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

ইন্টারপোলের সদর দফতর কোথায় অবস্থিত?-লিয়, ফ্রান্স।

থাইল্যান্ডের মুদ্রার নাম কি?-থাই ভাট।

মানবদেহের সবচেয়ে ছোট হাড়টির নাম কি?-স্টেপিস।

বিশ্ব পরিবেশ দিবস কবে অনুষ্ঠিত হয়?-5 জুন।

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?-অ্যানি বেসান্ত।

ভারতবর্ষের মঙ্গল অভিযান কবে শুরু হয়।-24শে সেপ্টেম্বর, 2014 |


JOIN TELERAM - https://t.me/MackTrick01


ভারতবর্ষের হয়ে ব্যাডমিন্টনে প্রথম অলিম্পিক পদক জেতেন কে?-সাইনা নেওয়াল।

ভারতবর্ষের সীমানা সবচেয়ে বেশি পরিমাণে কোন দেশের সঙ্গে যুক্ত।-বাংলাদেশ।

তথ্যের অধিকার আইন কত সালে গৃহীত হয়?-2005

ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম নদীটির নাম কি। গোদাবরী।

গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার সময় যে গ্যাসটির গন্ধ বের হয় তার নাম কি?-ইথাইল মারকাপটান।

সাধারণ চোখের দৃশ্যমানতা কত?-6 মিটার।

কর্ড লিভার ওয়েল থেকে কোন ভিটামিন পাওয়া যায়। ভিটামিন ডি।

ক্যান্সার সংক্রান্ত গবেষণাকে কি বলে?-অঙ্কোলজি।

UNO- সদর দফতর কোথায় অবস্থিত।-নিউ ইয়র্ক।

ইয়ং ইন্ডিয়া পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?-মহাত্মা গান্ধি।

2019 সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? -ইংল্যান্ড ওয়েলস।

ভারতের সংবিধান দিবস কবে?-26 নভেম্বর।

থর মরুভূমি কোথায় অবস্থিত?-রাজস্থান।

ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়?-1942


New Batch & অ্যাডমিশন – 7003600355


IFSC- পুরো কথা কি?-Indian Financial System Codel

ভারতবর্ষের 15তম প্রধানমন্ত্রীর নাম কি?-নরেন্দ্র মোদি।

অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি?-ইটানগর।

কেমো থেরাপি কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়?-ক্যান্সার।

MS Office কি?-একটি অ্যাপলিকেশন সফটওয়ার।

কত সালে ভগৎ সিং-এর ফাঁসি হয়?-1931 সালে।

উইঙ্গস অফ ফায়ার গ্রন্থটির লেখক কে? এপিজে আব্দুল কালাম

 ভারতবর্ষের জাতীয় পতাকার নকসা কে করেছিলেন? -পিঙ্গালি ভেঙ্কাইয়া।

মানবদেহের কান কত ডেসিবেলের শব্দ সহ্য করতে পারে? 60-120 ডেসিবেল।

ভারতবর্ষের টাকায় কোন প্রধানমন্ত্রীর স্বাক্ষর ছিল? -মনমোহন সিং।

জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী কি?-শ্রীনগর।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে?- ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অর্থসচিব।

ভারতবর্ষের কোন গ্রামে অধিবাসীরা এখনও সংস্কৃততে কথা বলে?-মাটুর।

বিরাট কোহলি কত সালে অর্জুন পুরস্কার পান?-2013

প্রস্টেট কি?-একটি গ্রন্থি।

ভলিবলে প্রতিটি দলে কত জন সদস্য থাকে?-6 জন।

ভারতবর্ষের সাংবিধানিক অধিকার কিসের উপর ন্যস্ত? -ভারতবর্ষের সাংসদ।

AC থেকে DC-তে রূপান্তর করে কোন যন্ত্র? রেকটিফায়ার।

হিরাকুদ কোন নদীর তীরে অবস্থিত?-মহানদী।

কল্পনা চাওলা যে মহাকাশ যানটিতে মারা যান তার নাম কি?-কলম্বিয়া।

লাল-বাল-পাল কাদের বলা হয়?-লালা লাজপত রাই,বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল।

'ত্রিরত্ন' কোন ধর্মের সঙ্গে যুক্ত?-বৌদ্ধধর্ম।

কুরুক্ষেত্র কোন শহরের কাছে অবস্থিত?-আম্বালা।

ফসল যোজনা কি নামে পরিচিত?-PMFBY

আইএমওর পুরো কথা কি?-International Maritime Organization

ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?-সর্দার বল্লভভাই প্যাটেল।


New Batch & অ্যাডমিশন – 7003600355


জাতীয় একতা দিবস কবে?-31শে অক্টোবর।

নাসা কোথায় অবস্থিত?- ওয়াশিংটন ডি.সি.

শচীন তেন্ডুলকার প্রথম টেস্ট ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেন?-পাকিস্তান।

গান্ধি আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?-5 মার্চ, 1931

প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এথেন্স, গ্রিস।

চেক-এর মেয়াদ কত দিন থাকে?-3 মাস। জাতীয় বিজ্ঞান দিবস কবে?-28 ফেব্রুয়ারি।

জম্মু কাশ্মীরের পূর্ব দিকের সীমানার নাম কি?-LOC

9/11 বিভীষিকার পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নতুন নাম কি?-ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

ভারতীয় মুদ্রায় রুপী চিহ্নটি কোন হরফে লেখা থাকে? দেবনাগরী।

প্যারাসিটামল কি?-একটি অ্যানালজেসিক

কত সালে কমনওয়েলথ গেমস প্রথমবার ভারতবর্ষে অনুষ্ঠিত হয়?-2010

শুধুমাত্র কাছের জিনিস দেখতে পাওয়া রোগকে কি বলে? -মায়োপিয়া।

ভারতবর্ষ যদি বাঘের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র-ঈগল।

কঠিন আয়োডিনের রঙ কি?-বেগুনি।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


ভারতবর্ষের পঞ্চম নেভিগেশন স্যাটেলাইটটির নাম কি?-PSLV-C311

ডায়নামোর আবিষ্কারক কে?-মাইকেল ফ্যারাডে।

কিডনিতে পাথর কিসের কারণে হয়?-ক্যালশিয়াম অক্সালেট।

কোন পদার্থের pH স্কেলের মান 7-এর কম হলে সেটি কি জাতীয় বলে ধরা হয়?-অ্যাসিড জাতীয়।

নেফ্রোলজি কিসের সঙ্গে যুক্ত?-কিডনি।





ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কি?-রবীন্দ্রনাথ ঠাকুর।

ভারতীয় ক্রিকেটের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে কে অধিনায়কত্ব করেছিলেন?-অজিত ওয়াদেকার।

জয়াকডিদাম কোন নদীর তীরে অবস্থিত?- গোদাবরী।

ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনিটির নাম কি?-ডিগবয়।

একটি শিশুর শরীরে কতগুলি হাড় থাকে?-300টি।

মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?-বাবর।

পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি?-ডঃ ফেমিদা মির্জা।

ব্যাডমিন্টন নেটের মাটি থেকে উচ্চতা কত?-1.524 মিটার।


New Batch & অ্যাডমিশন - 7003600355


ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি?-উমেশচন্দ্র ব্যানার্জি।

আইএমওর পুরো কথা কি?-International Maritime Organization

ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?-সর্দার বল্লভভাই প্যাটেল।

জাতীয় একতা দিবস কবে?-31শে অক্টোবর।

নাসা কোথায় অবস্থিত?- ওয়াশিংটন ডি.সি.

শচীন তেন্ডুলকার প্রথম টেস্ট ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেন?-পাকিস্তান।

গান্ধি আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?-5 মার্চ, 1931

প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এথেন্স, গ্রিস।

চেক-এর মেয়াদ কত দিন থাকে?-3 মাস।

জাতীয় বিজ্ঞান দিবস কবে?-28 ফেব্রুয়ারি।

জম্মু কাশ্মীরের পূর্ব দিকের সীমানার নাম কি?-LOC

9/11 বিভীষিকার পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নতুন নাম কি?-ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

ভারতীয় মুদ্রায় রুপী চিহ্নটি কোন হরফে লেখা থাকে? দেবনাগরী।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


প্যারাসিটামল কি?-একটি অ্যানালজেসিক

কত সালে কমনওয়েলথ গেমস প্রথমবার ভারতবর্ষে অনুষ্ঠিত হয়?-2010

শুধুমাত্র কাছের জিনিস দেখতে পাওয়া রোগকে কি বলে? -মায়োপিয়া।

ভারতবর্ষ যদি বাঘের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র-ঈগল।

কঠিন আয়োডিনের রঙ কি?-বেগুনি।

ভারতবর্ষের পঞ্চম নেভিগেশন স্যাটেলাইটটির নাম কি?-PSLV-C31 |

ডায়নামোর আবিষ্কারক কে?-মাইকেল ফ্যারাডে।

কিডনিতে পাথর কিসের কারণে হয়?-ক্যালশিয়াম অক্সালেট।

কোন পদার্থের pH স্কেলের মান 7-এর কম হলে সেটি কি জাতীয় বলে ধরা হয়?-অ্যাসিড জাতীয়।

নেফ্রোলজি কিসের সঙ্গে যুক্ত?-কিডনি।

ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কি?-রবীন্দ্রনাথ ঠাকুর।

ভারতীয় ক্রিকেটের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে কে অধিনায়কত্ব করেছিলেন?-অজিত ওয়াদেকার।

জয়াকডিদাম কোন নদীর তীরে অবস্থিত?- গোদাবরী।

ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনিটির নাম কি?-ডিগবয়।

একটি শিশুর শরীরে কতগুলি হাড় থাকে?-300টি।


New Batch & অ্যাডমিশন - 7003600355


মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?-বাবর।

পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি?-ডঃ ফেমিদা মির্জা।

ব্যাডমিন্টন নেটের মাটি থেকে উচ্চতা কত?-1.524 মিটার।

ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি?-উমেশচন্দ্র ব্যানার্জি।

চিনির আনবিক সংকেত কি?-C12 H22 O11

গুরুশিখর কিং-আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।

তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার অধিবাসীরা কোন ভাষায় কথা বলেন।-তামিল।

ছত্রাক বিষয়ক গবেষণার নাম কি?-মাইকোলজি

আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত?-আজমির (রাজস্থান)

LIGO পুরো কথাটা কি?-Laser Interferometer Gravita- tional wave observatory!

মেক ইন্ডিয়ার লোগো কি?- মুভিং লায়ন।

+91 কোন দেশের কোড?-ভারতবর্ষ।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


সিকিম রাজ্য কবে গঠিত হয়?-1975 সালে।

সিগমো কি?-গোয়ার বসন্ত উৎসব।

'সহ্য ক্ষমতার পরীক্ষায় একজন শত্রুই সবচেয়ে বড় শিক্ষক' কে বলেছিলেন?-দলাই লামা।

উগান্ডার রাজধানীর নাম কি?-কামপালা।

দক্ষিণ সুদান কোন বছর স্বাধীনতা লাভ করে?-2011

অলিম্পিকের প্রতিটি বিভাগে মহিলারা অংশগ্রহণ করে কত খ্রিস্টাব্দে?-1900 খ্রিস্টাব্দ।

দিল্লির সাংসদ ভবনের রূপকার কে ছিলেন?-এডউইন লুটিয়েন।

শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে?-4ঠা ফেব্রুয়ারি, 1948

ভারতবর্ষের জরুরি অবস্থার ধারাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?-জার্মানি।

ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়সসীমা কত?-25 বছর।

অশোক কোন বংশের রাজা ছিলেন?- মৌর্য বংশ।

মানুষের বিজ্ঞানসম্মত নাম কি?-Homo Sapiens

দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?-সাউথ কোরিয়ান ওন।


New Batch & অ্যাডমিশন - 7003600355


গুজরাটের রাজধানীর নাম কি?-গান্ধিনগর।

পর্যায় সারণির আবিষ্কর্তার নাম কি?-মেণ্ডেলিফ।

X-ray- আবিষ্কারক কে?-রন্টজেন।

ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে?-তৎকালীন সোভিয়েত রাশিয়া।

100 বছর ধরে যুদ্ধ কোন দুই দেশের মধ্যে চলেছিল?-ফ্রান্স ইংল্যান্ড।

মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন?- বৃহদ্রথ।

জিওট্রপিসম কি?- উদ্ভিদের অভিকর্ষের দিকে চলনকে জিওট্রপিসম বলে।

পি ভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত?-ব্যাডমিন্টন।

ইলেকট্রনের চার্জ কি?-নেগেটিভ।

লাক্ষাদ্বীপ সাগরের অপর নাম কি?-আরবিয়ান সাগর।

মেঘালয়ের রাজধানীর নাম কি?-শিলং।

অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট।

চার্লস কুরিয়া কে ছিলেন?-স্থাপত্যশিল্পী।

বঙ্গভঙ্গের আদেশ কোন গভর্নর জেনারেল দিয়েছিলেন? -লর্ড কার্জন।


 To purchase these notes in PDF ,  https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG


Post a Comment

Previous Post Next Post