এক নজরে General Studies ----বিগত বছরের প্রশ্নোত্তর for Railway (RRB) NTPC , Gr.D , ALP & Technician ---- Part 2

 General Studies  Previous Year Railway (RRB) NTPC , Gr.D , ALP & Technician ---- Part 2


শুষ্ক বরফ হল কঠিন কার্বন ডাইঅক্সাইড।

বরদলৈ সত্যাগ্রহে নেতৃত্বদান করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।

মক্কা অবস্থিত সৌদি আরবে।

সোনা দ্রবীভূত হয় অ্যাকোয়া রিজিয়ায়।

বিরজু মহারাজ যে নাচের সঙ্গে যুক্ত তা হল

কত্থক।

দাঁতের এনামেল ক্যালশিয়াম ফসফেট দিয়ে প্রস্তুত হয়।

BRICS-ব্যাঙ্কের অপর নাম হল নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।


New Batch & অ্যাডমিশন - 7003600355


সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র অবস্থিত অন্ধ্রপ্রদেশে।

গগন নারাং অভিনব বিন্দ্রা যে খেলার সঙ্গে যুক্ত তা হল শ্যুটিং।

সাধারণ লবনের রাসায়নিক সংকেত হল- NaCl

হাবল স্পেস টেলিস্কোপ অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে।

ডিমবেতক রক শেল্টার অবস্থিত মধ্যপ্রদেশে।

মানবদেহের পরিপাকে যে অ্যাসিড কাজ করে তা হল হাইড্রোক্লোরিক অ্যাসিড।

ইস্পাত লোহায় গ্যালভানাইজেশন করা হয় যে ধাতু দিয়ে তা হল জিঙ্ক।

টমাস কাপ যে খেলার সঙ্গে যুক্ত তা হল ব্যাডমিন্টন।

উড়ন্ত শিখ নামে পরিচিত মিলখা সিং।

চোল বংশের শেষ শাসকের নাম তৃতীয় রাজেন্দ্র চোল।

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস পালিত হয় 6 অক্টোবর।

কেশরী মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন লোকমান্য বালগঙ্গাধর তিলক।

গৌতম বুদ্ধ প্রথম তাঁর ধর্মমত প্রচার করেছিলেন সারনাথে।

ইসরোর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে।।

জাতীয় বিজ্ঞান দিবস - 28 ফেব্রুয়ারি।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1931, সেপ্টেম্বর মাসে।

কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয় - 1975 সালে।

ওয়েব ব্রাউজারে যে শর্টকাট কি ওয়েব ব্রাউজিংকে এক্সপেন্ড করতে ব্যবহৃত হয় তা হল এফ 11

Indomitable Sprit বইটির লেখক হলেন ডক্টর এপিজে আবদুল কালাম।

অলবিরুনি ভারতে এসেছিলেন মহম্মদ গজনির সঙ্গে।

মুল্লাপেরিয়ার বাঁধ অবস্থিত কেরলে।

পুলিকটের নিকট দুর্গ নির্মাণ করেছিলেন ওলন্দাজ।

কবীর হলেন রামানন্দের শিষ্য।

চাঁদবিবি শাসক ছিলেন আহম্মেদ নগরের।

পারসেক হল অ্যাস্ট্রনমিক্যাল দূরত্বের একক।

পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়।

রান্নার সময় তাপে যে ভিটামিন নষ্ট হয় তা হল ভিটানিম C.

বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ হল সঙ্গম।

সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল অশোকের আমলে।

প্রথম বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রথম দাদাসাহেব পুরস্কারজয়ী মহিলা দেবিকা রানি।


New Batch & অ্যাডমিশন - 7003600355


সুলকুচি টেক্সটাইল পার্ক অবস্থিত অসমে।

নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটনগুলি যে বলের প্রভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তা হল- নিউক্লিও বল।

বায়ুশূন্য ডায়োডকে ভালব বলা হয় কারণ এটি কেবলমাত্র একটি দিকে তড়িৎপ্রবাহ প্রেরণ করতে পারে।

যখন একটি ট্রাক একটি মোটর গাড়ির ভরবেগ সমান হয়, তখন মোটরগাড়ির গতিশক্তি বেশি হয়।।

প্রাণীদেহে হাড়ের ছবি নিখুঁতভাবে তোলা হয় এক্স রশ্মির দ্বারা।

শব্দ তরঙ্গের যে ধর্মের ভিত্তিতে ডাক্তারদের স্টেথোস্কোপ তৈরি হয় তা হল শব্দ তরঙ্গের প্রতিফলন।

যে নিয়মের সাহায্যে মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয় সেটি হল ফ্লেমিং-এর বামহস্ত সূত্র।

একটি তিন-পিন-সকেটে যে গর্তটি প্রান্তভূমির সঙ্গে যুক্ত থাকে সেটি হল সবচেয়ে বড় গর্তটি।

ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থ হল সিলিকন।

আমরা আমাদের চারপাশে বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল বিক্ষিপ্ত প্রতিফলন।

শীতপ্রধান দেশে রেডিয়েটারে জলের সঙ্গে গ্লিসারিন মেশানো হয়, রেডিয়েটার নলের বন্ধের জন্য, কারণ এই মিশ্রণের ফলে মিশ্রণের হিমাঙ্ক কমে যায়।

অলীক বল হল কেন্দ্রাতিগ বল।

যার সাহায্যে বস্তুর সকল অবস্থানে অসদ সমশীর্ষ প্রতিবিম্ব দেখা যায় তা হল উত্তল লেন্স।

একটি তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে কুণ্ডলীর পাক সংখ্যা কুণ্ডলীর প্রবাহমাত্রা বাড়িয়ে।

জুড ফেলিক্স হলেন- ভারতীয় হকি খেলোয়াড়।

ভূমধ্যসাগর লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ ক্যানেল।

দাদাভাই নৌরজির লেখা বইটি হল প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া।

হরপ্পা সভ্যতার প্রথম অ্যাসট্রোনমিক্যাল অবজারভেটরি দেখা গিয়েছিল ধোলাভিরায়।

হাম্পি অবস্থিত তুঙ্গভদ্রা নদীর তীরে।

বল্লবভাই প্যাটেলকে 'সর্দার' উপাধি দিয়েছিলেন এম কে গান্ধি।

বিরসা মুন্ডা স্টেডিয়াম অবস্থিত রাঁচিতে।

তিস্তা উর্জা হাইাড্রো পাওয়ার প্রোজেক্টের প্রস্তাব দেওয়া হয়েছে - সিকিম রাজ্যে।

প্রথম মহিলা হিসেবে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপক হলেন - অমৃতা প্রীতম।

মহারাষ্ট্রের সমাজ সংস্কারক গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত।


JOIN TELERAM - https://t.me/MackTrick01


বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় জুন।

দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে রোটেটর পেশি।

মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি হল ম্যাসেটর পেশি।

সামুদ্রিক অ্যাসিড হল হাইড্রোক্লোরিক অ্যাসিড।

নাইট্রোলিয়াম ব্যবহার হয় সার হিসেবে।





বিলীয়মান রং তৈরি করতে ব্যবহার হয়- NH4OH

পিঁপড়ের হুলে যে অ্যাসিড পাওয়া যায় তা হল ফরমিক অ্যাসিড।

নিকেলের প্রলেপের সুবিধার জন্য নিকেল সালফোটের দ্রবণে সামান্য পরিমাণে মেশানো হয়- বোরিক অ্যাসিড।

অ্যাসিটিলিন বিয়োজিত হয়ে কার্বন হাইড্রোজেনে পরিণত হয় - এই রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হল শব্দ।

রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভি লাই।

সর্বদয়া আন্দোলন শুরু করেছিলেন জয়প্রকাশ নারায়ণ।

বোরা গুহা অবস্থিত অন্ধ্রপ্রদেশে।

ফ্রান্সে তৈরি যুদ্ধবিমান হল দ্যাঁশো রাফেল।

দিন--ইলাহির প্রবর্তক হলেন আকবর।

শাস্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান প্রযুক্তিতে।

যে রাজ্যের তিন দিকেই বাংলাদেশ সীমান্ত রয়েছে- ত্রিপুরা।

ব্রিটিশ হাউস অফ কমন্সে নিযুক্ত প্রথম ভারতীয় হল- দাদাভাই নৌরজি।

গতিজাজ্যের একটি উদাহরণ হল সুইচ বন্ধের পরেও কিছুক্ষণ পাখা ঘোরা।

বিষুব অঞ্চলে একটি বস্তুকে স্প্রিং ভুলায় ঝুলিয়ে পাঠ নেওয়া হল ওটিকে ওই অবস্থায় মেরু অঞ্চলে নিয়ে যাওয়া হলে পাঠ বেশি হবে।

কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তা থেকে বেরিয়ে আসে- ইলেকট্রন।

কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হল গ্রাফাইট।

আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার জন্য প্রয়োজন। - আলোক তড়িৎ কোশ।

মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/T রাশিটির ধ্রুবক মান টির নাম - হল- সর্বজনীন গ্যাস ধ্রুবক।

• 2023 সালের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? -ভারতবর্ষ।

ভারতবর্ষের প্রথম ব্যাঙ্কের নাম কি?-ব্যাঙ্ক অফ হিন্দুস্থান।


New Batch & অ্যাডমিশন – 7003600355


সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?-1972 সালে।

ভারতবর্ষের কোন মৌলিক অধিকার প্রবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ধারা 21, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।

শনি গ্রহে কোন কোন গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন হিলিয়াম।

ওয়েব ব্রাউজারে কোন সটকাট কি ওয়েব ব্রাউজিংকে এক্সপেন্ড করতে ব্যবহৃত হয়?-এফ 11

DBMS এর পুরো কথা কি?-Database managment system 


JOIN TELERAM - https://t.me/MackTrick01


মাটি সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত?-পেডোলজি।

মুকারে কতগুলি বল থাকে?-22টা।

ভারতবর্ষে হোমরুল আন্দোলন কে শুরু করেছিলেন?- অ্যানি বেসান্ত।

কোন সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়?- 1975 সালে।

কোন অঙ্গ রক্ত থেকে রেচন পদার্থ নির্গমন করে? -কিডনি।

UNFCC- পুরো নাম কি?-United Nations Framework Convention of Climate Changel

বিতস্তা ঝিলাম কোন নদীর উপনদী?-সিন্ধু।

দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? -1931 সালের সেপ্টেম্বর মাসে।

বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত?-78 শতাংশ।


New Batch & অ্যাডমিশন – 7003600355


জাতীয় বিজ্ঞান দিবস-28শে ফেব্রুয়ারি।

ইসরোর সদর দফতর কোথায় অবস্থিত?-বেঙ্গালুরু।

গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্মমত প্রচার করেছিলেন। -সারনাথ।

গুপ্তবংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন?-প্রথম চন্দ্র গুপ্ত।

পৃথিবীতে কোন যুগে ডায়নোসরের অস্তিত্ব ছিল?- মেসোজোয়িক যুগে।

1903 সালে পদার্থবিদ্যায় এবং 1911 সালে রসায়নে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী? মেরি কুরি।

কেশরী মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?- লোকমান্য বালগঙ্গাধর তিলক।

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কোনদিন পালিত হয়?-6 অক্টোবর।

আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক কত খ্রিস্টাব্দে শুরু হয়?-1896 খ্রিস্টাব্দে।

বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? - বেনজির ভুট্টো (পাকিস্তান)

চোলবংশের শেষ শাসকের নাম কি?-তৃতীয় রাজেন্দ্র চোল।

সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন?-অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক।

নাগাল্যান্ডের সরকারি ভাষা কি?-ইংরেজি।

উড়ন্ত শিখ নামে কে পরিচিত?-মিলখা সিং।

অক্সিজেনের পরমাণু সংখ্যা কত?-৪।

পাকিস্তানের সাংসদ ভবনের নাম কি?-মজলিস সোরা। 


JOIN TELERAM - https://t.me/MackTrick01


বেলুড়মঠ কোথায় অবস্থিত?-পশ্চিমবঙ্গে।

টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?-ব্যাডমিন্টন।

গোয়ার সরকারি ভাষা কি?-কোঙ্কনি।

ইস্পাত লোহায় গ্যালভানাইজেশন করা হয় কোন ধাতু দিয়ে?-জিঙ্ক।

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি?- ডেনমার্ক।

মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?- 98.6°F (37°C)


To purchase these notes in PDF ,  https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG

Post a Comment

Previous Post Next Post