General Studies Previous Year Railway (RRB) NTPC , Gr.D , ALP & Technician ---- Part 2
• শুষ্ক বরফ হল কঠিন কার্বন ডাইঅক্সাইড।
• বরদলৈ সত্যাগ্রহে নেতৃত্বদান করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।
• মক্কা অবস্থিত সৌদি আরবে।
• সোনা দ্রবীভূত হয় অ্যাকোয়া রিজিয়ায়।
• বিরজু মহারাজ যে নাচের সঙ্গে যুক্ত তা হল
কত্থক।
• দাঁতের এনামেল ক্যালশিয়াম ফসফেট দিয়ে প্রস্তুত হয়।
• BRICS-ব্যাঙ্কের অপর নাম হল নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।
New Batch & অ্যাডমিশন - 7003600355
• সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র অবস্থিত অন্ধ্রপ্রদেশে।
• গগন নারাং ও অভিনব বিন্দ্রা যে খেলার সঙ্গে যুক্ত তা হল শ্যুটিং।
• সাধারণ লবনের রাসায়নিক সংকেত হল- NaCl।
• হাবল স্পেস টেলিস্কোপ অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে।
• ডিমবেতক রক শেল্টার অবস্থিত মধ্যপ্রদেশে।
• মানবদেহের পরিপাকে যে অ্যাসিড কাজ করে তা হল হাইড্রোক্লোরিক অ্যাসিড।
• ইস্পাত ও লোহায় গ্যালভানাইজেশন করা হয় যে ধাতু দিয়ে তা হল জিঙ্ক।
• টমাস কাপ যে খেলার সঙ্গে যুক্ত তা হল ব্যাডমিন্টন।
• উড়ন্ত শিখ নামে পরিচিত মিলখা সিং।
• চোল বংশের শেষ শাসকের নাম তৃতীয় রাজেন্দ্র চোল।
• আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস পালিত হয় 6 অক্টোবর।
• কেশরী ও মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন লোকমান্য বালগঙ্গাধর তিলক।
• গৌতম বুদ্ধ প্রথম তাঁর ধর্মমত প্রচার করেছিলেন সারনাথে।
• ইসরোর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে।।
• জাতীয় বিজ্ঞান দিবস - 28 ফেব্রুয়ারি।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1931,
সেপ্টেম্বর মাসে।
• কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয় -
1975 সালে।
• ওয়েব ব্রাউজারে যে শর্টকাট কি ওয়েব ব্রাউজিংকে এক্সপেন্ড করতে ব্যবহৃত হয় তা হল এফ 11।
• Indomitable Sprit বইটির লেখক হলেন ডক্টর এপিজে আবদুল কালাম।
• অলবিরুনি ভারতে এসেছিলেন মহম্মদ গজনির সঙ্গে।
• মুল্লাপেরিয়ার বাঁধ অবস্থিত কেরলে।
• পুলিকটের নিকট দুর্গ নির্মাণ করেছিলেন ওলন্দাজ।
• কবীর হলেন রামানন্দের শিষ্য।
• চাঁদবিবি শাসক ছিলেন আহম্মেদ নগরের।
• পারসেক হল অ্যাস্ট্রনমিক্যাল দূরত্বের একক।
• পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়।
• রান্নার সময় তাপে যে ভিটামিন নষ্ট হয় তা হল ভিটানিম C.
• বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ হল সঙ্গম।
• সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল অশোকের আমলে।
• প্রথম বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
• প্রথম দাদাসাহেব পুরস্কারজয়ী মহিলা দেবিকা রানি।
New Batch & অ্যাডমিশন - 7003600355
• সুলকুচি টেক্সটাইল পার্ক অবস্থিত অসমে।
• নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রোটনগুলি যে বলের প্রভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তা হল- নিউক্লিও বল।
• বায়ুশূন্য ডায়োডকে ভালব বলা হয় কারণ এটি কেবলমাত্র একটি দিকে তড়িৎপ্রবাহ প্রেরণ করতে পারে।
• যখন একটি ট্রাক ও একটি মোটর গাড়ির ভরবেগ সমান হয়, তখন মোটরগাড়ির গতিশক্তি বেশি হয়।।
• প্রাণীদেহে হাড়ের ছবি নিখুঁতভাবে তোলা হয় এক্স রশ্মির দ্বারা।
• শব্দ তরঙ্গের যে ধর্মের ভিত্তিতে ডাক্তারদের স্টেথোস্কোপ তৈরি হয় তা হল শব্দ তরঙ্গের প্রতিফলন।
• যে নিয়মের সাহায্যে মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয় সেটি হল ফ্লেমিং-এর বামহস্ত সূত্র।
• একটি তিন-পিন-সকেটে যে গর্তটি প্রান্তভূমির সঙ্গে যুক্ত থাকে সেটি হল সবচেয়ে বড় গর্তটি।
• ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থ হল সিলিকন।
• আমরা আমাদের চারপাশে বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল বিক্ষিপ্ত প্রতিফলন।
• শীতপ্রধান দেশে রেডিয়েটারে জলের সঙ্গে গ্লিসারিন মেশানো হয়, রেডিয়েটার নলের বন্ধের জন্য, কারণ এই মিশ্রণের ফলে মিশ্রণের হিমাঙ্ক কমে যায়।
• অলীক বল হল কেন্দ্রাতিগ বল।
• যার সাহায্যে বস্তুর সকল অবস্থানে অসদ ও সমশীর্ষ প্রতিবিম্ব দেখা যায় তা হল উত্তল লেন্স।
• একটি তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে কুণ্ডলীর পাক সংখ্যা ও কুণ্ডলীর প্রবাহমাত্রা বাড়িয়ে।
• জুড ফেলিক্স হলেন- ভারতীয় হকি খেলোয়াড়।
• ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ ক্যানেল।
• দাদাভাই নৌরজির লেখা বইটি হল প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া।
• হরপ্পা সভ্যতার প্রথম অ্যাসট্রোনমিক্যাল অবজারভেটরি দেখা গিয়েছিল ধোলাভিরায়।
• হাম্পি অবস্থিত তুঙ্গভদ্রা নদীর তীরে।
• বল্লবভাই প্যাটেলকে 'সর্দার' উপাধি দিয়েছিলেন এম কে গান্ধি।
• বিরসা মুন্ডা স্টেডিয়াম অবস্থিত রাঁচিতে।
• তিস্তা উর্জা হাইাড্রো পাওয়ার প্রোজেক্টের প্রস্তাব দেওয়া হয়েছে - সিকিম রাজ্যে।
• প্রথম মহিলা হিসেবে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপক হলেন - অমৃতা প্রীতম।
• মহারাষ্ট্রের সমাজ সংস্কারক গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
• দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে রোটেটর পেশি।
• মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি হল ম্যাসেটর পেশি।
• সামুদ্রিক অ্যাসিড হল হাইড্রোক্লোরিক অ্যাসিড।
• নাইট্রোলিয়াম ব্যবহার হয় সার হিসেবে।
• বিলীয়মান রং তৈরি করতে ব্যবহার হয়-
NH4OH
• পিঁপড়ের হুলে যে অ্যাসিড পাওয়া যায় তা হল ফরমিক অ্যাসিড।
• নিকেলের প্রলেপের সুবিধার জন্য নিকেল সালফোটের দ্রবণে সামান্য পরিমাণে মেশানো হয়- বোরিক অ্যাসিড।
• অ্যাসিটিলিন বিয়োজিত হয়ে কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয় - এই রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হল শব্দ।
• রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভি লাই।
• সর্বদয়া আন্দোলন শুরু করেছিলেন জয়প্রকাশ নারায়ণ।
• বোরা গুহা অবস্থিত অন্ধ্রপ্রদেশে।
• ফ্রান্সে তৈরি যুদ্ধবিমান হল দ্যাঁশো রাফেল।
• দিন-ই-ইলাহির প্রবর্তক হলেন আকবর।
• শাস্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তিতে।
• যে রাজ্যের তিন দিকেই বাংলাদেশ সীমান্ত রয়েছে- ত্রিপুরা।
• ব্রিটিশ হাউস অফ কমন্সে নিযুক্ত প্রথম ভারতীয় হল- দাদাভাই নৌরজি।
• গতিজাজ্যের একটি উদাহরণ হল সুইচ বন্ধের পরেও কিছুক্ষণ পাখা ঘোরা।
• বিষুব অঞ্চলে একটি বস্তুকে স্প্রিং ভুলায় ঝুলিয়ে পাঠ নেওয়া হল ওটিকে ওই অবস্থায় মেরু অঞ্চলে নিয়ে যাওয়া হলে পাঠ বেশি হবে।
• কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তা থেকে বেরিয়ে আসে- ইলেকট্রন।
• কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হল গ্রাফাইট।
• আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার জন্য প্রয়োজন। - আলোক তড়িৎ কোশ।
• মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/T রাশিটির ধ্রুবক মান টির নাম - হল- সর্বজনীন গ্যাস ধ্রুবক।
• 2023 সালের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? -ভারতবর্ষ।
• ভারতবর্ষের প্রথম ব্যাঙ্কের নাম কি?-ব্যাঙ্ক অফ হিন্দুস্থান।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?-1972
সালে।
• ভারতবর্ষের কোন মৌলিক অধিকার প্রবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ধারা 21, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।
• শনি গ্রহে কোন কোন গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন ও হিলিয়াম।
• ওয়েব ব্রাউজারে কোন সটকাট কি ওয়েব ব্রাউজিংকে এক্সপেন্ড করতে ব্যবহৃত হয়?-এফ 11।
• DBMS এর পুরো কথা কি?-Database managment system
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• মাটি সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত?-পেডোলজি।
• মুকারে কতগুলি বল থাকে?-22টা।
• ভারতবর্ষে হোমরুল আন্দোলন কে শুরু করেছিলেন?- অ্যানি বেসান্ত।
• কোন সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়?-
1975 সালে।
• কোন অঙ্গ রক্ত থেকে রেচন পদার্থ নির্গমন করে? -কিডনি।
• UNFCC-র পুরো নাম কি?-United Nations Framework Convention of Climate Changel
•বিতস্তা ও ঝিলাম কোন নদীর উপনদী?-সিন্ধু।
•দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
-1931 সালের সেপ্টেম্বর মাসে।
• বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত?-78 শতাংশ।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• জাতীয় বিজ্ঞান দিবস-28শে ফেব্রুয়ারি।
• ইসরোর সদর দফতর কোথায় অবস্থিত?-বেঙ্গালুরু।
• গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্মমত প্রচার করেছিলেন। -সারনাথ।
• গুপ্তবংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন?-প্রথম চন্দ্র গুপ্ত।
• পৃথিবীতে কোন যুগে ডায়নোসরের অস্তিত্ব ছিল?- মেসোজোয়িক যুগে।
• 1903 সালে পদার্থবিদ্যায় এবং 1911 সালে রসায়নে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী? মেরি কুরি।
• কেশরী ও মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?- লোকমান্য বালগঙ্গাধর তিলক।
• আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কোনদিন পালিত হয়?-6 অক্টোবর।
• আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক কত খ্রিস্টাব্দে শুরু হয়?-1896 খ্রিস্টাব্দে।
• বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? - বেনজির ভুট্টো (পাকিস্তান)।
• চোলবংশের শেষ শাসকের নাম কি?-তৃতীয় রাজেন্দ্র চোল।
• সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন?-অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক।
• নাগাল্যান্ডের সরকারি ভাষা কি?-ইংরেজি।
• উড়ন্ত শিখ নামে কে পরিচিত?-মিলখা সিং।
• অক্সিজেনের পরমাণু সংখ্যা কত?-৪।
• পাকিস্তানের সাংসদ ভবনের নাম কি?-মজলিস ই সোরা।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• বেলুড়মঠ কোথায় অবস্থিত?-পশ্চিমবঙ্গে।
• টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?-ব্যাডমিন্টন।
• গোয়ার সরকারি ভাষা কি?-কোঙ্কনি।
• ইস্পাত ও লোহায় গ্যালভানাইজেশন করা হয় কোন ধাতু দিয়ে?-জিঙ্ক।
• পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি?- ডেনমার্ক।
• মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?- 98.6°F (37°C)
Post a Comment