General Studies Previous Year Railway (RRB) NTPC , Gr.D , ALP & Technician ---- Part 3
• এলাহাবাদের পূর্ব নাম কি ছিল?-প্রয়াগ (বর্তমানে প্রয়াগরাজ)।
• লিভার সংক্রান্ত বিদ্যার নাম কি?- হেপাটোলজি।
• আইসিসির পূর্ব নাম কি?-ইমপিরিয়াল ক্রিকেট কনফারেন্স।
• মানবদেহের পরিপাকে কোন অ্যাসিড কাজ করে?- হাইড্রোক্লোরিক অ্যাসিড।
• পৃথিবীর দুই তৃতীয়াংশ এক শৃঙ্গ গণ্ডার কোথায় থাকে?- কাজিরাঙা ন্যাশনাল পার্ক।
• রজার ফেডেরার কোন দেশের খেলোয়াড়? সুইৎজারল্যান্ড।
• ভিম বেকতা রক সেল্টার কোথায় অবস্থিত?-মধ্যপ্রদেশ।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে? -টাংস্টেন।
• হাবল স্পেস টেলিস্কোপ কোন দেশে অবস্থিত?- আমেরিকা যুক্তরাষ্ট্র
• সাধারণ লবনের রাসায়নিক সংকেত কি?-NaCl।
• মেরি কম কোন রাজ্যের অধিবাসী?-মণিপুর।
• সিরিয়ার রাজধানীর নাম কি?-দামাস্কাস।
• আদা কি প্রকৃতির?-ভূনিমজ্জিত কাণ্ড।• গগন নারাং ও অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত?-শ্যুটিং।
• সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?- ফুটবল।
• সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত? -অন্ধ্রপ্রদেশ।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্রটির নাম কি?- গ্যালভানো মিটার।
• BRICS ব্যাঙ্কের অপর নাম কি?- নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (NDB)
• সাদা পতাকা কিসের প্রতীক?-আত্মসমর্পন।
• দাঁতের এনামেল কি দিয়ে প্রস্তুত হয়?-ক্যালশিয়াম ফসফেট।
• বিরজু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত?- কথক।
• সোনা কিসে দ্রবীভূত হয়?-অ্যাকোয়া রিজিয়া।
• প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি?- ভেলেন্টিনা তেরেসকোভা।
• চতুর্থ মুঘল সম্রাট কে ছিলেন?-জাহাঙ্গির।
• মক্কা কোথায় অবস্থিত?-সৌদি আরব।
• বরদলৈ সত্যাগ্রহে নেতৃত্বদান করেছিলেন কে?-সর্দার বল্লভভাই প্যাটেল।
• কাচের মুখ্য কাঁচামাল কোনটি?-সিলিকা।
• কৃষ্ণ ভারতীয় মৃত্তিকা কি নামে পরিচিত?-রেগুর।
• ললিতা বব্বর কোন খেলার সঙ্গে যুক্ত?-অ্যাথলেটিক।
• ভারতবর্ষের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা।
• বলের একক কি?-নিউটন।
• কমনওয়েলথ গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হবে। বার্মিংহাম (লন্ডন)।
• কোন বছর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।-1950 সালে।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• ক্রিশ্চানো রোনাল্ডো কোন খেলার সঙ্গে যুক্ত। ফুটবল।
• শুষ্ক বরফ কোনটি?-কঠিন কার্বনডাই অক্সাইড।
• পিঙ্ক সিটি নামে কোন শহর পরিচিত। জয়পুর।
• শ্রীলঙ্কার প্রথম রাজধানীর নাম কি?-অনুরাধাপুরা।
• জাপানের সাংসদের নাম কি?-ডায়েট।
• কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছিলেন। -মহাত্মা গান্ধী।
• Straight Drive বইটির লেখক কে ?-সুনীল গাভাসকার
• মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? -ভাইগাই
• মিশরের বৃহত্তম পিরামিডটির নাম কি?- The Great Pyramid of Giza
• তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে?-হেনরি বেকেরেল।
• ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি অবস্থিত?- মধ্যপ্রদেশ।
• ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে?- ভারতবর্ষের রাষ্ট্রপতি।
• রিভলভারের আবিষ্কারক কে?-স্যামুয়েল কোল্ড।
• যিশু খ্রিস্টের সর্ববৃহৎ মূর্তি কোথায় অবস্থিত?- রিও ডি জেনেরিও (ব্রাজিল)।
• ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটারের নাম কি?-পরম 8000।
• রানি লক্ষ্মীবাই কোথায় মারা গিয়েছিলেন?- গোয়ালিওর।
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
• মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন?- দৌলতাবাদ।
• নোটরডাম গির্জা কোথায় অবস্থিত।-প্যারিস।
• কোন মন্দির পুরোটাই গ্রানাইট দিয়ে তৈরি?-বৃহদেশ্বর মন্দির।
• সীমান্ত গান্ধী কাকে বলা হয়?-আব্দুল গফফর খান।
• গুপ্তযুগে কোন চৈনিক পরিব্রাজক ভারতবর্ষে আসেন? -ফা-হিয়েন।
• দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?- চলচ্চিত্র।
• বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত?-হাম্পি।
• ব্রিটিশদের দেওয়া কোন উপাধি গান্ধী পরিত্যাগ করেন। -কাইজার-ই-হিন্দ।
• পেনিসিলিনের আবিষ্কারক কে ছিলেন।-আলেকজান্ডার ফ্লেমিং।
• ভারতবর্ষের কোন রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত। - উত্তরপ্রদেশ।
• অভিষেক ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত?- তিরন্দাজি।
• আশিফ আলি কোন আন্দোলনের সময় পতাকা উত্তোলন করেছিলেন?-ভারত ছাড়ো আন্দোলন।
• রিয়েল ডিল নামে কোন বক্সার পরিচিত ছিলেন? ইভেন্ডার হলিফিল্ড।
• 2014 সালে সাধারণ নির্বাচনের পর কততম লোকসভা গঠিত হয়।-16তম।
• কোন রাসায়নিক পদার্থের অপর নাম সল্ট পিটার। পটাশিয়াম নাইট্রেট।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• মৃনালিনী সারাভাই কোন শিল্পের সঙ্গে যুক্ত?-নৃত্য।
• কোনারক টেম্পল কে তৈরি করেন? রাজা প্রথম নরসিংহ দেব। মুশুক্
• 'সত্যমেব জয়তে' কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উপনিষদ।
• সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি?-অস্ট্রেলিয়া।
• খো খো খেলায় কতজন খেলোয়াড় থাকে? নয়জন।
• এশিয়ান গেমসে প্রথম, স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি?-কমলজিৎ সান্ধু।
• পদ্মশ্রী প্রাপ্ত প্রথম ভারতীয় হকি খেলোয়াড়ের নাম কি? -দিলীপ তিরকে।
• স্থলভূমির সাপেক্ষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটির নাম কি?-কানাডা।
• রয়টার্স পত্রিকার সদর দফতর কোথায় অবস্থিত?-লন্ডন।
• ভারতবর্ষে মৌলিক অধিকারের সংখ্যা কত?-6।
• রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে?-প্যারিস।
• অজন্তা ও ইলোরা গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত? -মহারাষ্ট্র।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• পক্ষীবিষয়ক গবেষণাকে কি বলে?-অরনিথোলজি।
• প্রথম যে কুকুরটি মহাকাশে পাড়ি দেয় তার নাম কি ছিল?-লাইকা।
• ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়?-বিক্রম সারাভাই।
• পোলিও ভ্যাকসিনের আবিষ্কারকর্তা কে ছিলেন?-জোনাস সাঙ্ক।
• জলের নীচে কোনো কিছুকে খুঁজে বার করতে ব্যবহৃত যন্ত্রটির নাম কি?-সোনার।
• ক্ষুদ্রতম গ্রহটির নাম কি?-বুধ।
• গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন?-বৌদ্ধগয়ায়।
• স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেলের নাম কি?-লর্ড মাউন্ট ব্যাটেন।
• লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?-গণেশ বাসুদের মাভলাঙ্কার।
• রাওলাট আইন কত সালে পাশ হয়?-1919 সালে।
• টিবি দিবস কোন দিন পালিত হয়?-24শে মার্চ।
• 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' কথাটি কে বলেছিলেন। মহাত্মা গান্ধী।
• ভারতীয় সংবিধান কত সালে প্রথম সংশোধিত হয়?
-1951 সালে।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• মহারানা প্রতাপের ঘোড়াটির নাম কি ছিল?-চেতক।
• কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? ভারোত্তোলন।
• ডাম্বুলার স্বর্ণমন্দির কোন দেশে অবস্থিত।-শ্রীলঙ্কায়।
• সাইপ্রাসের রাজধানীর নাম কি ছিল?-নিকোশিয়া।
• বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত?- দামোদর।
• চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি?-স্পুটনিক 1।
• ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠিত হয়?- বলবন্ত রাই মেহেতা কমিটি রিপোর্ট 1957 |
• কততম সংবিধান সংশোধন অনুযায়ী ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়-61তম।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• স্বামী বিবেকানন্দ কত সালে আমেরিকার চিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দেন-1893 সালে।
• ভিটি কালচার কি?-আঙুর উৎপাদন।
• ডিএমকে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?-সি এন আন্না দুরাই।
• ভারতবর্ষের প্রাচীনতম বাঁধ কোনটি?-কালানাইদাম।
• 4ঠা জানুয়ারি কোন দেশের স্বাধীনতা দিবস?-মায়ানমার।
• আন্তর্জাতিক যোগ দিবস কবে?-21 শে জুন।
• ডেনমার্কের রাজধানীর নাম কিং-কোপেনহেগেন।
• কুঞ্জিলাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। কর্ণাটক।
• কোন অঙ্গ বৃদ্ধি পেতে সক্ষম?-লিভার।
• শেষ মুঘল সম্রাট কে ছিলেন?-বাহাদুর শাহ জাফর।
• দীন-ই-ইলাহির প্রবর্তক কে?-আকবর।
• অক্টোপাসের রক্তের রঙ কি?-নীল।
• নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার নাম কি?-জানকীনাথ বসু।
• ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি?-কেওলাদেও ন্যাশনাল পার্ক।
• রিয়েল কোন দেশের মুদ্রা? ব্রাজিল।
• কৃষ্ণা নদী কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে। -মহারাষ্ট্র।
• বিবর্তনবাদের প্রতিষ্ঠাতা কে?-ডারউইন।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• LAN-এর পুরো কথা কি? Local Area Network).
• প্রথম দাদাসাহেব পুরস্কারজয়ী মহিলার নাম কি?-দেবিকা রানি।
• ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? -কর্ণাটক।
• চাণক্যর অপর নাম কি?-বিষ্ণু গুপ্ত।
• ONGC-র সদর দফতর কোথায় অবস্থিত। উত্তরাখণ্ড।
• অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহরের নাম কি? -সিডনি।
• টাইটনিক জাহাজ কোন দেশে প্রস্তুত হয়েছিল?-ইউকে (U.K)।
• কোন পাখি পিছন দিকে ওড়ে?-হামিংবার্ড।
• জওহরলাল নেহেরুর পিতার নাম কি?- মতিলাল নেহেরু।
• কাবেরী নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে?- পশ্চিমঘাট পর্বত।
• ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?-রামমোহন রায়।
• এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত।-মহারাষ্ট্র।
• বৃহত্তম স্তানপায়ী প্রাণীটির নাম কি?-নীল তিমি।
• জৈব যৌগে সবসময় উপস্থিত থাকে কি?-কার্বন।
• মঙ্গল যান কোথা থেকে উৎক্ষেপিত হয়েছিল? -শ্রীহরিকোটা।
• ভারতবর্ষের বিসমার্ক কাকে বলা হয়?-বল্লভভাই প্যাটেল।
JOIN TELERAM - https://t.me/MackTrick01
• অস্টিওপোরোসিস কিসের সঙ্গে যুক্ত?-হাড়।
• সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?- মিশর।
• জ্যামিতির জনক কাকে বলা হয়। - ইউক্লিড।
• ভারতবর্ষের অস্কারজয়ী চিত্র পরিচালকের নাম কি? -সত্যজিৎ রায়।
• সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকার (পুরুষ) নাম কি।-রজার ফেডেরার।
• কর্ণাটক রাজ্যের উপর দিয়ে প্রবাহিত নদীটির নাম কি? -কাবেরী।
• পৃথিবীর উচ্চতম বাড়িটির নাম কি?-বুর্জ খলিফা।
• ভারতবর্ষের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
• লেমুর কোথায় আবিষ্কৃত হয়?-মাদাগাসকার।
• টমাটো কি?-এক ধরনের ফল।
• খাওয়ার সোডার রাসায়নিক নাম কী?- সোডিয়াম বাই কার্বনেট।
• জাইকা ভাইরাস কিসের দ্বারা প্রবাহিত হয়?-এডিস মশা।
New Batch & অ্যাডমিশন – 7003600355
• বার্লিন ওয়াল কত সালে ভেঙে দেওয়া হয়?-1989।
• সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স কত?-65 |
• কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল?-আসাম।
• গ্রিন হাউস গ্যাসগুলির ফলে পৃথিবীতে কি ঘটে। পৃথিবীর উষ্ণায়ন।
• রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়?-1935
সালে।
• কাগজ কোথায় আবিষ্কৃত হয়?-চিন।
• UNESCO-র সদর দফতর কোথায় অবস্থিত?-প্যারিস।
• কোন ভারতীয় শাসক পূর্ব এশিয়ার বন্দরগুলি আক্রমণের জন্য নৌবাহিনীকে ব্যবহার করেন।- প্রথম রাজেন্দ্র চোল।
Post a Comment