HISTORY ---- Previous Year Questions for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 1

এক নজরে  HISTORY ----বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 1


 1) কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন?(W.B.C.S preli20)

Ans: দেবেন্দ্রনাথ ঠাকুর


2) অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?(W.B.C.S preli20)

Ans: শিশির কুমার ঘোষ


3) কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়?(W.B.C.S preli20)

Ans: ১৮১৭ খ্রিস্টাব্দ


4) বারদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?(W.B.C.S preli20)

Ans: বল্লভভাই প্যাটেল

5) কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়?(W.B.C.S preli20)

Ans: লর্ড ডালহৌসি


6) কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়?(W.B.C.S preli20)

Ans: চার্টার অ্যাক্ট


7) ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?(W.B.C.S preli 20)

Ans: সুভাষচন্দ্র বসু


) সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?(W.B.C.S preli 20)

Ans: লর্ড বেন্টিঙ্ক


9) শ্রীরঙ্গপত্তমে' স্বাধীনতার বৃক্ষ'স্থাপন করেছিলেন কে?(W.B.C.S preli 20)

Ans: টিপু সুলতান


10) 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কি ছিল?(W.B.C.S preli 20)

Ans: 1 লা নভেম্বর ১৮৫৮


New Notes & PDF – 7003600355


11) মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায়' জাবতি'বলতে কী বোঝায়?(W.B.C.S preli 20)

Ans: প্রতিক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ


12) কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? (W.B.C.S preli 20)

Ans: ধন্দো কেশব কার্ডে


13) জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? (W.B.C.S preli 20)

Ans: ডক্টর জাকির হুসেন


14) লবণ সত্যাগ্রহ কোন সালে হয় ? (W.B.C.S preli 20)

Ans: ১৯৩০


15) ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে?(W.B.C.S preli 20)

Ans: ১৯৪৬


JOIN TELERAM - https://t.me/MackTrick01


16) আলাউদ্দিন খিলজী- দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিলেন কে?

(W.B.C.S preli 20)

Ans: মালিক কাফুর


17) কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল?(W.B.C.S preli 20)

Ans: ২৬ শে জানুয়ারি ১৯৩০ খ্রিস্টাব্দে


18) ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কাকে অভিহিত করা হয়?(W.B.C.S preli 20)

Ans: . . হিউম


19) আকবর' ইবাদতখান' করেন কোন সালে?(W.B.C.S preli 20)

Ans: ১৫৭৫ খ্রিস্টাব্দে


20) গদর দলের নেতা কে ছিলেন?(W.B.C.S preli 18)

Ans: লালা হর


21) কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?(W.B.C.S preli 18)

Ans: নীলদর্পণ


22) কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গোয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে?

Ans: মগধ

23) নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থল গুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়?

(W.B.C.S preli 18)


Ans: বাওয়ালি

24) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?(W.B.C.S preli 18)

Ans: বদ্রুদ্দীন তৈয়াবজী


25) কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?(W.B.C.S preli 18)

Ans: ফজলুল হক


26)"বুদ্ধচরিত" গ্রন্থটির রচয়িতা কে?(W.B.C.S preli 18)

Ans: অশ্বঘোষ


27) ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?(W.B.C.S Preli '20)

Ans: জে.. হিকি


New Notes & PDF – 7003600355


28) ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত পাট্টা- প্রচলন করেন কে?(W.B.C.S Preli '20)

Ans: শেরশাহ


29) বিরজীস কে ছিলেন?(W.B.C.S Preli '20)

Ans: অযোধ্যার নবাব





30) ১৯৩২ সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে?(W.B.C.S Preli '20)

Ans: এম কে গান্ধী


31) গদর পাটি প্রতিষ্ঠা করেছিলেন কে?(W.B.C.S Preli '20)

Ans: লালা হারদয়াল


32) অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?(W.B.C.S Preli '20)

Ans: সিঙ্গাপুরে


33) ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিন কোন নেতার মৃত্যু হয়?

(W.B.C.S Preli '19)

Ans: বাল গঙ্গাধর তিলক


34) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বার 'বন্দেমাতরম' গানটি গাওয়া হয়?(W.B.C.S Preli '19)

Ans: ১৮৯৬


35) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহতি পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল?

(W.B.C.S Preli '19)

Ans: Rowlatt আইন প্রণয়ন


36) বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়?(W.B.C.S Preli '19)

Ans: লাহোর


37) আই. এন..- বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল?

(W.B.C.S Preli '19)

Ans: ১৯৪৫ সালে


38) কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে 'ভারত ছাড়' আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহন করেন?(W.B.C.S Preli '19)

Ans: ওয়ার্ধা


JOIN TELERAM - https://t.me/MackTrick01


39) কোন আইনকে 'Black-Bill' বলা হত?(W.B.C.S. Preli'19)

Ans: রাওলাট অ্যাক্ট কে


40) "নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ।"- এই মন্তব্যটি কে করেছিলেন?(W.B.C.S. Preli'19)

Ans: স্যার মোহাম্মদ ইকবাল


41) কারা বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়?(W.B.C.S. Preli'19)

Ans: আলি ভাইয়েরা


42) মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি?(W.B.C.S. Preli'18)

Ans: খুররম


43) নব্যপ্রস্তর যুগে (Neolithic age) ভারতে কোন ধাতুর (metal) ব্যবহার প্রচলিত ছিল?

(WBP Lady Constable '18)

Ans: লোহা


44) বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? (WBP Lady Constable '18)

Ans: ১৮৫৬


New Notes & PDF – 7003600355

45) 'আজাদ হিন্দ ফৌজকোন সালে গঠিত হয়? (WBP Lady Constable '18)

Ans: ১৯৪৩


46) মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন?(WBP Lady Constable '18)

Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত


47) কে 'লেডি উইথ দ্য ল্যাম্পনামে পরিচিত ছিলেন?(WBP Lady Constable '18)

Ans: ফ্লোরেন্স নাইটিঙ্গেল


48) আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল?

(WBP Lady Constable '18)

Ans: নন্দবংশ


49) জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন?

(WBP Lady Constable '18)

Ans: জেনারেল ডায়ার


50) মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় ৩০ শে জানুয়ারি কত সালে?(PSC Clerkship '20)

Ans: ১৯৪৮ সালে


New Notes & PDF – 7003600355


51) নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়?(PSC Clerkship '20)

Ans: মোজাফ্ফরপুর


52) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?(PSC Clerkship '20)

Ans: স্কটল্যান্ড


53) মহাত্মা গান্ধী তাঁর অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়?

(PSC Clerkship '20)

Ans: দক্ষিণ আফ্রিকায়


54) গৌতম বুদ্ধের জন্মস্থান হল-(PSC Clerkship '20)

Ans : লুম্বিনি


55) পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে?(PSC Clerkship '20)

Ans: ১৭৫৭ সালে


56) মেগাস্থিনিস রচিত 'ইন্ডিকাগ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়?

(WBP Constable Main'20)

Ans: মৌর্য


57) পাল বংশের প্রতিষ্ঠাতা কে?(WBP Constable Main'20)

Ans: গোপাল


58) বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল?(PSC Misc 20)

Ans: হাম্পি


59) ঋকবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে?(PSC Misc 20)

Ans: দশ রাজার


60) কোন মুঘল বাদশার সমাধি আধুনিক পাকিস্তানের অবস্থিত?(PSC Misc 20)

Ans: জাহাঙ্গীর


61)1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক?

(Combined Defence Service '2021)

Ans: কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়


JOIN TELERAM - https://t.me/MackTrick01


62) দিল্লির প্রাচীন নাম কি ছিল?(WBP Comstable '18)

Ans: ইন্দ্রপ্রস্থ


63) ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন?(WBP Comstable '18)

Ans: সূর্য সেন


64) নিম্নের কে ১৯২২ খ্রিস্টাব্দে ভিল সেবা মন্ডল প্রতিষ্ঠা করেন?

(Combined Defence Service 2021)

Ans: অমৃতলাল ভিঠলদাস ঠক্কর


65) নিম্নের কে ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য 

রাজকীয় আইনসভা পরিষদের একটি বিল উত্থাপন করেছিলেন?

(Combined Defence Service 2021)

Ans: গোপালকৃষ্ণ গোখলে


66) ১৮৪৩ খ্রিস্টাব্দে ভারতের দাসত্ব আইন সম্পর্কেনিচের কোন বিবৃতিটি সঠিক?

(Combined Defence Service 2021)

Ans: দাসদের ওপর প্রভুদের দাবি আদায়ের জন্য আদালতের ব্যবহার অস্বীকার করেছিল


67) পাল বংশ কোথায় রাজত্ব করেছিল?(WBP Constable '18)

Ans: বিহার


68) অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়কার?(WBP Constable '18)

Ans: গুপ্ত বংশ


69) কে ১৯০৫ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন?(WBP Constable '18)

Ans: পুলিন বাহিরী দাস


New Notes & PDF – 7003600355


70) সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? (WBP Constable '18)

Ans: গুজরাট


To purchase these notes in PDF ,  https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG


Post a Comment

Previous Post Next Post