এক নজরে Constitution ----বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 2
79) সারা ভারতে আপৎকালীন অবস্থা কে জারি করতে পারেন?
Ans: রাষ্ট্রপতি
৪০) ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি থাকে-
Ans: এই তিনটির যেকোনো একটি
81) পঞ্চায়েত গুলি-
Ans: কর শুল্ক তোলা এবং ধার্য আদায় করতে পারে
82) পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়-
Ans: রাজ্য সরকার
JOIN TELERAM - https://t.me/MackTrick01
83) ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি-
Ans: পঞ্চায়েত সমিতি
84) শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে?
Ans: সুপ্রিম কোর্ট
85) বলবন্ত রায় মেহেতা কমিটি নিযুক্ত হয়েছিল?
Ans: সমাজ উন্নয়ন কর্মসূচীর সমীক্ষা করার জন্য
86) ভারতের পঞ্চায়েতিরাজ কোন সালে শুরু হয়েছিল
Ans: 1959
87) কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বিচার বিভাগীয় পর্যালোচনা হল ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য?
Ans: কেশবানন্দ ভারতী মামলা 1973
৪৪) সরকারি কোন পদ কোন ব্যক্তি অন্যায় ভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে?
Ans: অধিকার পৃচ্ছা
89) বলপূর্বক শ্রম বিরোধী আইন ভারতে কবে পাস হয়?
Ans: 1976
90) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি গুলির মূল লক্ষ্য হলো-
ANS: অর্থনৈতিক ও সামাজিক উভয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা
91) ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি দিন রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে -
Ans: পাঞ্জাব92) রাজ্যের আইন সভার উপরে কক্ষটির নাম হল -Ans: রাজ্যসভা
93) ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভা গুলি পাস করতে পারে-
Ans: রাজ্য সরকারের বার্ষিক বাজেট
94) কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল-
Ans: 1969
New Batch & অ্যাডমিশন - 7003600355
95) ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়-
Ans: যৌথ তালিকায়
96) আইন-শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত-
Ans: রাজ্য তালিকা
97) কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল-
Ans: রাজীব গান্ধী
98) Ombudsman, প্রতিষ্ঠান সূত্রপাত হয়-
Ans: সুইডেনে
99) সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েত কে শাসনতান্ত্রিক মর্যাদা দেয়া হয়েছে?
Ans: 73
100) সিকিম ভারতের Full fledged রাজ্য ঘোষিত হয়
Ans: 1975 এ
101) ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় কেন্দ্রিক নয় কিন্তু এটা হলো উভয়ের সমন্বয় কথাটি কে বলেছেন?
Ans: ডি বাসু
102) ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল
Ans: বহুদলীয় ও সংসদীয়
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
103) কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন?
Ans: 1946
104) কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়?
Ans: মতিলাল নেহেরু
105) পঞ্চায়েত রাজের ত্রিস্তর ব্যাবস্থার শীর্ষে রয়েছে
Ans: জেলা পরিষদ
106) ভারতীয় বিচারব্যবস্থার শীর্ষে কে রয়েছে?
Ans: সুপ্রিমকোর্ট
107) সংবিধানের সপ্তম তফশিলের আলোচ্য বিষয় কী?
Ans: কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা
108) পঞ্চায়েত সমিতি গঠিত হয়
Ans: ব্লক স্তর
109) পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে
Ans: রাজ্য নির্বাচন কমিশন
110) নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান -
Ans: ভারতের প্রধান বিচারপতি
New Batch & অ্যাডমিশন - 7003600355
111) নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও, বর্তমানে এটি একটি আইনি অধিকার?
Ans: সম্পত্তির অধিকার
112) নির্দেশকমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে?
Ans: আয়ারল্যান্ড
113) ভারতীয় সংবিধানে ধারা_এবং তফশিল রয়েছে
Ans: 448,12
114) সংবিধানের অষ্টম তফশিলের আলোচ্য বিষয় হল
Ans: আঞ্চলিক ভাষাসমূহ
115) সুপ্রিমকোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতুন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়?
Ans: প্রোহিবিশন
116) নিম্নলিখিত তথ্যের মধ্যে কোনটি ভুল?
Ans: উপরাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে জাতীয়
117) নির্বাচন কমিশন লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন?
Ans: প্রধানমন্ত্রী
118) হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন?
Ans: সংসদের উভয়কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি
কর্তৃক 119) রাজ্যের শাসনব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে?
Ans: মুখ্যমন্ত্রী
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
120) ভারতের শাসনব্যাবস্থার সমস্ত কাজ অনুমোদন করে কে/ কারা?
Ans: বিধানসভার সদস্যরা
121) সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে, কোনো ব্যক্তি মাস্ত্রিপদে-এর বেশি থাকতে পারবেন না।
Ans: 6 মাস
122) রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন?
Ans: 12
123) বলবন্ত রাই মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থার যে যে স্তর থাকে, সেগুলি হল
Ans: গ্রাম, ব্লক ও জেলা
124) অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে?
Ans: গুয়াহাটি
125) ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভুত?
Ans: গ্রিক
126) কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার লাভের প্রয়োজনীয় নূন্যতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়?
Ans: 57 তম
127) ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন
Ans: অ্যাটর্নি জেনারেল
To purchase these notes in PDF , https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG
New Batch & অ্যাডমিশন - 7003600355
128) রাজ্যের শাসনব্যবস্থার সমস্ত সিদ্ধান্ত কার নামে নেওয়া হয়?
Ans: রাজ্যপাল
129) প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয় ?
Ans: 1951
130) যে রাজ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক
Ans: উত্তরপ্রদেশ
Post a Comment