এক নজরে Constitution ----বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 1
1) ভারতবর্ষে ভোটাধিকারও নির্বাচিত হওয়ার অধিকার একটি ?
Ans: বৈধ বা আইনি অধিকার
2) ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনে উল্লেখ রয়েছে?
Ans: 497
3) সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা দেয়া হয়েছে?
Ans: 154
4) ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়?
Ans: ডঃ বি আর আম্বেদকর
5) রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন?
Ans: বিধানসভা
6) ভারতের সংবিধান গৃহীত হয় সেই দিনটি হলো
Ans: 26 নভেম্বর 1949
New Notes & PDF – 7003600355
7) আমাদের জাতীয় পতাকার রূপকার এর নাম হল-
Ans: পিঙ্গালি ভেঙ্কাইয়া
৪) যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ভাবনাটি গৃহীত হয়েছিল সেই দেশের নাম-
Ans: ইউএসএ
9) সংবিধানের যে ধারা গুলিতে ধর্ম চারণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেগুলি হল-
Ans: 25-28
10) নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল?
Ans: ক্যাবিনেট মিশন পরিকল্পনা
11) রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন শুধু করেন না?
Ans: রাজ্যসভার সভাপতি কে?
12) ভারতীয় সংবিধানের 35 এ ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
Ans: জম্মু - কাশ্মীর
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
13) ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হলো-
Ans: বিচারক বর্গকে কার্যনির্বাহীগণের থেকে আলাদা করা
14) ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো
Ans: কলকাতা হাইকোর্ট
15) নিজের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার?
Ans: সুনিল আরোরা
16) কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়?
Ans: অনুচ্ছেদ 368
17) নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত করা হয়েছিল?
Ans: 42 তম সংশোধন
18) কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীর কে আলাদা করে?
Ans: ধারা 370
19) জিরো আওয়ার কি?
Ans: যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত হয়
20) কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়?
Ans: লোকসভার সমস্ত সদস্য দ্বারা
21) সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন
Ans: রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোন ব্যক্তি
New Notes & PDF – 7003600355
22) ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে
Ans: 12 নং ধারা
23) ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে?
Ans: 17 নং ধারা
24) ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে?
Ans: 19 নং ধারা
25) ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্ত্বার ধর্মীয় সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা পরিচালনা করার অধিকার থাকবে?
Ans: 26 নং ধারা
26) বাকস্বাধীনতা হল একটি
-
Ans: মৌলিক অধিকার
27) ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা-
Ans: 6
28) কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ?
Ans: 14 বছর
29) ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন
Ans: লোকসভা রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
30) ভারতীয় সেনা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন
Ans: রাষ্ট্রপতি পার্লামেন্টের
31) কোন কক্ষে সভাপতি সেই কক্ষে সদস্য নয়-
Ans: রাজ্যসভা
32) নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যেকোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন?
Ans: অ্যাটর্নি জেনারেল
33) ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন?
Ans: উপরাষ্ট্রপতি
34) ভারতীয় সংবিধানের কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেয়া হয়েছে?
Ans: 248 নং ধারা
35) ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার...
Ans: ত্রিস্তর
36) ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায়
Ans: পার্লামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে
37) কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন?
Ans: গভর্নর দ্বারা
38) সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোন রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন?
Ans: 356 নং ধারা
39) লোকসভার পাবলিক একাউন্টস কমিটি সদস্য সংখ্যা:
Ans: 15 জন
40) ভারতীয় সংবিধানের 22 নং ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
Ans: শত্রুভাবাপন্ন বিদেশি
New Notes & PDF – 7003600355
41) ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে কত সাল পর্যন্ত ?
Ans: অনির্দিষ্টকাল
42) সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষা গুলিকে স্থান দেওয়া হয়েছে-
Ans: অষ্টম তফসিলে
43) কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী ও পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে?
Ans: 33 ধারা
44) ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারি অর্থে গঠিত ও পরিচালিত হোটেল স্নানাগার প্রভৃতিতে সমানাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে-
Ans: 15 ধারা
45) ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না?
Ans: 20 ধারা
46) ভারতীয় সংবিধানের কোন ধারা দুটিতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে-
Ans: 54 ও 55 ধারা
47) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক সংস্থা গঠনের কথা কোন ধারায় উল্লেখ করা হয়েছে?
Ans: 54 ধারা
JOIN TELERAM - https://t.me/MackTrick01
48) ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ভাতা রাসের নির্দেশ দিতে পারেন?
Ans: 360 ধারা
49) রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন-
Ans: রাজ্যের রাজ্যপাল তাদের সই করেন
50) ভারতের রাষ্ট্রপতিকে ইস্পিচ করতে পারে -
Ans: সংসদ
51) রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয়-
Ans: জাতীয় স্বার্থে
52) লোকসভার স্পিকার -
Ans: দুই বিরোধীপক্ষের ভোট সমান হলে ভোট দেন
53) ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা রয়েছে তা হল-
Ans: আসাম মেঘালয় মিজোরাম রাজ্যের উপজাতি এলাকা গুলির প্রশাসন
54) ভারতীয় শাসনতন্ত্র-
Ans: আংশিক দুষ্পরিবর্তনীয় আংশিক পরিবর্তনীয়
55) ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার রূপায়ণ করেছে-
Ans: ব্রিটেন
56) অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে-
Ans: কেবলমাত্র লোকসভায়
57) রাজ্যসভার মন্ত্রী পরিষদ কে
Ans: শুধু আলোচনা হয়
58) একজন ভারতীয় নাগরিক এর লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে-
Ans: 25 বছর
59) 29/11/1950 তারিখে সংবিধান লেখার কাজ শেষ নিম্নলিখিত কোনটির অন্তর্ভুক্ত ছিল না-
Ans: মৌলিক কর্তব্য
60) নিম্নলিখিত কোনটি সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়-
Ans: যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার 61) হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনা হলো
Ans: কোন ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা
62) ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারত
বর্ষ একটি-
Ans: সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
New Notes & PDF – 7003600355
63) রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ হলো-
Ans: আদালতে
64) বিচারের যোগ্য নয় শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ্যব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে-
Ans: রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
65) ভারতের রাষ্ট্রপরিচালনার সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলি সঙ্গে মিল রয়েছে,
Ans: IRELAND এর সংবিধানের
JOIN TELERAM - https://t.me/MackTrick01
66) কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন-
Ans: 1976
67) ভারতীয় সংবিধানের 25 নং ধারায় উল্লেখ আছে-
Ans: ধর্মের স্বাধীনতার অধিকার
68) সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স-
Ans: 65 বছর
69) ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে-
Ans: 1935
70) নিচে বর্ণিত মামলা গুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায় কোন রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল-
Ans: এস আর বোম্বাই বনাম ভারত সরকার
71) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন-
Ans: রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে
72) নিম্নলিখিত অফিস গুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি-
Ans: ডেপুটি প্রাইম মিনিস্টার
73) রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় রূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারী-
Ans: নির্বাচন কমিশন
74) ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি-
Ans: প্রধানমন্ত্রী
75) ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন Ans: ভারতের রাষ্ট্রপতি-
76) পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না-
Ans: ভারতের রাষ্ট্রপতি
77) ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারাদেশে কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন?
Ans: তিনবার
New Notes & PDF – 7003600355
78) ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়?
Ans : 112 নং
To purchase these notes in PDF , https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG
Post a Comment