এক নজরে Geography ----বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 2
80) 'Great Bitter' হ্রদটি যার অংশ-[CISF AC (Exe)-LDCF-2021]
Answer সুয়েজ খাল
81) নেভেলী, সিন্থারেনী, কোরবা এবং সিংরৌলি খনিগুলিতে পাওয়া যায়-[CISF AC (Exe) -
LDCF-2021]
Answer - কয়লা
82) ভৌগলিক পরিগুলের দিক দিয়ে নিচের কোন্ দেশটির Land Locked সর্বাধিক?
[CISF AC (Exe) -
LDCF-2021]
Answer কাজাখাস্থান
83) ৫০° দক্ষিণ অক্ষাংশ প্রসারিত যে দেশটির পাশ দিয়ে-[CISF AC (Exe) -
LDCF-2021]
Answer - দক্ষিণ আফ্রিকা
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
84) নিচের কোন দেশটি 20th UN. Climatic Change
Conferance of the Parties (COP- 26)-এর আয়োজক?[CISF AC (Exe) - LDCF-2021]
Answer - ইংল্যান্ড
85) ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে কতদূর পর্যন্ত বিস্তৃত? [CDS-2021]
Answer - 12 নটিক্যাল মাইল
86) একটি শীতল সমুদ্র স্রোতের নাম?[CDS-2021]
Answer - ক্যালিফোর্ণিয়া স্রোত
87) নিচে একটি বিশেষ মৃত্তিকার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তার উপর ভিত্তি করে নির্দিষ্ট মৃত্তিকাটি চিহ্নিত করুন। [CDS-2021]
Answer - কৃষ্ণ মৃত্তিকা
New Notes & PDF – 7003600355
88)"Arabica, Robusta and liborica" এই গোত্রগুলি নিচের যে শস্যের সঙ্গে সম্পর্কিত-[CDS-2021]
Answer - কফি
89) অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হল-
[CDS-2021]
Answer - বক্সাইটের আকরিক
90) নিচের কোন্ সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? [CDS-2021]
Answer - মার্মাগাঁও
91) মিলপা এবং লাডাং এই দু' টি ভিন্ন নাম যে
কৃষিকাজের / শস্যের-[CDS-2021]
Answer - স্থানান্তর কৃষি
92) সিন্ধু নদের কোন্ উপনদীর উপর ভাকরা নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে?
Answer - সুতলেজ
New Notes & PDF – 7003600355
93) যখন নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোন হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে সেই নদী বিন্যাস কি নামে পরিচিত?[CDS-2021]
Answer - কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী
94) নিচের কোন্ বিবৃতিটি কোরিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয়?[CDS-2021]
Answer - দক্ষিণ গোলার্ধে এর কারণে বায়ু প্রবাহ ডানদিকে বেঁকে যায়
95)১. এটি খারিফ শস্য
২. আউস-আমন-বোরো এই তিনপ্রকার চাষাবাদ হয়ে থাকে সারাবছর ধরে
৩. ভারতের মোট কৃষিকাজের 1/4 অংশ কৃষিকাজ এই প্রকার শস্য উৎপাদন হয়ে থাকে।
- এই বৈশিষ্ট্য গুলি কোন ফসলের?[CDS-2021]
Answer: ধান
95) একটি 'আগ্নেয় শিলা' নাম লেখো?[CDS-2021]
Answer - গ্রানাইট
96) 'কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)' ভারতের নীচে বর্ণিত রাজ্যের উপর দিয়ে যায়নি?
[WBP Constable-'19]
Answer - উত্তরপ্রদেশ
97) পশ্চিমবঙ্গের কোন নদী 'বাংলার দুঃখ' বলে পরিচিত? [ICDS (Supervisor)'19]
Answer - দামোদর
98) দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস (উত্তরায়ণ) ঘটে-
[Food (SI) 19]
Answer - ২২ ডিসেম্বর
99) নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিক হয়?
[Food (SI)'19]
Answer চুনাপাথর
JOIN
TELERAM - https://t.me/MackTrick01
100) নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়? [Food (SI)' 19]
Answer - জ্বালানি কোষ
101) সূর্যগ্রহণ ঘটে যখন-[Food (SI)'19]
Answer চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসে
102) 'ঘুমার' লোকনৃত্য হল-[Food (SI) '19]
Answer রাজস্থানের
103) ট্রোপোম্পিয়ার বায়ুমণ্ডলের উষ্মতম অংশ কারণ-[Food (SI) '19]
Answer - এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়
104) মাউন্ট এভারেস্টে ওটা প্রথম মহিলা ছিলেন-
[Food (SI) '19]
Answer বাচেন্দ্রী পাল
105) বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল-
[Food (SI) '19]
Answer সুয়েজ খাল
106) কুন জলপ্রপাত ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?[PSC (School Inspector)'18
Answer - মহারাষ্ট্র
107) কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য (KWS) কোন্ রাজ্যে অবস্থিত?[PSC(School Inspector)'18]
Answer - অন্ধ্রপ্রদেশ
JOIN TELERAM - https://t.me/MackTrick01
108) বিশ্বের বৃহত্তম সৌর পার্ক কোন্ ভারতীয় রাজ্যে আসবে?[PSC (School Inspector) '18]
Answer - গুজরাট
109) পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা কোন্ রাজ্যে আবিষ্কৃত হয়েছে?[PSC (School Inspector) '18]
Answer - মেঘালয়
Q.110) সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন জম্মু ও কাশ্মীরের কোন নদীতীরে গড়ে উঠেছে?
[PSC (School Inspector)'18]
Answer - চিনাব
111) সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে-[WBP SI'18]
Answer - ইউরেনাস
112) দামোদর নদ-এর উৎপত্তি হয়েছে-[WBP SI'18]
Answer - ছোটনাগপুর মালভূমি থেকে
113) ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হল-[WBP SI'18]
Answer - নর্মদা
114) মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন্ নদীর উৎপত্তি হয়েছে?[WBP SI'18]
Answer - নর্মদা
115) ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হল-[WBP SP18]
Answer - কর্কটক্রান্তি রেখা
116) নিম্নের কোন্ দেশে 'জীবিকাসত্ত্বা ভিত্তিক' কৃষিকাজটি লক্ষ্য করা যায় না?[NDA-2021]
Answer কানাডা
117) নিচের কোন্ মেঘকে 'বৃষ্টি বহনকারী মেঘ' বলা হয়?[NDA-2021]
Answer - নিম্বাস মেঘ
New Notes & PDF – 7003600355
118) নিচের কোন্ দেশে নিবিড় জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষিকাজ লক্ষ্য করা যায় না? [NDA-2021]
Answer - কানাডা
119) নিচের কোনটি 'ঘনীভবন' নয়?[NDA-2021]
Answer - শিলাবৃষ্টি
120) হিমাচলপ্রদেশ এবং পাঞ্জাব প্রদেশ থেকে বিপাশা নদী প্রবাহিত হয়ে যে নদীর সাথে মিলিত হয়েছে-
Answer - শতদ্রু নদী
121). ভারতীয় ভৌগলিক সীমারেখার মধ্যে যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়-[NDA-2021]
Answer - ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
122) যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল-[PSC Clerkship '20]
Answer - রাশিয়া
123) 'বালাকোট' জায়গাটির অবস্থান-
[PSC Clerkship '20]
Answer - পাকিস্তানের উত্তর-পশ্চিমে
124) পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?
[PSC Clerkship '20]
Answer-24
125) নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত-বাংলাদেশ সীমানারেখা অতিক্রম করে না?
[PSC Clerkship '20]
Answer দামোদর
126) ফিজি' রাষ্ট্রের অবস্থান-[PSC Clerkship '20]
Answer - এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
127) মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত?
[WBP Constable Main '20]
Answer মেঘালয়
JOIN TELERAM - https://t.me/MackTrick01
128) গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়?
[WBP Constable Main '20]
Answer - 21 জুন
129) রবি শস্য কোন সময় রোপণ করা হয়?
[WBP Constable Main '20]
Answer - অক্টোবর-নভেম্বর
130) কোন খাল (Canal) প্রশান্ত (Pacific) ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে?
[WBP Constable Main '20]
Answer - পানামা খাল
131)2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে?
[WBP Constable Main '20]
Answer - বুলবুল
132) নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল- সীমান্ত নেই? [PSC Misc'20]
Answer - আফগানিস্তান
133) নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে?
[PSC Misc'20]
Answer – নেপাল
134) হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
[PSC Misc 20]
Answer – লাদাখ
135) 'নামচা বারওয়া' থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? [PSC Misc 20]
Answer – ব্রহ্মপুত্র
136) তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে-[W.B.C.S. Preli-19]
Answer-1 লা জুন, 2014
137) ধনেখালি কী জন্য বিখ্যাত?[W.B.C.S Preli-19]
Answer - তাঁত শিল্পের জন্য
138) তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত-
[W.B.C.S. Preli-19]
Answer - তরাই
139) সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য 'World Heritage Site' নামে নথিভুক্ত করা হয়েছে-
[W.B.C.S Preli-19]
Answer - ম্যানগ্রোভ গাছের জন্য
140) জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত ?
[W.B.C.S Preli-19]
Answer - তিস্তা ও করলা নদী
141) রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?
[W.B.C.S Preli-19]
Answer - দার্জিলিং
142) নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক নয়?
[W.B.C.S. Preli-19]
Answer - দচিগাম: এশীয় সিংহ
New Notes & PDF – 7003600355
144) নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি?
[W.B.C.S Preli-19]
Answer - ওড়িশা
145) শোলা অরণ্য দেখা যায়-[W.B.C.S Preli-19]
Answer - পশ্চিমঘাট পর্বতে
146) কোলের হ্রদ কোথায় অবস্থিত?
[W.B.C.S Preli-19]
Answer - গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
147) জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়?
[W.B.C.S Preli-19]
Answer-16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
148) স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না? [W.B.C.S. Preli-19]
Answer কোচবিহার
JOIN TELERAM - https://t.me/MackTrick01
149) পশ্চিমবঙ্গে শিক্ষার হার-[W.B.C.S. Preli-19]
Answer-77.08%
150) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে-
[W.B.C.S. Preli-19]
Answer ঝাড়খন্ডের
151) লাক্ষা দ্বীপপুঞ্জ হল-[W.B.C.S. Preli -'19]
Answer - প্রবাল দ্বীপপুঞ্জ
152) নিম্নলিখিত কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?[W.B.C.S. Preli -'19]
Answer - ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
153) মানস সরোবর অবস্থিত-[W.B.C.S. Preli -'19]
Answer - কৈলাস পর্বতশ্রেণিতে
154) শিলং শহর অবস্থিত-[W.B.C.S Preli-19]
Answer - খাসি পর্বতে
155) মহাকাশে (Space) কোন মহাকাশচারী (astro-naut) আকাশের রং কী দেখবে?[WBP Constable-'19]
Answer - কালো (black)
156)"ওজোনস্তর" অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন্ স্তরের মধ্যে ওজোন \\স্তরটি অবস্থিত? [CDS-2021]
Answer - স্ট্যাটোস্ফিয়ার
157) নিচের কোন্ বিবৃতিটি প্রাথমিক ভূ-কম্পীয়
তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়?[CDS-2021]
Answer - ভূ-ত্বকের মধ্য দিয়ে যাওয়ার সময় এদের গতিবেগ ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হয়ে যায়
158) প্রকৃতিতে প্রাপ্ত "পলল মৃত্তিকা" আসলে বেলে দোঁয়াশ মাটি থেকে কর্দম মাটি প্রকৃতির। এই মাটি সাধারণত-[CDS-2021]
Answer - অতিমাত্রায় ফসফরাস ও পটাশযুক্ত
159) যে জল সীমানা দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয়ে থাকে-[CDS-2021]
Answer - 10° চ্যানেল
160) ভারতের প্রধান দ্রাঘিমারেখা ধরা হয়-
[CDS-2021]
Answer - 82°30′ পূর্ব
To purchase these notes in PDF , https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG
Post a Comment