এক নজরে Geography ----বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 3
160) ভারতের প্রধান দ্রাঘিমারেখা ধরা হয়-
[CDS-2021]
Answer - 82°30′ পূর্ব
161) "Luhri Hydro-Electic Power Project" Luhri জলবিদ্যুৎ প্রকল্প যে নদীর উপর অবস্থিত-
[CDS-2021]
Answer - সুতলেজ
162)২০২০ সালের UNESCO ভারতের যে ব্যাঘ্র প্রকল্পটিকে বায়োস্ফিয়ার রিজার্ভার হিসাবে ঘোষণা করেছেন-[CDS-2021]
Answer - পান্না ব্যাঘ্র সংরক্ষণ / রিজার্ভ
New Notes & PDF – 7003600355
163)"কালেশ্বরম লিফট ইরিগেশান পদ্ধতি" সাম্প্রতিকালে যে রাজ্যে গঠিত হয়েছে-[CDS-2021]
Answer তেলেঙ্গানা
164)'আইসল্যান্ড' দ্বীপটিতে টেকটোনিক ক্রিয়াকলাপের সুবিধার মধ্যে রয়েছে-[NDA-2021]
Answer - প্রাকৃতিক 'স্বাভাবিক গ্যাসের' উৎস
165) নিচের কোনটি ক্ষুদ্রপাতের অন্তর্ভুক্ত নয়?
[NDA-2021]
Answer - আন্টাটিক প্লেট
167) নিচের কোনটি 'ব্রহ্মপুত্র নদের উপনদী নয়? Answer কামেং নদী
168) একই দিনে ভারতে যদি দুপুর ১২টা হয় তখন কোন্ দ্রাঘিমারেখার স্থানীয় সময় সকাল ৭টা হবে? [NDA-2021]
Answer - 7.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়
169) নিচের কোন্ অক্ষাংশটিকে দীর্ঘতম অক্ষাংশ হিসেবে বিবেচনা করা হয়? [NDA-2021]
Answer - ০.০ ডিগ্রি অক্ষাংশ
JOIN TELERAM - https://t.me/MackTrick01
170) ভূমিকম্পের উৎপত্তিস্থল যে নামে পরিচিত-
[NDA-2021]
Answer - কেন্দ্র
171) নিচের কোন্ গ্রহের উচ্চ ঘনত্ব লক্ষ্য করা যায়? [NDA-2021]
Answer - পৃথিবী
172) 'Basket of eggs' ভূ-প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত[NDA-2021]
Answer- ড্রামলিন
173). নিচের কোন্ তৈল শোধনাগারটি আসাম রাজ্যে অবস্থিত নয়?[NDA-2021]
Answer - তাতিপাকা
174) পৃথিবীর ভূ-ত্বকের গভীরতম অংশে ম্যাগমাজাত পদার্থ অতিমাত্রায় সজ্জিত হয়ে যে বৃহদাকার গম্বুজ গঠিত হয়, এটি যে নামে পরিচিত- [NDA-2021]
Answer ব্যাথোলিথ
175) সর্বাধিক গভীরতাযুক্ত শিলামন্ডল দেখা যায়- [NDA-2021]
Answer - হিমালয় পার্বত্য অঞ্চল
176) দঃপূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত-[NDA-2021]
Answer কোলকাতা
177) ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল- [WBP (Constable)'18]
Answer - আরাবল্লী
178) বর্তমানে আমাদের সৌরজগতে (Solar system) শীতলতম গ্রহ (Coldest planet) কোনটি? [WBP (Constable)'18]
Answer - প্লুটো (Pluto)
179)38 তম প্যারালাল (38th parallel) বিভক্ত করে-[WBP (Constable)'18]
Answer - উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
New Notes & PDF – 7003600355
180) ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র (Permanent Research Station) 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত? [WBP (Constable)' 18]
Answer - আন্টার্কটিকা
193) ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে - [WBCS (Preli)'18]
Answer - কাশ্মীর উপত্যকা
194) ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) - [WBCS (Preli)'18]
Answer - উত্তর ২৪ পরগণা
195) ভারত ও মায়ানমারের মধ্যে ------------পর্বতশ্রেনী
অবস্থিত।
[WBCS (Preli)'18]
Answer – লুসাই
196) রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত। [WBCS (Preli)' 18 ]
Answer – উত্তপ্রদেশের উত্তরাঞ্চল
New Batch & অ্যাডমিশন - 7003600355
197) আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ-[WBCS (Preli)'18 ]
Answer – স্যাডেল শৃঙ্গ
To purchase these notes in PDF , https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG
Post a Comment