এক নজরে General Science ----বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 2
111. কোন ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের মধ্যে নূন্যতম দূরত্ব হওয়া প্রয়োজন
Ans: 16.6 মিটার
112. তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক হল-
Ans: অ্যাম্পিয়ার
113. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি
Ans: টাংস্টেন
114. লিফটে দাঁড়ানো ব্যক্তি নিজেকে হালকা মনে করে কেন
Ans: লিফট যখন ত্বরণ সহ নিচে নামে
115. স্টেথোস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ তাহলো
Ans: শব্দের প্রতিফলন.
116. স্ত্রী কন্ঠ পুরুষের থেকে তীক্ষ্ণ কেন-
Ans: উচ্চ কম্পাংকের জন্য
New Notes & PDF – 7003600355
117. ফিউজ তারের বৈশিষ্ট্য হলো
Ans: নিম্ন গলনাংক ও উচ্চ রোধ
118. বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে-এর প্রবক্তা কে.
Ans: নিউটন
119. আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের
Ans: জল
120. জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতা
Ans: একই থাকে
121. সব পতনশীল বস্তুর ত্বরণ সমান কে আবিষ্কার করেন
Ans: গ্যালিলিও
122. 1 অশ্ব ক্ষমতা = কত ওয়াট
Ans: 746 ওয়াট
123. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা
Ans: হাইড্রোজেন
JOIN TELERAM - https://t.me/MackTrick01
124. লেবুর রস লাগানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার
Ans: দ্বিতীয়
125. কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক -
Ans: পরিবাহীর দৈর্ঘ্য
126. কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়
Ans: আর্কিমিডিসের সূত্র
127. সাধারণভাবে সুস্থ চোখ সবচেয়ে কম কোন দূরত্বের বস্তুকে সুষ্ঠুভাবে দেখতে পায়
Ans: 25 মিটার
128. একটি একক বিহীন রাশি হল
Ans: তুল্যাঙ্কভার
129. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাচ তাপের
Ans: কুপরিবাহী
130. বর্ণালী সৃষ্টির কারণ হলো আলোর
Ans: বিচ্ছুরণ
131. ব্লটিং পেপার এর মাধ্যমে কালি শোষণের কারণ
Ans: কৈশিক প্রক্রিয়া
132. কোনো দন্ড চুম্বকের কেন্দ্রে চুম্বকত্ব
Ans: শূণ্য
133. নিম্নলিখিত মধ্যে কোনটি শক্তির একক নয়
Ans: নিউটন
134. অভিকর্ষজ ত্বরণের মান সবথেকে বেশি থাকে
Ans: ভূপৃষ্ঠে
135. কোষের তড়িচ্চালক বল মাপা হয় যে যন্ত্রের সাহায্যে
Ans: পোটেনশিওমিটার
New Notes & PDF – 7003600355
136. বস্তুর জাড্য ধর্মের ধারণা পাওয়া যায়
Ans: নিউটনের প্রথম গতি সূত্র থেকে
137. বস্তুর মান নির্দেশ করে-
Ans: ভর
138. একটি দ্বিতীয় শ্রেণীর লিভার নৌকার দাঁড় এর যান্ত্রিক সুবিধা হল.
Ans: সর্বদা 1 এর থেকে বেশি
139. তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বল বাহুর চেয়ে ভারবাহু হয়.
Ans: বড়
140. পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম
Ans: নিরক্ষীয়
141. একটি n -p-n ট্রানসিস্তর এর তড়িৎ প্রবাহিত হয়।
Ans: অ্যামিটার থেকে
142. সেন্টিগ্রেড স্কেলে পরমশূন্য উষ্ণতার পাঠ কত
Ans:- 2730
143. মরুভূমির মরীচিকার কারণ হল
Ans: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
144. জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ হলো
Ans: প্রতিসরণ
145. নিচের কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বল এর সঙ্গে সম্পর্কিত
Ans: কুলম্বের সূত্র
146. রুল দোল গতিতে কোন রাশিটি ধ্রুবক হয়ে থাকে
Ans: পর্যায়কাল
147. নিচের কোনটি তড়িৎ অপরিবাহী
Ans: এবোনাইট
JOIN TELERAM - https://t.me/MackTrick01
148. নিচের কোনটির উপর শব্দের বেগ নির্ভর করে না
Ans: চাপ
149. একটি ফিউজ এর মূল কাজ হলো
Ans: উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দেওয়া
150. কোন বায়ুতে শব্দের বেগ বেশি হয়-
Ans: আর্দ্র
151. ম্যানোমিটার ব্যবহার করা হয়.
Ans: আবদ্ধ পাত্রে বায়ুর চাপ মাপার জন্য
152. একটি পূর্ণ স্থিতিস্থাপক পদার্থ হল
Ans: কোয়ার্টজ
153. থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন এর প্রবক্তা হলেন
Ans: মেঘনাদ সাহা
154. নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়.
Ans: গ্রাফাইট
155. সরল ভোল্টীয় কোষের তড়িচ্চালক বল হল
Ans: 1.08 ভোল্ট
New Notes & PDF – 7003600355
156. কাচ ও গ্লিসারিনের এর প্রতিসরাঙ্ক হল
Ans: সমান
157. Electric field intensity হল একটি-
Ans: ভেক্টর রাশি
158. ভর সংখ্যার অপর নাম হল
Ans: নিউক্লিয়াস সংখ্যা
159. স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয়।
Ans: ইস্পাত
160. আইসোটনে নিচের কোনটি সমান থাকে
Ans: নিউট্রন
161. তাপ ও তড়িৎ এর সুপরিবাহী এমন একটি পদার্থ হল
Ans: অভ্র
162. ঘাত হলো একটি-
Ans: ভেক্টর রাশি
163. কার্বাইড গ্যাসবাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি হল
Ans: অ্যাসিটিলিন
164. ক্যালামাইন কোন মৌলের আকরিক?
Ans: জিঙ্ক
165. হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হলেন
Ans: ক্যাভেনডিস
166. সোনার অলঙ্কার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসাবে কী মেশানো হয়?
Ans: তামা
167. সবচেয়ে হালকা মৌলটি হল
Ans: হাইড্রোজেন
168. সবচেয়ে হালকা ধাতু কোনটি?
Ans: লিথিয়াম
169. মোমবাতির দহন কী ধরনের পরিবর্তন?
Ans: উভয়ই
170. নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল
Ans: নিকেল
171. কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদটি হল
Ans: হীরক
JOIN TELERAM - https://t.me/MackTrick01
172. স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত সূত্রটির প্রবক্তা কে?
Ans: চার্লস
173. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু- ক্রমাঙ্কের পরমাণুগুলো পরস্পরের
Ans: আইসোটোন
174. দুই ভরসংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কী বলে?
Ans: ডয়টেরিয়াম
175. তিন ভরসংখ্যার হাইড্রোজেনকে কী বলে?
Ans: ট্রিটিয়াম
176. কলকারখানার বয়লারে যে জল ব্যবহৃত হয় তা হল
Ans: মৃদু জল
177. পরমাণুর নিউক্লিয়াস কী নিয়ে গঠিত?
Ans: প্রোটন ও নিউট্রন
178. যে ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয়
Ans: টাইটেনিয়াম
179. খনিজ ও শিলাতে সর্বাধিক পরিমাণে থাকে
Ans: সিলিকন
180. যে গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে
Ans: ওজোন
New Notes & PDF – 7003600355
181. মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়?
Ans: হিলিয়াম
182. ভারী জুল কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়?
Ans: পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে
183. গ্রিনহাউস প্রভাব কী?
Ans: পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া
184. পেট্রোলের রাসায়নিক নাম হল
Ans: গ্যাসোলিন
185. কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে?
Ans: কাস্ট আয়রন বা পেটা লোহা
186. পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন
Ans: শূন্য হয়
187. CFC কথাটির পুরো নাম হল
Ans: ক্লোরোফ্লুরোকার্বন
188. H₂SO₄ এর সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না
Ans: প্লাটিনাম (Pt)
189. কাপড় কাচার সোড়া হল
Ans: সোডিয়াম কার্বনেট
190. অ্যামালগাম / পারদ সংকরের অপরিহার্য উপাদান
Ans: পারদ
191. রাসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম হল
Ans: ইউরিয়া
192. মার্স গ্যাসে নীচের কোনটি থাকে?
Ans: মিথেন
193. STP-তে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত?
Ans: 22.4 লিটার
JOIN TELERAM - https://t.me/MackTrick01
194. হাইড্রোজেন বোমায় যে ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়
Ans: নিউক্লিয় সংযোজন
195. সমস্থানিকদের রাসায়নিক ধর্ম একই প্রকৃতির, কারণ
Ans: সমসংখ্যক প্রোটন
196. তাপগতিবিদ্যার মূল বিষয় হল
Ans: তাপশক্তির অন্য শক্তিতে রূপান্তর
197. দস্তার ছিবড়ার সঙ্গে কোনটিকে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা যায়?
Ans: সালফিউরিক অ্যাসিড
198. মিউরিয়েটিকে অ্যাসিডের রাসায়নিক নাম কি?
Ans: হাইড্রোক্লোরিক অ্যাসিড
199. সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল
অরেঞ্জ দিলে দ্রবণ এর বর্ণ কী হবে?
Ans: হলুদ
200. পিঁপড়ের কামড়ে কী নিঃসৃত হয়?
Ans: ফরমিক অ্যাসিড
201. ম্যাগনেশিয়ামের একটি আকরিক হল
Ans: ডলোমাইট
202. নীচের কোনটি জলের অস্থায়ী খরতার সৃষ্টি
করে না
Ans: ক্যালশিয়াম সালফেট
203. পারদ ছাড়া অপর তরল ধাতু হল
Ans : গ্যালিয়াম
New Notes & PDF – 7003600355
204. গ্লবার সল্টের রাসায়নিক নাম হল
Ans: সোডিয়াম সালফেট
205. নীচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত?
Ans: নাইট্রাস অক্সাইড
206. কোনটি সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয়?
Ans: NaOH
207. কোনটি বারুদের উপাদান নয়?
Ans: সিসা
208. নাইট্রিক অ্যাসিডের নিরুদক হল
Ans: নাইট্রোজেন পেন্টক্সাইড (N₂O₃)
209. জল দ্বারা অতি সহজেই আক্রান্ত হয়
Ans: সোডিয়াম
JOIN TELERAM - https://t.me/MackTrick01
210. কোন ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না?
Ans: তামা
211. নীচের কোনটি টাইপ মেটালের উপাদান?
Ans: সিসা
212. রাস্তার হলুদ বাতিতেকোন গ্যাস ব্যবহৃত হয়?
Ans: সোডিয়াম
213. কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত?
Ans: রেয়ন
214. লাইম ওয়াটারে কি আছে?
Ans: ক্যালশিয়াম হাইড্রক্সাইড
To purchase these notes in PDF , https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG
Post a Comment