এক নজরে HISTORY ----বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli ---- Part 3
131) কোন্ মারাঠা রাষ্ট্রনেতা 1802 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর বেসিনের সন্ধি স্বাক্ষর করেন?
[Combined Defence Service - 2021]
Answer - দ্বিতীয় বাজীরাও
132)"অমরা নায়কা' ব্যবস্থা ভারতের কোন সাম্রাজ্যবাদী শাসকদের অসাধারণ রাজনৈতিক উদ্ভাবন ছিল?
[Combined Defence Service - 2021]
Answer - বিজয়নগর
133) ফ্রাঙ্কোইস বার্নিয়ে কার চিকিৎসক ছিলেন?
[Combined Defence Service - 2021]
Answer - যুবরাজ দারাশিকো
134) নিম্নের ব্রিটিশ সংস্থাগুলির মধ্যে কোনটি সুরজমূল ও নাগরমুল গোষ্ঠী দ্বারা গ্রহণ করা হয়েছিল?[Combined Defence Service - 2021]
Answer - ম্যাকলিউড
135) রায়তওয়ারি বন্দোবস্তু সম্পর্কে নিম্নের কোন্ বিবৃতিটি সঠিক নয়?
[Combined Defence Service - 2021]
Answer: এই ব্যবস্থায় 30 বছরের জন্য কর চুক্তি হয়েছিল।
New Notes & PDF – 7003600355
136) ব্রিটিশ ভারতীয় চিকিৎসা পরিষেবা (British In dian Medical service) সম্পর্কে নিচের কোন্ বিবৃতিটি সঠিক নয়?
[Combined Defence Service - 2021]
Answer - ভারতীয়রা এখানে কখনো ভর্তি হতে পারত না।
137) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে চিনে তার একচেটিয়া বাণিজ্যাধিকার হারায়?
[Combined Defence Service - 2021]
Answer - 1833
138) অসহযোগ আন্দোলন কোন্ সালে সাময়িকভাবে মূলতবী রাখা হয়েছিল.
Answer - 1922
139) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে?
[W.B.C.S Preli-19]
Answer - উমেশ চন্দ্র ব্যানার্জি
140) "ইন্ডিয়ান ইনডিপেন্ডেস লীগ'- কে প্রতিষ্ঠা করেন?
Answer - রাসবিহারী বসু
141) হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন্ ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? [W.B.C.S Preli-19]
Answer -মিন্টোমরলে রিফর্মস
142) ভারতের জাতীয় কংগ্রেস কোন্ অধিবেশনে 'পূর্ণ স্বাধীনতা' অর্জনকে লক্ষ্য রূপে
ঘোষণা করেছিল?[W.B.C.S Preli-19]
Answer - লাহোর, 1929
143) সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে?
[PSC Misc'20]
Answer – ধোলাভিরা
JOIN TELERAM - https://t.me/MackTrick01
144) 'মোপলা' অভ্যুত্থান ছিল মূলত একটি-
[PSC Misc'20]
Answer কৃষক আন্দোলন
145) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তাঁর বিধবা-বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন?[PSC Misc'20]
Answer - পরাশর সংহিতা
146) কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
[WBCS Preli '20]
Answer - মহাত্মা গান্ধী
147) খোদা-ই-খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
[WBCS Preli '20]
Answer - খান আব্দুল গফফর খান
148) কে আলাই দরওয়াজা-র নির্মাতা কে?
[WBCS Preli '20]
Answer - আলাউদ্দিন খিলজী
149) কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়?
[WBCS Preli '20]
Answer - আইন অমান্য আন্দোলন
150) 'রাজতরঙ্গিনী'-র রচয়িতা কে?
[WBCS Preli '20]
Answer কলহন
151) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল?
[WBCS Preli '20]
Answer - সূর্য সেন
152) কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন
[WBCS Preli '20]
Answer মোরারজি দেশাই
153) 'গরিবি হঠাও' শ্লোগানটি প্রথম দিয়েছিলেন-
Answer - ইন্দিরা গান্ধী
154) কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবী ঘোষিত হয়?
[WBCS Preli '20]
Answer - লাহোর কংগ্রেস
155) নিম্নলিখিত কোন ঐতিহাসিক "The wonder that was India' গ্রন্থটির রচয়িতা?
[WBCS Preli '20]
Answer - এ. এল. ব্যাসম
New Notes & PDF – 7003600355
156) কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন?
[WBCS Preli '20]
Answer - জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে
157) আদি ঋক্ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়?
[WBCS Preli '20]
Answer – সভা ও সমিতি
158) দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে?
[WBCS Preli '20]
Answer - বিনায়ক দামোদর সভারকর
159) 'গদর' শব্দের অর্থ কী?
[WBCS Preli '20]
Answer - বিপ্লব
160) 'ইলবার্ট বিল' বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল?
[WBCS Preli '20]
Answer - লর্ড রিপন
161) কোন সংবাদপত্রে 'বয়কট' সর্বপ্রথম ঘোষিত হয়?
Answer - সঞ্জীবনী
162) কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘঠিত হয়? [WBCS Preli '20]
Answer - 1191 খ্রিস্টাব্দ
163) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 'লোকনায়ক' বলে পরিচিত?
[ICDS (Supervisor)'19]
Answer - জয়প্রকাশ নারায়ণ
164) আগ্রা দুর্গ তৈরি করেছিলেন-
[ICDS (Supervisor)'19]
Answer - আকবর
165) 'ভারত ছাড়ো' আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন-
[ICDS (Supervisor) '19]
Answer - লিনলিথগো
166) ভারতে আসার সমুদ্রপথ কে প্রথম আবিষ্কার করেন? [ICDS (Supervisor) '19]
Answer - ভাস্কো-ডা-গামা
JOIN TELERAM - https://t.me/MackTrick01
167) ভাস্কো-ডা-গামা ছিলেন-[ICDS (Supervisor) '19]
Answer – পর্তুগীজ
168) 'সাঁচী' বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন্ রাজ্যে রয়েছে?
[ICDS (Supervisor)' 19]
Answer - মধ্যপ্রদেশ
169) বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন?
[WBP SI'18]
Answer - প্রফুল্ল চাকী
170) নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল?
[WBP SI'18]
Answer - রাউলাট অ্যাক্ট
171) নিম্নের কোন্ ব্যক্তি 'দীন-ই-ইলাহী'র সদস্য ছিলেন?
Answer - রাজা বীরবল
172) হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন? [WBP SI'18]
Answer - ইয়ং বেঙ্গল মুভমেন্ট-এর সাথে।
173) ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি?
Answer - এ আই টি ইউ সি
174) বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন-
[Food (SI)'19]
Answer - অশোক
175) কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়ান হয়েছিল?
[WBP Lady Constable '18]
Answer - কুশিনগর
176) কিসের জন্য গান্ধীজী অসহযোগ আন্দোলন (Non-Cooperation movement) বন্ধ করে
দিয়েছিলেন?
[WBP Lady Constable'18]
Answer - চৌরিচৌরার ঘটনা
New Notes & PDF – 7003600355
177) আইন-ই-আকবরী' গ্রন্থটি কে রচনা করেছিলেন?
[WBP Lady Constable'18]
Answer - আবুল ফজল
178) 'এ প্যাসেজ টু ইন্ডিয়া' বইটি কার লেখা?
[WBP Lady Constable'18]
Answer - হি. এর. ফস্টার
179) বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত 'বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়' (university) তৈরি করেছিলেন?
[WBP Lady Constable'18]
Answer - ধর্মপাল
180) সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল-
[WBCS Preli'18]
Answer - ফরওয়ার্ড ব্লক
181) কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন?
[WBCS Preli'18]
Answer মেগাস্থিনিস
182) গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন?
[WBCS Preli'18]
Answer - সারনাথ
183) মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল-
[WBCS Preli'18]
Answer - পাকিস্তান প্রস্তাব গ্রহণ
184) গ্রীক লেখকদের রচনায় কাকে 'স্যান্দ্রোকোট্টস' বলা হয়েছে?[WBCS Preli 18]
Answer - চন্দ্রগুপ্ত মৌর্য
185) বৃহৎসংহিতা' গ্রন্থের রচয়িতা কে?
[WBCS Preli'18]
Answer - বরাহমিহির
186) মুসলিম লীগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেননা-
[WBCS Preli'18]
Answer - পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছ
187) কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণর জন্য বিখ্যাত?
[WBCS Preli'18]
Answer অমলেশ ত্রিপাঠী
188) 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন?
[WBCS Preli'18]
Answer পুলিন দাস
189) কিতাব-উল-হিন্দ কার রচনা?
[WBCS Preli'18]
Answer - আল বিরুনি
JOIN TELERAM - https://t.me/MackTrick01
190)1857-র বিদ্রোহের সময় লক্ষ্ণৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন-[WBCS Preli'18]
Answer বেগম হজরৎ মহল
191) কোন গুপ্ত শাসক হুণ আক্রমণ প্রতিহত করেছিলেন?[WBCS Preli'18 ]
Answer - স্কন্দগুপ্ত
192) ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর-এর জন্য 1946 সলে 'Break down Plan' প্রস্তাব করেন-
[WBCS Preli'18]
Answer - ভাইসরয় লর্ড ওয়াভেল
193) ইন্ডিয়ান ইনডিপেনডেন্স লীগ' প্রতিষ্ঠা করেন-
Answer - রাসবিহারী বোস
194) কে 'গঙ্গাইকোগুচোল' উপাধি ধারণ করেন?
[WBCS Preli'18]
Answer - প্রথম রাজেন্দ্র
195) 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"
[WBCS Preli'18]
Answer - ভাইসরয় লর্ড লিনলিথগো
196) স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন-[WBCS Preli'18]
Answer - জে বি কৃপালিনী
197) কে চাহলগানী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন?
[WBCS Preli'18]
Answer – গিয়াসুদ্দিন বলবন
New Notes & PDF – 7003600355
198) কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন?
[WBCS Preli'18]
Answer – আলাউদ্দিন খলজি
199) কে কুতুবমিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন?
[WBCS Preli'18]
Answer – ইলতুৎমিস
200) উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? [CISF AC (EXE) LDCE-2021]
Answer – সপ্তদশ শতাব্দীতে
JOIN TELERAM - https://t.me/MackTrick01
201) দুই দশক পরে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে মহাত্মা গান্ধি ভারতে কোথায় এবং কখন প্রকাশ্যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন? বিকল্পসমূহ-
[National Defence Academy - 2021]
Answer – চম্পারণ 1917
202) কখন এবং কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস 'পূর্ণ স্বরাজ' অর্থাৎ পূর্ণ স্বাধীনতার দাবি জানায়?
[National Defence Academy - 2021]
Answer – লাহোর, 1929
203)1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের দ্বারা ক্ষমতাচ্যুত হওয়া সরকারের প্রধান কে ছিলেন?
বিকল্পসমূহ-
[National Defence Academy - 2021]
Answer – আলেকজান্ডার কেরেনস্কি
204) নিম্নের কোন্ কেন্দ্রগুলি সিন্ধু সভ্যতার শেল ভিত্তিক উৎপাদন কেন্দ্র ছিল?
[CISF AC (EXE.) LDCE – 2021]
Answer – বালাকোট এবং নাগেশ্বর
To purchase these notes in PDF , https://chat.whatsapp.com/EHyyEb9ulIrImqKg61RVtG
Post a Comment