WBCS(Preliminary)-2019

WBCS(Preliminary)-2019

1)কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?
উ:1823 খ্রীঃ।
2)'উডের নির্দেশনামা' কবে প্রকাশিত হয়?
উ:1854 খ্রীঃ।
3)'একেশ্বরবাদীদের প্রতি' পুস্তিকাটি কে রচনা করেন?
উ:রাজা রামমোহন রায়।
4)বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উ:মির নিশার আলি (তিতুমীর)
5)কে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন?
উ:শাহ ওয়ালিউল্লাহ।
6)বিহারে মহাবিদ্রোহের প্রধান  নেতা কে ছিলেন?
উ:কুনওয়ার সিং।
7)গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত?
উ:রেলপথের প্রসার।
8)"বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস" কে প্রতিষ্ঠা করেন?
উ:আচার্য প্রফুল্লচন্দ্র রায়(1892 খ্রীঃ)
9)ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়  কারা প্রতিষ্ঠা করেন?
উ:আচার্য ধন্দ কেশব কার্ভে ও শ্রীমতি থ্যাকারসে।(1916 খ্রীঃ বোম্বেতে)।
10)ইন্ডিয়ান লীগ  কে প্রতিষ্ঠা করেন?
উ:শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ(1875 খ্রীঃ।
11)ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উ:লর্ড ওয়েলেসলী(1800 খ্রীঃ)
12)গ্রামীণ সাংবাদিকতার জনক কাকে বলা হয়?
উ:হরিনাথ মজুমদার।
13)প্রথম সনদ আইন (চার্টার অ্যাক্ট) কবে পাশ হয়?
উ:1793 খ্রীঃ।
14)"বাঙ্গাল গেজেটি" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ:গঙ্গাকিশোর ভট্টাচার্য।
15)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয়  উপাচার্য কে ছিলেন?
উ:স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
16)কোন সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শিক্ষার জন্য ব্যয়  এক লক্ষ টাকা বরাদ্দ করেছিল?
উ:1813 খ্রীঃ সনদ আইনে।
17)"ইতিহাসমালা" গ্রন্থটি কার লেখা?
উ:উইলিয়াম কেরি।
18)'দামিন-ই-কোহ' শব্দের অর্থ কী?
উ:পাহাড়ের প্রান্তদেশ।
19)সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো।
উ:সিধু, কানহু, চাঁদ, ভৈরব, ডোমন মাঝি।
20)কোন বিদ্রোহের অন্যতম কারণ ছিল "তীর্থ কর"?
উ:সন্ন্যাসী ফকির বিদ্রোহ।

Post a Comment

Previous Post Next Post