বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও তার ব্যবহার...

☞ মিটার সেকল → দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র
☞ ভার্নিয়ার স্কেল → দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ)
☞ স্লাইড ক্যালিপার্স → বস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহির্ব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়
☞ স্প্রিং নিক্তি → সরাসরি বস্তর ওজন নির্ণায়ক
☞ তুলা যন্ত্র → খুব অল্প পরিমাণ জিনিসের ভর সুক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র
☞ জাইরোকম্পাস → জাহাজের দিক নির্ণায়ক
☞ অডিও মিটার → শব্দের তীব্রতা নির্ণায়ক
☞ অডিও ফোন → কানে দিয়ে শোনার যন্ত্র
☞ সিসমোগ্রাফ → ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র
☞ রিখটার স্কেল → ভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেলএ স্কেলে ১ থেকে ১০ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়১৯৩৫ সালে সি. এফ. রিখটার এটি আবিষ্কার করেন
☞ রেইনগেজ → বৃষ্টি পরিমাপক যন্ত্র
☞ সেক্স্রট্যান্ট → সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র
☞ ক্রোনোমিটার → দ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র
☞ অ্যাক্সিলারোমিটার → ত্বরণ পরিমাপক যন্ত্র
☞ স্প্রিডোমিটার → দ্রুতি পরিমাপক যন্ত্র
☞ ভেলাটোমিটার → বেগের পরিমাণ নিণায়ক
☞ অ্যানিমোমিটার → বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র
☞ ওডোমিটার → মোটর গাড়ির গতি নির্ণায়ক
☞ ট্যাকোমিটার → উড়োজাহাজের গতি নির্ণায়ক
☞ অলটিমিটার → উচ্চতা নির্ণায়ক
☞ ফ্যাদেমিটার → সমুদ্রের গভীরতা নির্ণায়ক
☞ ম্যানোমিটার → গ্যাসের চাপ নির্ণায়ক
☞ ব্যারোমিটার → বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক
☞ এনোমোমিটার → বায়ুর গতিবেগ মাপক যন্ত্র
☞ হাইগ্রোমিটার → বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র
☞ হাইড্রোমিটার → তরলের আপেক্ষিক গুরত্ব বা ঘনত্ব নির্ণায়ক
☞ ল্যাক্টোমিটার → দুধের বিশুদ্ধতা নির্ণায়ক
☞ হাইড্রোফোন → পানির তলায় শব্দ নিরুপণ যন্ত্র
☞ ক্যালরিমিটার → তাপ পরিমাপক যন্ত্র
☞ থার্মোমিটার → উষ্ণতা পরিমাপক যন্ত্র
☞ থার্মোস্ট্যাট → ফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদিতে সি’র তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র
☞ পাইরোমিটার → তারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক
☞ টেনসিওমিটার → তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র
☞ অ্যামিটার → বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র
☞ গ্যালভানোমিটার → সুক্ষ্ম মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র
☞ ওহম মিটার → পরিবাহীর রোধ নির্ণায়ক
☞ ভোল্ট মিটার → বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র
☞ ইলেক্ট্রফেরাস → বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্র
☞ ভ্যানডিগ্রাফ → বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র
☞ তড়িৎবীক্ষনযন্ত্র/ই্‌লেক্ট্রোস্কোপ→ কোন বস’তে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণায়ক
☞ স্ফিগমোম্যানোমিটার → মানবদেহের রক্তচাপ নির্ণায়ক
☞ স্টেথোস্কোপ → হৃৎপিন্ড ও ফুসফুসের শব্দ নিরুপক যন্ত্র
☞ কার্ডিওগ্রাফ → হৃৎপিন্ডের গতি নির্ণায়ক
☞ ক্রেস্কোগ্রাফ → উদ্ভিদের গতি নির্ণায়ক
☞ ইনকিউবেটর → ডিম থেকে বাচ্চা ফুটানোর যন্ত্র
☞ ড্রেজার → পানির নিচে মাটি কাটার যন্ত্র
☞ পাওয়ার থ্রেসার → ধান মাড়াইয়ের মেশিন
[01/10, 16:17] Arup Karmakar: ১.প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি
এবং কী কী?
উঃ ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল
(৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন।
২.প্রশ্নঃ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের
মর্যাদা হারায়?
উঃ প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।
৩.প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা
কত?
উঃ ৪৯টি।
৪.প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি।
৫.প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৬.প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৭.প্রশ্নঃ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৮.প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উঃ শুক্র।
৯.প্রশ্নঃ সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উঃ বুধ ও শুক্র গ্রহের।
১০.প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে
বেশি?
উঃ শনির (২২টি)।
১১.প্রশ্নঃ বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ৮৮ দিনে।
১২.প্রশ্নঃ বুধের ব্যাস কত?
উঃ ৪৮৫০ কি.মি.।
১৩.প্রশ্নঃ শুক্রের ব্যাস কত?
উঃ ১২,১০৪ কি.মি.।
১৪.প্রশ্নঃ শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ২২৫ দিনে।
১৫.প্রশ্নঃ শুক্র কী নামে পরিচিত?
উঃ শুকতারা বা সন্ধ্যা তারা।
১৬.প্রশ্নঃ পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?
উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।
১৭.প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?
উঃ প্রায় ১২,৬৬৭ কি.মি.।
১৮.প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
উঃ চাঁদ।
১৯.প্রশ্নঃ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?
উঃ ৩,৮৪,০০০ কি.মি.।
২০.প্রশ্নঃ চাঁদের ব্যাস কত?
উঃ ২,১৬০ মাইল।
২১.প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উঃ ৭.৭ কোটি কি.মি.।
২২.প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড়
ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?
উঃ ২১ জুন।
২৩.কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত
সবচেয়ে বড় থাকে?
উঃ ২২ ডিসেম্বর।
২৪.কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান
থাকে?
উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
২৫.বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ৪,৩৩৩ দিনে।
২৬.বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে?
উঃ ১৬ টি।
২৭.সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উঃ প্রায় ১৪ কোটি ৮৮ লাখ বর্গ কি.মি.।
২৮.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময়
লাগে?
উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।
২৯.ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়?
উঃ ১৭৮১ সালে।
৩০.ইউরেনাস কে আবিষ্কার করেন?
উঃ উইলিয়াম হার্শেল।
[01/10, 16:19] Arup Karmakar: # বিভিন্ন_রাজ্যের_প্রাদেশিক_নৃত্য ::---****
১। পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ছৌ , যাত্রা , কাঠি , গম্ভীরা , ঢালি , মহল , কীর্তন ।
২। জম্মু ও কাশ্মীরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ রাউফ , হিকাট , চাকরী , কুদডান্ডি নাচ , ডামালি , হেমিসগাম্পা ।
৩। বিহারের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ যাতাযতীন , বিদেশিয়া ।
৪। ওড়িশার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ডালখই , ডান্ডনাটে , ঘুমরা , রনপা , ছাডায়া , ওড়িশি , সাভারি , বাহাকাওয়াটা ।
৫। মিজোরামের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ চিরাও , বাঁশ নৃত্য , লাম , কুয়াল্লাম , চেরোকান ।
৬। মণিপুরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মহারাসসা , মণিপুরি , কাবুই ।
৭। উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ কত্থক , চাপ্পেলী , রাসলীলা , নওটাংকি , করণ , জইতা , কাজরী , কুমাওন ।
৮। অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ভিথিভাগবাথাম , ওট্টম থেডাল , কুচিপুডি , কোট্টাম , মোহিনীআট্টাম ।
৯। মধ্যপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ পান্ডভানী , মাচা , লোটা ।
১০ । পাঞ্জাবের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গিড্ডা , ভাংড়া , ধামান , ডাফ ।
১১। হরিয়ানার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ঝুমুর , সয়াংগ , লুর , গাগর , খোর ।
১২। মেঘালয়ের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ নংক্রেম , লাহো ।
১৩। হিমাচল্প্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মুঞ্জরা , গিড্ডা পারহাউন , কায়াঙ্গা ।
১৪ । গুজরাটের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ টিপ্পানি , ডান্ডিয়ারাস , গারবা , রাসিলা , ভাবাই , গরমা ।
১৫ । তামিলনাড়ুর প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ভরতনাট্টম , কোলাট্টাম , কুম্মি , থেরুকোট্টু , তেরাতলি , কারাগাম , কাভাডি ।
১৬ । গোয়ার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ফুগডি , ঢালো , ডেকানি , মান্ডো , কুম্বি ।
১৭। মহারাষ্ট্রের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ তামাশা , দাহিকালা , লেজিম , লাবনী , কোলি , গাফা , নাকাতা ।
১৮ । কর্ণাটকের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ইয়কসোগানা , সুজ্ঞি , করগা , লাম্বি , কুনিথা ।
১৯। অসমের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ বিহু , ওংকিয়ানাট , নাটপূজা , কোঙ্গালি , তাবাল চোঙ্গলি , বাগুরুম্বা ।
২০। কেরলের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ওপান্না , কথাকলি , চাকিয়ারকুথু , ওট্টাম থুল্লাল , মোহিনীঅট্টম , চাতিট্টি নাথাকাম , কাইকোট্টী কাল্লি , থেইয়াম , কোডীয়াট্টাম , মুডিভেট্টু , তুল্লাল , তাপ্পাত্রীকালি , কৃষ্ণানাট্টাম ।
২১। রাজস্থানের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গানগোর , চামার গিনাদ , ঝুলনলীলা , কায়ান গা বাজাভাঙ্গা , খাইয়াল , ভাবাই , ঘুমর , পানিহারি , ছারি , ঝুমা , সুইসিনি , কাচ্চি গোরি ।
২২। ত্রিপুরার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গরিয়া , ঝুম , বিজু , চের , হাই-হক , ওয়াঙ্গালা ।
২৩ । বিহু নৃত্যের ধরন কি কি ?
উঃ রঙ্গোলী , ভোগালী , কাঙ্গালী ।
২৪ । গামবুট ড্যান্স কোথাকার প্রচলিত নৃত্য ?
উঃ সাউথ আফ্রিকা ।
২৫ । হিপ হপ ড্যান্স কোথাকার নৃত্য ?
উঃ উত্তর আমেরিকা ।
[01/10, 16:19] Arup Karmakar: *কয়েকটি সাধারণ বিঞ্জানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর*
​✪ জলের ঘনত্ব সর্বোচ্চ হয়-?
​- ৪°C
​✪ হাইড্রোজেন আবিষ্কার কে করেন?
​- কেভেন্ডিস।
​✪ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
​- শূন্য।
​✪ প্রোডিউসার গ্যাস কী?
​- CO+N2
​★ ওয়াটার গ্যাস কী?
​- CO+H2
​✪ আপেক্ষিকতাবাদ তত্ত্বটির প্রবক্তা কে?
​- আইনস্টাইন।
​✪ কোষচক্রের দীর্ঘতম দশাটির নাম কী?
​- ইন্টারফেজ।
​✪ রক্তে জলের পরিমান?
​- ৯০-৯২ %
​✪ RH ফ্যাক্টর কে আবিষ্কার করেন?
​- ল্যান্ড স্টেইনার ও উইনার।
​✪ মানুষের নাইট্রোজেন বিহীন দুটি রেচন পদার্থের নাম?
​- কিটোন বডি ও CO2
​✪ মানুষের মূত্রের Ph-এর মান কত?
​৫-৮
​✪ শব্দের কম্পাঙ্কের একক কী?
​- হার্জ।
​✪ তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী কোনটি?
​- অভ্র।
​✪ অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হয়?
​- লাল।
​✪ মানবদেহের কোন অঙ্গকে "মিরর অব ডিসিজ" বলা হয়?
​- জিহ্বা।
​✪ S.I পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত?
​৮০ ক্যালোরি/গ্রাম
​✪ হীরাকে খুব চকচকে দেখানোর কারণ কী?
​- আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
​✪ পাকরসের প্রধান উৎসেচকটি কী?
​- পেপসিন।
​✪ সালোকসংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়?
​- স্ট্রোমায়।
​✪ ১ আলোকবর্ষ = ?
​9.46 × 10¹² কিমি
​✪ দার্শনিকের উলের রাসায়নিক নাম কী/
​- জিঙ্ক অক্সাইড (ZnO)
​✪ কেরাটোম্যালেসিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
​- ভিটামিন A এর অভাবে।
​✪ সিলিকন কী তৈরিতে ব্যবহৃত হয়?
​- আই সি (IC) চিপস/ Integrated Chips
​✪ কোন যন্ত্রের সাহায্যে আমরা প্রবাহী তড়িতের ক্ষমতা মাপতে পারি?
​- অ্যামমিটার।
​✪ ওয়েলডিং করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
​- অ্যাসিটিলিন।
​✪ পরিণত মানুষের হৃতপিন্ডের ওজন কত?
​- ২৫০-৩০০ গ্রাম।
​✪ সমুদ্রের জলে সব থেকে বেশী কী থাকে?
​- ক্লোরিন।
​✪ বাস্তুতন্ত্রএর অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদগোষ্ঠীকে কী বলা হয়?
​- ফ্লোরা।
​✪ বায়ুতে Co2 এর পরিমান কত?
​- ০.০৩%
​✪ ক্লোরোফ্লুরো কার্বন (CFC)-এর দুইটি উৎস হল?
​- জেট প্লেন, রেফ্রিজারেটর।
[01/10, 16:19] Arup Karmakar: মানুষের চোখের পাতা গড়ে কত সেকেন্ড পর পলক দেয়?
____৬ সেকেন্ড
-
সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই?
____ভিটামিন ডি
-
মোটামুটি ভাবে সম্পূর্ণ খাদ্য বলা হয়ে থাকে?
____দুধকে।
-
কফিতে কোন উপাদান থাকায় তা খেলে ঘুম হয় না?
____ক্যাফেইন
-
কোন হরমোনের কারনে ফুল ফোটে?
____ফ্লোরিজেন
-
একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
____৪ টি।
-
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
____শূন্যতায়।
-
সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে?
____৬ টি
-
কচুতে কোন ধরনের উপাদানের কারনে কচু খেলে গলা চুলকায়?
____ক্যালসিয়াম অক্সালেট
-
আকাশে রংধনু সৃস্টির প্রধান কারন কি?
____বৃস্টির কণা।
[01/10, 16:20] Arup Karmakar: 1.জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয়
 অনুপ্রস্থ তরঙ্গ ।
2.শুন্য মাধ্যমে শব্দের বেগ
শুন্য ।
3.স্বাভাবিক অবস্থায় জলে শব্দের দ্রুতি –
 ১৪৫০ মি./সে. ।
4.ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ
২০ Hz
5.প্রেসার কুকারের মূলনীতি
 চাপে জল বেশী তাপমাত্রায় ফুটে ।
6.বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে
রঙের উপর ।
7.ফ্রেয়নের রাসায়নিক নাম
ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন
8.ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে
 (- ৪০ ডিগ্রী ) তাপমাত্রায় ।
9.থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ
অল্প তাপে আয়তন বৃদ্ধি পায় ।
10.তরঙ্গ দৈর্ঘ্য বেশি –
 লাল আলোর ।
11.তরঙ্গ দৈর্ঘ্য কম –
 বেগুনী আলোর ।
12.বিক্ষেপণ কম –
 লাল আলোর ।
13.সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ –
গামা রশ্মি ।
14.সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ –
 বেগুণী রশ্মি ।
15.ডি. সি. প্রবাহ পাওয়া যায় –
ব্যাটারি থেকে ।
16.অপটিক্যাল ফাইবারে ডাটা পাস এর কাজে ব্যবহৃত হয়  পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ।
17.ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু –
ট্রানজিস্টরের আবিস্করের সময় ।
18.ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ দেয়া হয়
সিজিয়াম দিয়ে ।
20.তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে আবিস্কার করেন?
হেনরিখ রুডলফ হার্জ
21.' নটিক্যাল মাইল ' কিসের একক?
জলপথে দূরত্বের একক
22. কাঁচি কি ধরনের লিভার?
প্রথম শ্রেনীর
23. স্টেনলেস স্টিল-কীসের মিশ্রনে তৈরি হয়?
স্টিল, ক্রোমিয়াম ও নিকেল
24.চিনিকে বিবর্ণ করতে কোন কাঠকয়লা ব্যাবহার করা হয়?
অস্থি কয়লা
[01/10, 16:21] Arup Karmakar:  Blood Platelets 
 Blood Platelets Count : 2,00,000 – 4,00,000 / cubic mm
 Haemoglobin (a) In Male : 14 – 15.6 gm / 100 c.c. of blood(b)In Female : 11 – 14 gm / 100 c.c. of blood
 Hb Content in Body 500 – 700 gm
 Universal Blood Donor:  O Rh -ve
 Universal Blood Recipient : AB
 Blood Clotting Time: 2 – 5 minutes
 Average Body Weight: 70 kg
Normal Body     Temperature : 98.4° F or 37° C
 Breathing Rate : 16 – 20 / minute
 Dental Formula Adult : 2123 / 2123 = 32;
 Child : 22 Milk Teeth
 Largest Endocrine Gland : Thyroid
 Gestation Period 9 months (253 – 266 days)
 Normal Heart Beat” 72 – 75 / minute
 Largest Gland : Liver
 Largest Muscle in the Body Gluteus maximus (Buttock Muscle)
 Largest Artery:  Abdominal Aorta
 Largest Vein:  Inferior Venacava
 Largest W.B.C : Monocyte
 Smallest W.B.C : Lymphocyte
 Longest Nerve : Sciatic
 Longest Cell : Neuron (Nerve Cell)
 Menstrual Cycle : 28 days
 Menopause Age : 45 – 50 Years
 Minimum Distance for proper vision : 25 cm
 Pulse Rate 72 / minute.
 Normal Sperm Count 200 – 350 million / ejaculation.
 FSR (normal Erythrocyte Sedimentation rate) 4 – 10 min / hr
 pH of Gastric Juice : 1.4
 pH of Urine : 6.0
 pH of Blood: 35 – 7.45
 pH of Bile : 7.5
 pH of Pancreatic Juice : 8.5
 Total Number of Muscles in the Body: 639
 Total Number of Bones in the Body : 206
 Largest Organ of Human Body:  Skin
 Normal B.P 120 / 80 mm Hg
 Number of R.B.C (a) In Male : 4.5 – 5.0 million / cubic mm.(b) In Female : 4.0 – 4.5 million / cubic mm
 Life Span of R.B.C : 120 days
 Normal W.B.C Count 5000 – 1000 / cubic mm
 Life Span of W.B.C : 3 – 4 days
=================
[01/10, 16:27] Arup Karmakar: সাদা বাঘ প্রথম কোথায় দেখা যায়?
উঃ মেঘালয়ের জয়ন্তিকা পাহাড়ে।
উড়তে অক্ষম পাখি কোনটি?
উঃ উট পাখি।
সবচেয়ে বড় শিকারী পাখি কোনটি?
উঃ ক্যানডোর।
দ্রুততম পাখি কোনটি?
উঃ সুইফট বার্ড
সর্ববৃহৎ পাখি কোনটি?
উঃ উট পাখি।
সর্ববৃহৎ সামুদ্রিক পাখি কোনটি?
উঃ আল বাটোস
সবচেয়ে ছোট পাখি কোনটি?
উঃ হামিং বার্ড
যে পাখি কখনও বাসা তৈরী করে না?
উঃ কোকিল।
সবচেয়ে দ্রুতগামী সাপ কোনটি?
উঃ আফ্রিকার কালো সাপ
সবচেয়ে লম্বা সাপ কোনটি?
উঃ আনাকোন্ডা
সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি?
উঃ কিং কোবরা
মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রানীকে?
উঃ উট।
প্লাটিপাস কোথায় পাওয়া যায়?
উঃ দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমেনিয়া।
সাগর গাভী নামে পরিচিত কোন প্রাণী?
উঃ ডুগং।
কোন পশু শব্দ করতে পারে না?
উঃ জিরাফ।
পৃথিবীর শ্রেষ্ঠ মেষ চারণ ক্ষেত্র কোনটি?
উঃ মধ্য কুইন্সল্যান্ড
#50_NATIONAL_PARKS_IN_INDIA
[1] Anshi National Park --- Karnataka
[2] Bandipur National Park --- Karnataka
[3] Bannerghatta National Park --- Karnataka
[4] Balphakram National Park --- Meghalaya
[5] Bandhavgarh National Park --- Madhya Pradesh
[6] Betla National Park --- Jharkhand
[7] Bhitarkanika National Park --- Odisha
[8] Blackbuck National Park, Velavadar ---Gujarat
[9] Buxa Tiger Reserve ---West Bengal
[10] Campbell Bay National Park --- Andaman Nicobar Islands
[11] Chandoli National Park --- Maharashtra
[12] Dachigam National Park --- Jammu and Kashmir
[13] Darrah National Park --- Rajasthan
[14] Desert National Park --- Rajasthan
[15] Dibru-Saikhowa National Park --- Assam
[16] Dudhwa National Park ---Uttar Pradesh
[17] Eravikulam National Park --- Kerala
[18] Galathea National Park --- Andaman and Nicobar Islands
[19] Gangotri National Park --- Uttarakhand
[20] Gir Forest National Park --- Gujarat
[21] Gorumara National Park --- West Bengal
[22] Govind Pashu Vihar Wildlife Sanctuary --- Uttarakhand
[23] Great Himalayan National Park --- Himachal Pradesh,
[24] Gugamal National Park --- Maharashtra
[25] Guindy National Park --- Tamil Nadu
[26] Gulf of Mannar Marine National Park ---Tamil Nadu
[27] Hemis National Park -- Jammu & Kashmir
[28] Harike Wetland ------- Punjab
[29] Hazaribagh National Park ------- Jharkhand
[30] Indira Gandhi National Park -------- Tamil Nadu
[31] Indravati National Park ------- Chhattisgarh
[32] Jaldapara National Park ------- West Bengal
[33] Jim Corbett National Park -------- Uttarakhand
[34] Kalesar National Park ------ Haryana
[35] Kanha National Park ------- Madhya Pradesh
[36] Kanger Ghati National Park ----Chhattisgarh
[37] Kasu Brahmananda Reddy National Park---Telangana
[38] Kaziranga National Park ------ Assam
[39] Keibul Lamjao National Park ------ Manipur
[40] Keoladeo National Park --------- Rajasthan
[41] Khangchendzonga National Park ------- Sikkim
[42] Kishtwar National Park ---- Jammu and Kashmir
[43] Kudremukh National Park ------- Karnataka
[44] Madhav National Park ------- Madhya Pradesh
[45] Mahatma Gandhi Marine National Park ---Andaman
[46] Mahavir Harina Vanasthali National Park---- Telangana
[47] Manas National Park ------ Assam
[48] Mandla Plant Fossils National Park ---Madhya Pradesh
[49] Marine National Park, Gulf of Kutch ---Gujarat
[50] Mathikettan Shola National Park ------- Kerala
#collected
[ Important National Highways in India: GK
NH-1 : Jalandhar – Uri : 663 KMNH-1A : New Delhi-Ambala-Jalandhar-Amritsar : 456 KMNH-2 : Delhi-Mathura-Agra-Kanpur-Allahabad-Varanasi-Kolkata : 1465 KMNH-3: Agra-Gwalior-Nasik-Mumbai : 1161 KMNH-4: Thane and Chennai via Pune and Belgaun : 1235 KMNH-5: Kolkata – Chennai :1533 KMNH-6: Kolkata – Dhule : 1949 KMNH-7: Varanasi – Kanyakumari : 2369 KMNH-8 : Delhi-Mumbai-(vai Jaipur, Baroda and Ahmedabad) : 1428 KMNH-9 : Mumbai-Vijaywada : 841 KMNH-10 : Delhi-Fazilka : 403 KMNH-11 : Agra- Bikaner : 582 KMNH-12 : Jabalpur-Jaipur : 890 KMNH-13 : Sholapur-Mangalore : 691 KMNH-15 : Pathankot-Samakhiali : 1526 KMNH-17 : Panvel-Edapally : 1269 KMNH-22 : Ambala-Shipkitr : 459 KMNH-28 : Lucknow-Barauni : 570 KMNH-31 : Barhi-Guwahati : 1125 KMNH-37 : Panchratna (near Goalpara) – Saiknoaghat : 680 KMNH-44 : Shillong-Sabroom : 630 KMNH-49 : Cochin-Dhanshkodi : 440 KMNH-52 : Baihata-Junction NH-47 :(near Saikhoaghat) : 850 KMNH-58 : Delhi-Mana : 538 KMNH-65 : Ambala-Pali : 690 KMNH-75 : Gwalior-Ranchi : 955 KMNH-76 : Pindwara-Allahabad : 1007 KMNH-78 : Katni-Gumla : 559 KMNH-86 : Kanpur-Dewas : 674 KMNH-91 : Ghaziabad-Kanpur : 405 KMNH-150 : Aizawl-Kohima : 700 KMNH-200 : Raipur-Chandikhal : 740 KMNH-205 : Ananthapur-Chennai : 442 KMNH-209 : Dindigul-Bengaluru : 456 KMNH-211 : Solapur-Dhule : 400 KMNH-217 : Raipur-Gopalpur : 508 KMNH-220: Kollam (Quilon)-Teui : 265 KM
2. জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে ?
Ans. ১৯৭৫ সালে ।
3. ইলেকট্রনিক্স শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে ?
Ans. দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ।
4. ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল ?
Ans. ১৮৩০, তামিলনাড়ুর পোর্টোনোভা ।
5. বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরী সহযোগিতায় গড়ে তোলা হয়েছে ?
Ans. পূর্বতন সোভিয়েত ইউনিয়্ন ।
6. ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারী লৌহ-ইস্পাত কারখানা কোনটি ?
Ans. TISCOজামসেদপুর ।
7. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
Ans. পশ্চিম জর্মানী ।
8. ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
Ans. পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ।
9. ভারতে রেল-ইঞ্জিন তৈরী করে কোন সংস্থা ?
Ans. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়াকর্স ।
10. ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ?
Ans. উত্তরপ্রদেশের বারাণসী ।
11. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?
Ans. তামিলনাড়ুর পেরাম্বুর ।
12. পশ্চিমবঙ্গের ‘জেসপ এ্যান্ড কোং’ নাম সরকারী সংস্থায় কী তৈরী হয় ?
Ans. মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি ।
13. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি ?
Ans. বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড ।
14. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ?
Ans. ঘুসুড়ি
15. কোন শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয় ?
Ans. আহমেদাবাদ ।
16. ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
Ans. গুজরাট ।
17. ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
Ans. পশ্চিমবঙ্গের রিষড়ায় ।
18. প্রথম শ্রেণীর শহর বলা হয় শহরকে তার জনসংখ্যা কত ?
Ans. ১ লক্ষের বেশী ।
19. মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা –
Ans. ১০ লক্ষের বেশী ।
20. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
Ans. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী ।
21. ‘ভারতের প্রবেশ দ্বার’ বলা হয় কোন শহরকে ?
Ans. মুম্বাই ।
22. ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ?
Ans. মুম্বাইকে ।
23. ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র নির্মিত হয় কোথায় ?
Ans. মুম্বাইয়ে ।
24. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে কত সালে স্থানান্তরিত হয় ?
Ans. ১৯১১ সালে ।
25. ওয়েলিংডন বিমানঘাঁটি কোথায় অবস্থিত ?
Ans. ব্যাঙ্গালোরে ।
26. ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি ?
Ans. ব্যাঙ্গালোর ।
27. সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত ?
Ans. হায়দ্রাবাদে ।
28. হায়দ্রাবাদের যমজ শহর কোনটি ?
Ans. সেকেন্দ্রাবাদ ।
29. হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. মুসী নদীর তীরে ।
30. কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ?
Ans. ব্যাঙ্গালোরকে ।
31. ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরী কোথায় অবস্থতি ?
Ans. ব্যাঙ্গালোরে ।
32. আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. সবরমতী নদীর তীরে ।
33. উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি ?
Ans. কানপুর ।
34. লক্ষণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. গোমতী নদীর তীরে ।
35. কোন শহরকে ‘গোপালী শহর’ বলা হয় ?
Ans. জয়পুরকে ।
36. ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
Ans. কোচিনে ।
37. কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত ?
Ans. কোচিনে ।
38. বরোদা শহরের নতুন নাম কী ?
Ans. ভাদোদরা ।
39. দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির ‘মিনাক্ষী মন্দির’ কোথায় অবস্থিত ?
Ans. মাদুরাইতে ।
40. কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয় ?
Ans. মাদুরাই ।
41. কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?
Ans. বারাণসীতে ।
42. হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত ?
Ans. বিশাখাপত্তনমে ।
43. হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দর ?
Ans. নদী বন্দর ।
44. বোম্বাই বন্দর কোন ধরণের বন্দর ?
Ans. সমুদ্র বন্দর ।
45. ভারতের সর্বশ্রেষ্ঠ্র সামুদ্রিক বন্দর কোনটি ?
Ans. মুম্বাই ।
46. যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান ?
Ans. মাদ্রাজ ।
47. মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম ?
Ans. মুম্বাই ।
48. ভারতে আমদানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ?
Ans. মুম্বাই ।
49. ভারতে রপ্তানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম ?
Ans. মার্মাগাঁও ।
50. ভারতে অধিকাংশ লৌহ-আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয় ?
Ans. মার্মাগাঁও ।
51. ভারতের আমদানী বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান কত ?
Ans. দ্বিতীয় ।
52. ‘ডলফিনস নোজ’ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্ঠিত বন্দরটির নাম কী ?
Ans. বিশাখাপত্তনম ।
53. ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি ?
Ans. নভসেবা ।
54. নভসেবা বন্দরটির নতুন নাম কি ?
Ans. জওহরলাল নেহেরু বন্দর ।
55. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
Ans. গুজরাট ।
[ ► নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান
ফ্যাক্টর।
► কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? – রাশিয়া।
► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
► ‘রয়টার’ যে দেশের সংবাদ সংস্তা : যুক্তরাজ্য।
► বিশ্বের সর্ববৃহৎ প্রাণী : নীল তিমি।
► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত
বেষ্টনী।
► WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
► ‘পার্থ’ হলো : যুক্তরাষ্ট্রের … প্রেসিডেন্টের অফিস।
► ইরান ২য় বিশ্বযুদ্ধে সমর্থন করে : জার্মানিকে।
► চীনের রাজাকে বলা হতো : Son of God.
► দুই কোরিয়াকে বিভক্তকারীসীমারেখার নাম : ৩৮০ অক্ষরেখা।
► ভুটানের মুদ্রার নাম : গুলট্রাম।
► আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু।
► সূর্যোদয়ের দেশ বলা হয় : জাপানকে।
► বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া।
► থাইল্যান্ডের পূর্বনাম : শ্যামদেশ।
► ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি যার : লর্ড ব্রাইস।
► ‘The Wings of Fire’ বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)।
► ‘পানমুনজাম’ স্তানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত : উত্তর ও দক্ষিণ কোরিয়া।
► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।

Post a Comment

Previous Post Next Post