ছন্দের মাধ্যমে বাংলার, ভারতের প্রথম ও শেষ গভর্নর, জেনারেল, ভাইসরয়




🖊 চলুন সবাই শিখি ছন্দের মাধ্যমে বাংলার, ভারতের প্রথম ও শেষ গভর্নর, জেনারেল, ভাইসরয়
কে ছিলেন।
" কালুর হাসিতে হাসছে বান্টি,
বান্টির কান্নায় কাঁদছে মান্টি।
     লেখক মান্টি চক্রবর্তী,,

* এবার ভালো করে দেখুন--
১) কালুর=ক্লাইভ=[বাংলার প্রথম গভর্নর]
২) হাসিতে= হেস্টিংস [বাংলার শেষ গভর্নর]
৩) হাসছে= হেস্টিংস [বাংলার প্রথম গভর্নর জেনারেল]
৪) বান্টি=বেন্টিঙ্ক[বাংলার শেষ গভর্নর জেনারেল]
৫)বান্টির= বেন্টিঙ্ক[ভারতের প্রথম গভর্নর জেনারেল]
৬) কান্নায়= ক্যানিং [ভারতের শেষ গভর্নর জেনারেল]
৭) কাঁদছে=ক্যানিং [ভারতের প্রথম ভাইসরয়]
৮)মান্টি=মাউন্টব্যাটেন [ভারতের শেষ ভাইসরয় ]
৯) মান্টি=মাউন্টব্যাটেন [স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল]
১০) চক্রবর্তী=চক্রবর্তী রাজাগোপালাচারী [স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল]
*এবার দেখুন-
১) ক্লাইভ= রবার্ট ক্লাইভ।
২) হেস্টিংস=ওয়ারেন হেস্টিংস।
৩) হেস্টিংস=ওয়ারেন হেস্টিংস।
৪) বেন্টিং=লর্ড উইয়িলিয়াম বেন্টিং।
৫) বেন্টিং=লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৬) ক্যানিং=লর্ড ক্যানিং।
৭) ক্যানিং=লর্ড ক্যানিং।
৮) মাউন্টব্যাটেন=লর্ড মাউন্টব্যাটেন।
৯) মাউন্টব্যাটেন=লর্ড মাউন্টব্যাটেন।
১০) চক্রবর্তী=চক্রবর্তী রাজাগোপালাচারী।
(এইভাবে মনে রাখলে আর কোনদিন ভুল হবে না)

Post a Comment

Previous Post Next Post