ভারতের ভূগোলের (Indian Geography)

ভারতের ভূগোলের (Indian Geography)

প্রশ্ন ১: অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়?
উত্তর: আফ্রিকা
প্রশ্ন ২: সৌরজগতের গ্রহ গুলির মধ্যে আয়তনের বিচারে পৃথিবী কত তম?
উত্তর: পঞ্চম
প্রশ্ন ৩: একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও?
উত্তর: ছোটনাগপুর মালভূমি
প্রশ্ন ৪: পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি?
উত্তর: বীরভূমের ময়ূরেশ্বর
প্রশ্ন ৫: পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি?
উত্তর: গ্রিনল্যান্ড
প্রশ্ন ৬: একটি ক্ষারকীয় আগ্নেয় শিলার নাম কি?
উত্তর: গ্যাব্রো
প্রশ্ন ৭: সৌরজগতের নীল গ্রহ নামে কোন গ্রহ পরিচিত?
উত্তর: পৃথিবী
প্রশ্ন ৮: ভূমিকম্প ভূপৃষ্ঠের কত কিলোমিটার নিচ থেকে সৃষ্টি হয়?
উত্তর: ১৬ কিলোমিটার
প্রশ্ন ৯: পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি?
উত্তর: বক্সাদুয়ার
প্রশ্ন ১০: ভূমিকম্পের প্রভাবে সমুদ্রে সৃষ্ট বিশাল উঁচু ঢেউ কে কি বলে?
উত্তর: সুনামি
প্রশ্ন ১১: ভারতের মরু অঞ্চলের মাটির নাম কি?
উত্তর: সিরোজেম
প্রশ্ন ১২: চুনাপাথর কিসে রূপান্তরিত হয়?
উত্তর: মার্বেলে
প্রশ্ন ১৩: চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে কি বলে?
উত্তর: পেরিজি
প্রশ্ন ১৪: ভারতের জাতীয় বন কমিশন কত সালে গঠন করা হয়?
উত্তর: ২০০৩ সালে
প্রশ্ন ১৫: পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি?
উত্তর: দক্ষিণ দিনাজপুর
প্রশ্ন ১৬: যে নদীর তিনটি গতি স্পষ্টভাবে বোঝা যায় তাকে কি বলে?
উত্তর: আদর্শ নদী
প্রশ্ন ১৭: নদীর জলপ্রবাহ মাপার একক কি?
উত্তর: কিউসেক
প্রশ্ন ১৮: বার্গস্রুন্ড কাকে বলে?
উত্তর: হিমবাহ ও পর্বতের মধ্যবর্তী ফাটল কে
প্রশ্ন ১৯: গ্রানাইট কিসে রূপান্তরিত হয়?
উত্তর: সিস্টে
প্রশ্ন ২০: বেলেপাথর কিসে রূপান্তরিত হয়?
উত্তর: কোয়ার্টজাইটে
প্রশ্ন ২১: রাজস্থান মরু অঞ্চলের চলমান বালিয়াড়ি কে কি বলে?
উত্তর: ধ্রিয়ান
প্রশ্ন ২২: পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি?
উত্তর: পেরুর এল-ক্যানন-দা-কলকা
প্রশ্ন ২৩: শ্বেত বিপ্লব ও Operation Flood শব্দ দুটির সঙ্গে কার নাম জড়িত?
উত্তর: ভার্গিস কুরিয়ান
প্রশ্ন ২৪: পৃথিবীর নিকটতম গ্যালাক্সির নাম কি?
উত্তর: এন্ড্রোমিডা
প্রশ্ন ২৫: সৌরজগতের সর্বাপেক্ষা ঘনত্ব যুক্ত উপগ্রহ টির নাম কি?
উত্তর: টাইটান (শনি)
প্রশ্ন ২৬: ব্যাসাল্ট কিসে রূপান্তরিত হয়?
উত্তর: আম্ফিবোলাইটে
প্রশ্ন ২৭: পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি?
উত্তর: আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন
প্রশ্ন ২৮: চিউইংগাম কি থেকে প্রস্তুত করা হয়?
উত্তর: জাপোটে বৃক্ষের রস চিকল থেকে
প্রশ্ন ২৯: ভারতে জাতীয় বনসৃজন ও বাস্তুতান্ত্রিক উন্নয়ন বোর্ড কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯৯২ সালে
প্রশ্ন ৩০: চুনাপাথর যুক্ত অঞ্চলে হালকা বাদামি বর্ণের মাটির ন্যায় আস্তরণ কে কি বলে?
উত্তর: টেরারোসা
প্রশ্ন ৩১: এস্কিমোদের কোথায় দেখা যায়?
উত্তর: তুন্দ্রা অঞ্চলে
প্রশ্ন ৩২: পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি?
উত্তর: আন্টার্কটিকার ল্যাম্বার্ট
প্রশ্ন ৩৩: কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ আবর্তন করে?
উত্তর: ইউরেনাস
প্রশ্ন ৩৪: একটি নিঃসারী জাতীয় আগ্নেয় শিলার নাম কি?
উত্তর: ব্যাসাল্ট
প্রশ্ন ৩৫: সৌরজগতের দীর্ঘতম লেজযুক্ত ধুমকেতুর নাম কি?
উত্তর: ইয়াকুটেক
প্রশ্ন ৩৬: মরু অঞ্চলে বালি অপসারিত হলে যে গর্ত সৃষ্টি হয়, সেখানে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর: প্লায়া
প্রশ্ন ৩৭: কলকাতার দ্রাঘিমার মান কত?
উত্তর: ৮৮°২৪’ পূর্ব
প্রশ্ন ৩৮: আফ্রিকার কিলিমাঞ্জারো কি?
উত্তর: আগ্নেয়গিরি
প্রশ্ন ৩৯: পৃথিবীর নিরক্ষরেখার প্রকৃতি কিরূপ?
উত্তর: মহাবৃত্ত
প্রশ্ন ৪০: পৃথিবীর দীর্ঘতম গ্রন্থ পতাকা কোনটি?
উত্তর: আফ্রিকার The Great Rift Valley
প্রশ্ন ৪১: পম্পাস নামক নাতিশীতোষ্ণ তৃণভূমি কোথায় দেখা যায়?
উত্তর: আর্জেন্টিনা
প্রশ্ন ৪২: ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: মাউন্ট উইলহেম
প্রশ্ন ৪৩: পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি?
উত্তর: ওশিয়ানিয়া
প্রশ্ন ৪৪: মহা বিশ্বের ক্ষুদ্রতম নক্ষত্রপুঞ্জের নাম কি?
উত্তর: হাইড্রা
প্রশ্ন ৪৫: বৃহস্পতি গ্রহ টি পৃথিবী থেকে কত গুন বড়?
উত্তর: ১৩০০ গুণ বড়
প্রশ্ন ৪৬: পৃথিবীর নিরক্ষরেখা তার কক্ষ তলের উপর কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তর: ২৩.৫°
প্রশ্ন ৪৭: পৃথিবীপৃষ্ঠে প্রতি ১৫°দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য কত হয়?
উত্তর: ১ ঘন্টা
প্রশ্ন ৪৮: শুক্র গ্রহে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে?
উত্তর: কার্বন-ডাই-অক্সাইড

Post a Comment

Previous Post Next Post