সাধারণ বিজ্ঞ্যান ৫০ টি প্রশ্নোত্তর-

সাধারণ বিজ্ঞ্যান ৫০ টি প্রশ্নোত্তর-

১) মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ? = 98.4° F বা 37°C
২) তাপের একক কি ? =সি জি এস একক ক্যালরি এবং si একক জুল।
৩) ক্যালোরি ও জুলি মধ্যে সম্পর্ক কি? 1 ক্যালোরি=4.1855 জুল ।
৪) নির্দিষ্ট গলনাংক নেই এমন দুটি পদার্থের নাম লেখ? = মোম এবং কাচ
৫) SI এককে বরফ গলনের লীন তাপ কত? = 336KJ/kg
৬) জলের স্ফুটনাঙ্ক কোথায় বেশি হবে দার্জিলিং না কলকাতায়? = কলকাতায়।
৭) কোন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না ? = লীন তাপ।
৮) লীন তাপ পদার্থের —অবস্থান্তর ঘটায়।
৯) বাষ্পায়নের ফলে তরলের তাপমাত্রা— একই থাকে।
১০) প্রমাণ চাপে জলের হিমাঙ্ক কত? = 273 K বা 0° C
১১) ডাক্তারি থার্মোমিটার তীর চিহ্ন থাকে যে পাঠে — 98.4°F
১২) ডাক্তারি থার্মোমিটার এর সর্বোচ্চ তাপমাত্রা মাপা যায় —110°F
১৩) ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? = 32°F
১৪) চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক – বাড়ে ।
১৫) বিশুদ্ধ জলে তুলনায় সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক – বেশি।
১৬) এমন কয়েকটি পদার্থের নাম কর যারা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় = কর্পূর ,নিশাদল ,আয়োডিন ,ন্যাপথলিন ইত্যাদি।
১৭) তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? = ক্যালোরি মিটার ।
১৮) ডাক্তারি থার্মোমিটার কোন পাল্লা পর্যন্ত দাগ কাটা থাকে — ডাক্তারি থার্মোমিটার এর তাপমাত্রার পাল্লা 35°C থেকে 45°C বা 95°F থেকে 110°F
১৯) বরফ ও লবণের মিশ্রণ কে কি বলে – হিম মিশ্র ।
২০) বরফ গলনের লীন তাপ কত — ৮০ ক্যালোরি/ গ্রাম ।
২১) জলের বাষ্পীভবনের লীন তাপ কত — 537 ক্যালোরি /গ্রাম ।
২২) একটি উদ্বায়ী তরল পথের নাম হল — ইথার ।
২৩) শৈতের সৃষ্টি হয় — বাষ্পায়নের জন্য।
২৪) গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয় — স্থির চাপে বিশুদ্ধ কেলাসাকার পথের।
২৫) আপেক্ষিক তাপের একক— cal/(g.°c)
২৬) লীন তাপ এর একক কি কি — এস আই একক জুল/ কিলোগ্রাম এবং cgs একক ক্যালরি/গ্রাম ।
২৭) আলোর প্রভাবে দেহের চামড়ার রঙ পরিবর্তন করতে পারে— গিরগিটি।
২৮) আলোর প্রভাবে চোখের রং পরিবর্তন করতে পারে—বিড়াল ও কুকুর।
২৯) আলোর প্রভাবে ডিম পাড়ে– মথ ।
৩০) আলোর প্রভাবে চলাফেরা করতে পারে–অ্যামিবা, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস।
৩১) বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও– রামধনু।
৩২) আলোর বিচ্ছুরণ কে কত সালে আবিষ্কার করেন – স্যার আইজ্যাক নিউটন, 1666 সালে।
৩৩) আমরা লেখা পড়তে পারি আলোর – বিক্ষিপ্ত প্রতিফলন এর জন্য।
৩৪) স্বপ্রভ বস্তু হল — নক্ষত্র ( যারা আলো উৎপন্ন করতে পারে)।
৩৫) নিষ্প্রভ বস্তু হলো – চাঁদ , পৃথিবী , ইট ইত্যাদি (যারা আলো উৎপন্ন করতে পারে না)।
৩৬) দর্পণের মধ্যবর্তী কোণ x ডিগ্রি হলে প্রতিবিম্বের সংখ্যা = 360÷x
৩৭) রামধনু হলো – অশুদ্ধ বর্ণালী ।
৩৮) ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? — উত্তল লেন্স।
৩৯) ক্যামেরায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? — সদ বিম্ব।
৪০) ফের রেটিনায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? — সদ বিম্ব।
৪১) একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 25 সেমি হলে তার বক্রতা ব্যাসার্ধ কত? – 50 সেমি।
৪২) সাদা আলোর বর্ণালী তে মধ্য বর্ণ কোনটি? – হলুদ বর্ণ।
৪৩) স্নেলের সূত্রটি কখন প্রযোজ্য নয়? –লম্বভাবে আপতিত রশ্মি র ক্ষেত্রে।
৪৪) সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ– অসীম।
৪৫) সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুল দেখলে ফুলের বর্ণ দেখায়– কালো ।
৪৬) বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক – 1.33
৪৭) শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত ? –3X10⁸ মিটার/সেকেন্ড ।
৪৮) গাড়িতে ব্যবহৃত rear view mirror টি হল– উত্তল লেন্স।
৪৯) দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? –অবতল দর্পণ।
৫০) প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কয়টি? – ২ টি।

Post a Comment

Previous Post Next Post