শ্রী কৃষ্ণের ৬৪ টি গুনাবলী

শ্রী কৃষ্ণের ৬৪ টি গুনাবলী

পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের গুনাবলি
একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই ৬৪ গুনের অধিকারি যা কোনো দেবদেবী, কোনো অবতারের মধ্যে নেই।কারণ তিনি ভগবান একমাত্র তিনিই স্বয়ং সম্পুর্ণ
একমাত্র তিনিই স্বতন্ত্র,সকলে তার অংশ। ভগবানের এই ৬৪ প্রকার গুনগুলি হল
(১) তাঁর সমস্ত শরীর অপূর্ব মাধুর্য মণ্ডিত (২)সমস্ত শুভ লক্ষন যুক্ত (৩)অত্যন্ত মনোরম (৪)জ্যোতির্ময় (৫)বলবান। (৬) নিত্য নব-যৌবন সম্পন্ন (৭) সমস্ত-ভাষায় পারদর্শী (৮) সত্যবাদি (৯) প্রিয়ভাষী (১০) বাকপটু (১১) পরম পণ্ডিত (১২) পরম বুদ্ধিমান (১৩) অপূর্ব প্রতিভাশালী (১৪) বিদগ্ধ শিল্পকলায় পারদর্শী (১৫)অত্যন্ত চতুর (১৬) পরম দক্ষ (১৭) কৃতজ্ঞ (১৮) দৃঢ় প্রতিজ্ঞ (১৯) স্থান ,কাল ও পাত্র বিচারে সুদক্ষ (২০)বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী (২১)পবিত্র (২২) সংযত (২৩) অবিচলিত (২৪)জিতেন্দ্রিয় (২৫) ক্ষমাশীল(২৬)গম্ভীর
(২৭)আত্ম-তৃপ্ত (২৮) সমদৃষ্টি সম্পন্ন (২৯) উদার (৩০) ধার্মিক (৩১) বীর (৩২) কৃপাময় (৩৩ )শ্রদ্ধাবান (৩৪) বিনীত (৩৫) বদান্য
(৩৬) লজ্জাশীল (৩৭) শরণাগত জীব-এর রক্ষক (৩৮) সুখী (৩৯) ভক্তদের হিতৈষী (৪০) প্রেমের বশীভূত (৪১) সর্বমঙ্গলময় (৪২) সর্বশক্তিমান (৪৩) পরম যশস্বী (৪৪) ভক্তবৎসল (৪৫) সমস্ত স্ত্রী জনের কাছে অত্যন্ত আকর্ষনীয় (৪৬) সকলের আরাধ্য (৪৭) জনপ্রিয় (৪৮)সমস্ত ঐশ্বর্য-এর অধিকারী (৪৯) সকলের মাননীয় (৫০) পরম নিয়ন্তা।
উল্লেখিত ৫০ টি গুন ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের আরও ৫ টি অতিরিক্ত গুন আছে যা কিছুটা ব্রহ্মা ও শিবেরও আছে
৫১)অপরিবর্তনশীল
৫২) সর্বজ্ঞ
৫৩) চির নবীন
৫৪) সৎ ,চিৎ ও আনন্দময়
৫৫) সব রকম যোগ সিদ্ধির অধিকারী।
শ্রীকৃষ্ণের আরও ৫ টি গুন আছে যা নারায়ণ বিগ্রহে প্রকাশিত হয়ঃ--
৫৬) অচিন্ত্য শক্তিসম্পন্ন
৫৭) তার দেহে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ
৫৮) তিনি সমস্ত অবতারের আদি উৎস
৫৯) তাঁর দ্বারা হত শত্রুদের তিনি মুক্তিদান করেন ৬০) মুক্ত আত্মাদের তিনি আকর্ষন করেন।
এই গুন গুলি ছাড়া কৃষ্ণের আরও ৪ টি গুণ আছে যা আর কারো নেই এমন কি নারায়ণেরও নেই সেই গুন গুলি হল :-
৬১) লীলা মাধুর্য্য ,
৬২)প্রেম মাধুর্য্য
৬৩) বেনু মাধুর্য্য
৬৪) রুপ মাধুর্য্য।
হরেকৃষ্ণ

Post a Comment

Previous Post Next Post