ইতিহাসের_কিছু_গুরুত্বপূর্ণ_প্রশ্নোত্তর


 বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন - সিরাজ-উদ-দৌলা
 মিকাশিম তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তরিত করেছিলেন - মুঙ্গেরে
 ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল - 1782 সালে
 1902 সালে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন - সতীশচন্দ্র মুখোপাধ্যায়
 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন - লর্ড ক্যানিং
 1853 সালে কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় - লর্ড ডালহৌসি
 1911 সালে 12 ডিসেম্বর দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ্ করার কথা ঘোষণা করেন - পঞ্চম জর্জ
 ভারতে নতুন সংবিধান গণপরিষদে গৃহীত হয় - 26 নভেম্বর 1949 সালে
 ভারতের লৌহ মানব বলা হয় - সর্দার বল্লভভাই প্যাটেল
 ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেয় - সম্রাট দ্বিতীয় শাহ আলম
. বিগত একমাসের মধ্যে 600+ মেম্বার্স Join করেছে career group । ধন্যবাদ সকলকে।
 স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিল - নিজাম
 ভারত ছাড় আন্দোলন কত সালে হয়েছিল - 1942 সালে (আগস্ট মাসে)
 গান্ধী-আরউইন চুক্তি হয় - 1931 সালে
 ডান্ডি অভিযান হয় - 1930 সালে
 অহিংসা অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় - 1921 সালে
 কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল - 1835 সালে
 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন - স্যার উইলিয়াম জোন্স (1784 )
 বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন - ওয়ারেন হেস্টিংস
 স্বত্ববিলোপ নীতির প্রবর্তক হলেন - লর্ড ডালহৌসি
 দশম শিখ গুরু হলেন - গুরু গোবিন্দ সিং
 ফোর্ট উইলিয়াম দূর্গ প্রতিষ্ঠিত হয়েছিল - 1700 সালে
 ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা হলেন - আকবর
 কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক হলেন - শের শাহ
 শের শাহের প্রকৃত নাম হল - ফরিদ খাঁ
 1853 সালে কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় - লর্ড ডালহৌসি
. বিগত একমাসের মধ্যে 600+ মেম্বার্স Join করেছে career group । ধন্যবাদ সকলকে।
 ভারত ছাড় আন্দোলন কত সালে হয়েছিল - 1942 সালে (আগস্ট মাসে)
 স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিল - নিজাম
 গান্ধী-আরউইন চুক্তি হয় - 1931 সালে
 ডান্ডি অভিযান হয় - 1930 সালে
 অহিংসা অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় - 1921 সালে
 কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল - 1835 সালে
 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন - স্যার উইলিয়াম জোন্স (1784 )
 বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন - ওয়ারেন হেস্টিংস
 স্বত্ববিলোপ নীতির প্রবর্তক হলেন - লর্ড ডালহৌসি
 দশম শিখ গুরু হলেন - গুরু গোবিন্দ সিং
 ফোর্ট উইলিয়াম দূর্গ প্রতিষ্ঠিত হয়েছিল - 1700 সালে
 ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা হলেন - আকবর
 কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক হলেন - শের শাহ
 শের শাহের প্রকৃত নাম হল - ফরিদ খাঁ

প্রশ্ন ১ : কলকাতা থেকে আগ্রা- প্রথম টেলিগ্রাফ লাইন পাতা হয় কোন
সালে ?
উত্তর : ১৮৫৪ সালে
প্রশ্ন ২ : হরপ্পা লিপিতে মোট কটি চিহ্ন আছে ?
উত্তর : ৮৫৫ টি
প্রশ্ন ৩ : মৃছকটিকম কার লেখা ?
উত্তর : শুদ্রক
প্রশ্ন ৪ : FERA পুরো কথা কী ?
উত্তর : ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন
অ্যাক্ট
প্রশ্ন ৫ : যোজনা কমিশনের বিলোপ
ঘটিয়ে কোন সংস্থা গড়ে তোলা
হয়েছে ?
উত্তর : নীতি আয়োগ
প্রশ্ন ৬ : India, that is Bharat, shall be a Union of
States – সংবিধানের কোন ধারায়
লেখা আছে ?
উত্তর : ১ নম্বর ধারা
প্রশ্ন ৭ : দুন কাকে বলা হয় ?
উত্তর : মধ্য হিমালয় ও শিবালিকের
মধ্যবর্তী অংশের উপত্যকা অঞ্চলকে
প্রশ্ন ৮ : সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের
নাম কী ?
উত্তর : ধূপগড়
প্রশ্ন ৯ : সিন্ধুর বৃহত্তম উপনদী কোনটি ?
উত্তর : চেনাব
প্ রশ্ন ১০ : কাকরাপাড়া অ্যাটমিক
পাওয়ার স্টেশন কোথায় ?
উত্তর : গুজরাতে
প্রশ্ন ১১ : ব্যারেন ও নারকোনডম কী ?
উত্তর : আগ্নেয় দ্বীপ
প্রশ্ন ১২ : দাচিগ্রাম জাতীয় উদ্যান
কোন রাজ্যে ?
উত্তর : জম্মু ও কাশ্মীর
প্রশ্ন ১৩ : Bacterial Blight রোগটি সাধারণভাবে কোন ফসলে দেখা
যায় ?
উত্তর : ধানে
প্রশ্ন ১৪ : পণ্ডিত সারদা সহায় কোন
ক্ষেত্রের পরিচিত নাম ?
উত্তর : তবলা
প্রশ্ন ১৫ : ভারতে ন্যাশনাল ডক্টর ডে
কবে পালিত হয় ?
উত্তর : ১ জুলাই
প্রশ্ন ১৬ : অ্যাথলিট দীপা কর্মকার
কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তর : ত্রিপুরা
প্রশ্ন ১৭ : OPEC-এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : ভিয়েনা
প্রশ্ন ১৮ : জুরাসিক পার্ক – পরিচালক
কে ?
উত্তর : স্টিভেন স্পিলবার্গ
প্রশ্ন ১৯ : দা আওয়ার অফ গড কার
লেখা ?
উত্তর : শ্রী অরবিন্দ
প্রশ্ন ২০ : ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে
যুক্ত ?
উত্তর : টেনিস

1. সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার 2018 তে কাকে নির্বাচিত করা হয়েছে?
[a] রঘুরাম রাজন
[b] পি সি ভট্টাচার্য
[c] ডঃ মনমোহন সিং
[d] গোপালকৃষ্ণ গান্ধী
Correct Answer: [d] গোপালকৃষ্ণ গান্ধী
2. ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশন (আইবিএ) এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে?
[a] দীনবন্ধু মহাপাত্র
[b] এম ভি নায়ার
[c] ও পি ভট্ট
[d] সুনীল মেহতা
Correct Answer: [d] সুনীল মেহতা
3. “Human Rights, Values and Cultural Ethos” নামক বইটির লেখক কে?
[a] অলিভ গোল্ডস্মিথ
[b] অনিতা দেসাই
[c] অলিভার শ্লাইডেন
[d] আর পি ধোলাকিয়া
Correct Answer: [d] আর পি ধোলাকিয়া
4. (Mob Lynching and Violence) জনসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য নিম্নলিখিত কোন কমিটি গঠন করা হয়েছে?
[a] এ কে ভুচার কমিটি
[b] বি ভেঙ্কটাপাইয়্যা কমিটি
[c] রাজীব গৌবা কমিটি
[d] এল কে ঝাঁ কমিটি
Correct Answer: [c] রাজীব গৌবা কমিটি
5. World Rabies Day প্রতিবছর কোন দীন পালন করা হয়?
[a] 1st August
[b] 8th October
[c] 27th September
[d] 28th September
Correct Answer and Explanation: [d] 28th September
6. ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) এর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে?
[a] অশোক বাজপেয়ী
[b] বালান নাম্বিয়ার
[c] রাম সেবক শর্মা
[d] বিশ্ব শর্মা
Correct Answer: [c] রাম সেবক শর্মা
7. কোন দেশ অবৈধ বিদেশী কর্মীদের পারমিট বহিষ্কার বিরোধী একটি তিন মাস ব্যপি অ্যামনেস্টি প্রোগ্রাম চালু করেছে?
[a] UAE
[b] Japan
[c] Qatar
[d] Kuwait
Correct Answer: [a] UAE
8. 2018 FIFA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতে নিলেন?
[a] লুকা মদ্রিচ
[b] রোনাল্ডো
[c] মহম্মদ সালাহ
[d] হ্যারি ক্যেন
Correct Answer: [a] লুকা মদ্রিচ
9. 2018 বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day) এর থিম কী?
[a] Tourism opens doors for women
[b] Sustainable tourism – a tool for development
[c] Tourism: Responding to the Challenge of Climate Change
[d] Tourism and Digital Transformation
Correct Answer: [d] Tourism and Digital Transformation
10. কেন্দ্রীয় HRD মন্ত্রী প্রকাশ জাভেদকার সম্প্রতি ‘New Talim’ (Basic Education) নামক একটি বই প্রকাশ করেছেন। এই বইটি কার শিক্ষার উপর ভিত্তি করে লেখা হয়েছে?
[a] বি আর আম্বেদকর
[b] মহাত্মা গান্ধী
[c] লাল বাহাদুর শাস্ত্রি
[d] সর্বেপল্লি রাধাকৃষ্ণণ
Correct Answer: [b] মহাত্মা গান্ধী

1. টিবি নির্মূল করার জন্য ভারত কোন দেশের সঙ্গে.জোট গঠন করেছে?
[a] ভুটান
[b] আমেরিকা
[c] ফ্রান্স
[d] নেপাল
Correct Answer: [b] আমেরিকা
2. ইয়ামাহা ফ্যাসিনো মিস ডিভা মিস ইউনিভার্স ভারত 2018 এর বিজেতা কে হলেন?
[a] রোশনি শেওরান
[b] লাভিনা ইসরানি
[c] নেহাল চুদাসামা
[d] অদিতি শেট্টি
Correct Answer: [c] নেহাল চুদাসামা
3. নিম্নলিখিত কোন ভারতীয় গল্ফার 2018 সালের ফিজি ইন্টারন্যাশনাল গল্ফ শিরোপা জিতেছে?
[a] জীভ মিলখা সিং
[b] জ্যোতি রান্ধাওা
[c] গগনজীত ভুল্লার
[d] শিব কাপুর
Correct Answer: [c] গগনজীত ভুল্লার
4. নদীগুলির উপর মাটির ক্ষয় রোধ করার জন্য নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ‘সবুজ মহানাদি মিশন’ চালু করেছে?
[a] অন্ধ্রপ্রদেশ
[b] উড়িষ্যা
[c] আসাম
[d] বিহার
Correct Answer: [b] উড়িষ্যা
5. দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
[a] প্রাথমিক শিক্ষা
[b] হকি কোচিং
[c] স্পোর্টস কোচিং
[d] কবাডি কোচিং
Correct Answer: [c] স্পোর্টস কোচিং

ইতিহাসের_কিছু_গুরুত্বপূর্ণ_প্রশ্নোত্তর
১। " গীতগোবিন্দ " এর রচয়িতা জয়দেব বাংলার রাজা
লক্ষন সেন এর সভাকবি ছিলেন ।
২। সম্রাট অশোকের শিলা লিপির পাঠোদ্ধার করেন
জেমস প্রিন্সেস ।
৩। কলহনের " রাজতরঙ্গিনি " গ্রন্থে কাশ্মীর এর ইতিহাস
এর বর্ণনা আছে ।
৪। " সত্যমেব জয়তে " - কথাটি মুন্ডোক উপনিষদ থেকে
নেওয়া ।
৫। মেহের গড় সভ্যতা বোলান নদীর তিরে অবস্থিত ছিল ।
৬। সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম লোথাল ।
৭। বর্তমানে হরপ্পা পাঞ্জাবের মন্টগমারি জেলাতে
অবস্থিত ।
৮। সিন্ধু সভ্যতার অধিবাসিদের প্রধান খাদ্য ছিল গম ।
৯। সাতবাহনদের রাজধানি ছিল পৈথানে ।
১০। " শকাব্দ " এর প্রচলন করেন কনিস্ক ( 78 A.D]
১১। মহাবীর গোসাল এর কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহন
করেন ।
১২। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হল তামা ।
১৩। বৃজি ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল প্রজাতান্ত্রিক

১৪। উপনিষদ প্রমান করে যে ভারতীয়রা ভারতের বিশেষ
অঞ্চলের আদি অধিবাসী ছিল ।(CTET - 2012 ) .
১৫। দক্ষিন ভারতের একমাত্র মহাজনপদ টির নাম অস্মক ।
১৬। পাটালিপুত্রের বর্তমান নাম কুসুল পুর ।
১৭। বৌদ্ধ সাহিত্যে বুদ্ধের সময়ে ৮ টি শহরের উল্লেখ
আছে ।
১৮। জগন্নাথ দেবতা উপজাতিদের আরধ্য ছিলেন ।(CTET -
2013) .
১৯। বঘাজকই শিলালিপি এশিয়া- মাইনর এ পাওয়া যায়।
এটি ১৪০০ B.C সময়কার ।
২০। মগধের সিংহাসনে প্রথম ক্ষুদ্র বংশ হল নন্দ বংশ ।
২১। ৭১২ সালে মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ।
২২। দিল্লীর সুলতানির শেষ শাসক ছিলেন ইব্রাহিম
লোদি ।
২৩। কৃষ্ণদেব রায় বিজয়নগর রাজ্যের শাসক ছিলেন ।
ঐতিহাসিক নিকলাই কন্টির রচনায় এই রাজ্যের ইতিহাস
জানা যায়।
২৪। মহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লী থেকে
দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন । তাঁর আমলে ইবন
বতুতা ভারতে আসেন ।
২৫। সুলতান ফিরোজ শাহ তুঘলক তাঁর প্রজাদের ২৪ রকমের
করের হাত থেকে অব্যাহতি দেন ।
২৬।সুলতান গিয়াসুদ্দিন বলবন প্রথম জীবনে ক্রীতদাস
ছিলেন ।
২৭। " কাদম্বরি " রচনা করেন বানভট্ট

1 Comments

Post a Comment

Previous Post Next Post