Rail Gr- D (01.10.2018) All Shift Questions

1. মাহমুদ গজনি ভারতে মোট কতবার আক্রমণ করেছেন?
[a] 13 [b] 14 [c] 16  [d] 17
Correct Answer: [d] 17
2. লোকসভার প্রধান কে?
[a] অরুণ জেটলি [b] নরেন্দ্র মোদী [c] সুষমা স্বরাজ [d] ভেঙ্কাইয়া নাইডু
Correct Answer: [b] নরেন্দ্র মোদী
3. 4 বার মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন কোন ভারতীয় মহিলা?
Correct Answer: অংশু জামসেনপা
4. IIFA Awards 2017 এর সেরা ছবি-
Correct Answer: নির্জা
সেরা অভিনেতা- শাহিদ কাপুর (উড়তা পাঞ্জাব)
সেরা অভিনেত্রী- আলিয়া ভট্ট (উড়তা পাঞ্জাব)
সেরা পরিচালক- অনিরুদ্ধ রায়চৌধুরী (পিঙ্ক)
IIFA Awards 2018
সেরা ছবি- তুমহারি সুলু
সেরা অভিনেতা- ইরফান খান (হিন্দি মিডিয়াম)
সেরা অভিনেত্রী- শ্রীদেবী (Mom)
সেরা পরিচালক- সাকেত চৌধুরী (হিন্দি মিডিয়াম)
5. Force (বল) এর SI একক-
Correct Answer: নিউটন
6. অ্যাসিড এর একটি গুন-
Correct Answer: নীল লিট্মাস কে লাল রঙে পরিবর্তন করে
7. বর্তমানে লোকসভার অধ্যক্ষের নাম কি?
Correct Answer: সুমিত্রা মহাজন
8. সাঁচি স্তূপ কোথায় অবস্থিতও?
Correct Answer: সাঁচি শহর, রাইসেন জেলা, মধ্যপ্রদেশ
9. ফেব্রুয়ারী 2018 তে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Correct Answer: মেহবুবা মুফতি
(বর্তমানে রাজ্যপাল শাসন)
10. কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী কে?
Correct Answer: রাজবর্ধন সিং রাঠোর
11. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল?
Correct Answer: ৮ আগস্ট ১৯৪২
12. 2018 FIBA অনুর্ধ 17 বাস্কেটবল বিশ্বকাপ কোন দেশ জিতেছে?
Correct Answer: USA
13. লিথিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক কত?
Correct Answer: 3
14. বৃষ্টি হলে ব্যারোমিটার এর স্তরে কি প্রভাব পরবে?
Correct Answer: ব্যারোমিটারের স্তর নামতে থাকবে
15. হিন্দি সাহিত্য একাডেমী পুরস্কার ২০১৭ কে জিতেছিলেন?
Correct Answer: রমেশ কুন্তল মেঘ
English- Mamang Dai (Black Hill)
Sanskrit- Niranjan Mishra ( Gangaputravadanam)
16. ESPN Player Ranking থেকে একটি প্রশ্ন
17. ব্যাংকে লেন-দেনের সময় কখন?
Correct Answer- 09:00 am to 4:30 pm
18. ক্রিকেট ওয়ান ডে তে সব থেকে কম ম্যাচ খেলে 100 উইকেট নিলেন-
Correct Answer- রাশিদ খান
19. সবথেকে উজ্জ্বল অধাতু কোনটি?
Correct Answer- কার্বন
(ধাতু- রুপো)
20. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কে শুরু করলেন?
Correct Answer- নরেন্দ্র মোদী
21. Human Hunger Index 2017 তে ভারতে রাঙ্কিং কত?
Correct Answer- 100/119
22. অস্ট্রেলিয়ান ওপেন ২০১৭ (ব্যাডমিন্টন) এর বিজেতা-
Correct Answer- শ্রীকান্ত কিদাম্বি
(2108- Lu Guangzu)
23. 2018 সুলতান আজলন কাপের বিজেতা কোন দেশ?
Correct Answer- অস্ট্রেলিয়া
আয়োজক দেশ- মালয়েশিয়া
24. পাণ্ডব বংশের রাজধানী-
Correct Answer- ইন্দ্রপস্থ
25. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী-
Correct Answer- ধর্মশালা
26. 2017 তে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে কে পদ্ম বিভূষণ পুরস্কার জিতেছেন?
Correct Answer- পরমেশ্বরন
2017 পদ্ম ভূষণ- বেদ প্রকাশ নন্দ
27. Top 10 Travellers Choice Awards for Landmarks এ পঞ্চম স্থানে কোন পর্যটন কেন্দ্র আছে?
Correct Answer- তাজমহল
28. সিকিমের ব্রান্ড অ্যাম্বাসেডর
Correct Answer- এ আর রহমান
29. ঝাড়খণ্ডের রাজ্য পুষ্পের নাম কী?
Correct- পলাশ
30. ঝাড়খণ্ডের রাজধানী-
Correct Answer- রাঁচি
31. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী-
Correct- ত্রিবেন্দ্র সিং রাওাত
32. Filmfare award 2018
Correct- সেরা ছবি- হিন্দি মিডিয়াম
সেরা অভিনেতা- ইরফান খান (হিন্দি মিডিয়াম)
সেরা অভিনেত্রী- বিদ্যা বালান (তুমহারি সুলু)
সেরা পরিচালক- অশ্বিনী আয়ার তিয়ারি (ব্যারেলি কি বর্ফি)
33. ইংরেজরা ভারতে ইংরিজি ভাষার প্রচার ভারতে কোন বছর থেকে শুরু করেছিল?
Correct Answer- 1830
34. এলুমিনিয়াম এর ইলেক্ট্রনিক বিন্যাস-
Correct Answer- [Ne]8S2 3p1
35. আমিবা ও পেরামেশিয়াম এর বংশবৃদ্ধি হয়-
Correct Answer- binary fission দ্বারা

Post a Comment

Previous Post Next Post