রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার স্থাপন ও ২৫ তম গভর্নর হলেন শক্তিকান্ত দাস

✅ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ২৫ তম গভর্নর হলেন শক্তিকান্ত দাস । 
✅ তিনি এই পদে তিন বছরের জন্য নিযুক্ত হলেন ।
✅শক্তিকান্ত দাস এতদিন ১৫তম অর্থ কমিশনের একজন সদস্য ছিলেন ।
✅ এর আগে তিনি ভারত সরকারের 
ইকোনমিক এফেয়ার্সের সেক্রেটারি পদেও ছিলেন।         
✅ তামিলনাড়ুর ১৯৮০ সালের আইএএস ব্যাচের  ক্যাডার ছিলেন শক্তিকান্ত দাস ।
✅ রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মতান্তরের কারণেই ইস্তফা দিয়েছিলেন বিদায়ী গভর্নর উর্জিত প্যাটেল ।
✅ RBI-এর বর্তমান বাড়তি সঞ্চয়ের পরিমাণ ৩.৬ লক্ষ কোটি টাকা, যা কেন্দ্রীয় সরকারের বক্তব্য অনুযায়ী উন্নয়নে ব্যয় করা উচিত। 
✅ কিন্তু ব্যাঙ্কের বক্তব্য ছিল, আপৎকালীন পরিস্থিতির কথা ভেবে সঞ্চয়ে হাত দেওয়া যাবে না। 

✅ রিজার্ভ ব্যাংক একজন গভর্নর ও চারজন ডেপুটি গভর্নর নিয়ে গঠিত।
✅ আর বাকি ডেপুটি গভর্নরা হলেন বিপি কানুনগো ,এন.এস বিশ্বনাথন ,মহেশ কুমার জৈন ও ভিরাল আচার্য ।
✅ ১৯৩৫ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয়ে ছিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ।

✅ হিলটন ইয়াং কমিশনের(১৯২৬ সাল ) সুপারিশ ক্রমে ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন বলে এই ব্যাংক স্থাপিত হয়েছিল।

✅ রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় কার্যালয় প্রথমে কলকাতায় স্থাপন করা হলেও ১৯৩৭ সালে তা স্থায়ীভাবে বোম্বাইতে (অধুনা মুম্বই) স্থানান্তরিত করা হয়।
✅ ১৯৪৯ সালের ১ জানুয়ারি রাষ্ট্রায়ত্ত্বকরণের পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কর্তৃত্ব সম্পূর্ণ ভারত সরকারের হাতে চলে যায়।
✅ ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যপরিচালনা ও কাঠামোগত ধারণাটি নেওয়া হয়েছিল ড : বি.আর অম্বদকরের লিখিত গ্রন্থ “The Problem of the Rupee – Its origin and its solution” থেকে।
✅ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন অসবোর্ন স্মিথ । 
✅ ১৯৪৩ সালে চিন্তামন দ্বারীকানাথ দেশমুখ প্রথম ভারতীয় হিসেবে রিজার্ভ ব্যাংকের গভর্নর হোন ।
✅ প্রথম বাঙালি গভর্নর হোন পরেশ চন্দ্র ভট্টাচার্য ।১৯৬২ সালে।

✅ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৪৭ সাল পর্যন্ত মায়ানমারের কেন্দ্রীয় ব্যাঙ্কের কাজ করেছে ও ১৯৪৮ সালের জুন মাসে স্টেট ব্যাংক অফ পাকিস্তান কার্যকরী হওয়ার আগে পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের কাজও করেছে।


1 Comments

Post a Comment

Previous Post Next Post