West Bengal Civil Service (WBCS-Executive)ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ( এক্সিকিউটিভ ) পরীক্ষা

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ( এক্সিকিউটিভ ) পরীক্ষা

***************************************

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ( এক্সিকিউটিভ ) পরীক্ষাটি চারটি গ্রুপের (A,B,C,D ) অফিসার নিয়োগের জন্য হয় ,B গ্রুপটি কেবল মাত্র পুলিশ বিভাগের জন্য ।


পরীক্ষাটি নেয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিসন ।


Online-ফর্ম ফিলাপের সময় পরীক্ষার্থিদের কাছে দুটি অপসন থাকে যে ," চারটি গ্রুপের জন্য পরীক্ষা দিতে চাও ,না, কেবল মাত্র C,D গ্রুপের জন্য পরীক্ষা দিতে চাও ?"


চারটি গ্রুপের জন্য কেউ যদি পরীক্ষা দিতে চায় তাহলে তাকে মেনে অতিরিক্ত একটি অপসনাল বিষয়ে পরীক্ষা দিতে হয় যার দুটি পেপার থাকে ২০০+২০০ মোট ৪০০ নম্বরের । ৩+৩ মোট ৬ ঘন্টার লিখিত পরীক্ষা ।


WBCS পরীক্ষাটি নেওয়া হয় তিনটি ধাপে ,প্রিলিমিনারি , মেন এবং ইন্টারভিউ ।

পরীক্ষাটি দেবার জন্য শিক্ষাগত যোগ্যতা যেকোন বিষয়ে স্নাতক হলেই হবে ।( অনার্স অথবা পাস কোর্সে )। 


বয়স হতে হবে ২১ -৩৬ (গ্রুপ Bর ক্ষেত্রে ন্যূনতম বয়স ২০) । 

গ্রুপ D-র জন্য বয়স হতে হবে ২১-৩৯ ।


প্রথমে আসি প্রিলিমিনারি পরীক্ষাতে ,


প্রিলিমিনারি পরীক্ষাটি সাধারণত জানুয়ারী বা ফেবরুয়ারী মাসে হয় ( আনুমানিক )। ফর্ম বেরোয় নভেম্বর মাস নাগাদ( আনুমানিক ) । পরীক্ষাটি একটি পেপারের উপর হয় সেটি জেনারেল স্টাডিস । ২০০ নম্বরের পরীক্ষা সময় আড়াই ঘন্টা । নেগেটিভ মার্কিং থাকে ১/৩ ।

জেনারেল স্টাডিস পেপারটি ৮টি বিষয়ের উপর MCQ পরীক্ষা হয় ,প্রতিটি বিষয়ের উপর এক নম্বর করে ২৫ টি প্রশ্ন থাকে । মোট ৮ গুণ ২৫ = ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন। (এখানে মোটামুটি ১২০ র কাছাকাছি তুলতে পারলেই মেন পরীক্ষা বসার অনুমতি মেলে ।)


জেনারেল স্টাডিসের এই ৮টি বিষয় হল 

১. English Composition 

২. General Science

৩. Current events of National & International Importance.

৪.History of India

৫. Geography of India with special reference to West Bengal.

৬. Indian polity and Economy 

৭. Indian National Movement 

৮. General Mental Ability.


এবার আসি মেন পরীক্ষার ক্ষেত্রে । মেন পরীক্ষা হয়ে থাকে জুলাই - আগস্ট মাসে ( আনুমানিক )।


অপসনাল + কম্পালসারি দুটি প্রধান ভাগ থাকে । যারা চারটি গ্রুপের জন্য পরীক্ষা দেবে তাদের অপসনাল আর কম্পালসারি দুটো বিভাগেই পরীক্ষা দিতে হবে । আর যারা কেবলমাত্র C ও D গ্রুপের জন্য পরীক্ষা দেবে তাদের কেবলমাত্র কম্পালসারি পরীক্ষা দিলেই চলবে । 


কম্পালসারি বিভাগটি ৬টি পেপারের ওপর হয় ।


বিষয়গুলি হল,


১.বাংলা /নেপালি/ হিন্দি /সাঁওতালি /উর্দু /নেপালি ) : চিঠি লিখন/ প্রতিবেদন লিখন , প্রেসি , গ্রামার , বঙ্গানুবাদ( যারা বাংলা নেবে )


২. ইংরেজী : লেটার রাইটিং / রিপোর্ট রাইটিং , প্রেসি , গ্রামার , ট্রান্সলেসন ।

(১ এবং ২ বিষয় দুটি লিখিত হয় । বাকি চারটি পেপার MCQ টাইপের । নেগেটিভ মার্কিং থাকে 1/3 । সবগুলি পেপার হয় ২০০ নম্বর করে । )

বাকি চারটি পেপার হল (৩,৪,৫ ও ৬),


৩. জেনারেল স্টাডিস 1: Indian history with special emphasis on National Movement. Geography of India With Special Reference to West Bengal.


৪.জেনারেল স্টাডিস 2: Science and Scientific & Technological advancement, Environment, General Knowledge and Current Affairs.


৫. The Constitution of India and Indian Economy including role and functions of Reserve Bank of India.


৬. Arithmetic and Test of Reasoning.


এবার আসি শেষ ধাপে ,ইন্টারভিউ বা 

পার্সোনালিটি টেস্ট ।


A গ্রুপ এবং B গ্রুপ এর জন্য ২০০ নম্বরের ইন্টারভিউ হয় । গ্রুপ C র জন্য ১৫০ নম্বরের আর গ্রুপ D র জন্য ১০০ নম্বরের ইন্টারভিউ হয় । 


Different posts of Group A, B, C & D


Group A :


1. West Bengal Civil Service (Executive),

2.West Bengal Commercial Tax Service,

3.West Bengal Agricultural Income tax Service, 

4.West Bengal Excise Service, 

5.West Bengal Co-operative Service,

6.West Bengal Co-operative Service, 

7.West Bengal Food and Supplies Service,

8.West Bengal Employment Service [Except the post of 

Employment Officer (Technical)], 

9.West Bengal Registration and Stamp Revenue Service.


Group B: West Bengal Police Service


Group C: 


1.Joint Block Development Officer, 

2.Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices,

3.West Bengal Junior Social Welfare Service, 

4.West Bengal Subordinate Land Revenue Service, Grade-I, 5.Assistant Commercial Tax Officer, 

6.Assistant Canal Revenue Officer (Irrigation),

7.Chief Controller of Correctional Services.


Group D :


1. Inspector of Co-operative Societies,

2.Panchayat Development Officer under the Panchayat and 

Rural Development Department,

3. Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department.

Post a Comment

Previous Post Next Post