* বাবর (Babur) Mughal Emperor

* বাবর


✓ বাবরের প্রকৃত নাম-জাহিরউদ্দীন মহম্মদ বাবর।

✓ বাবা: ওমর শেখ মির্জা (তুর্কীবীর তৈমুর লঙের বংশধর)।

✓ মাতা: কুতলু নিগর খানম্।

✓ ১৪৯৪ সালে মাত্র ১২ বছর বয়সে বাবর ফরঘনা রাজ্যের রাজা হন।

For details, Join telegram https://t.me/MackTrick01

✓ পানিপথের প্রথম যুদ্ধঃ ১৫২৬ সালের ২১শে এপ্রিল।

প্রতিপক্ষ: ইব্রাহিম লোদী।

✓ পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদী এবং সুলতানের আত্মীয় আলম খাঁর আমন্ত্রণে কাবুলের অধিপতি বাবর প্রথম পানিপথের (২১ এপ্রিল, ১৫২৬) যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাস্ত ও নিহত করেন।

✓ ভারতবর্ষে আগ্নেয়াস্ত্রের (কামানের) সাহায্যে যুদ্ধ তিনিই প্রথম করেন।

✓ খানুয়ার যুদ্ধ: ১৫২৭ সাল।

✓ প্রতিপক্ষ: মেবারের রাণা সঙ্গ বা সংগ্রাম সিংহ।

✓ ১৫২৯ সালে ঘর্ঘরা/গোগরার যুদ্ধে ইব্রাহিম লোদীর ভাই মামুদ লোদী এবং বাংলার সুলতান নসরৎ শাহকে পরাজিত করেন।

For details, Join telegram https://t.me/MackTrick01

✓ ১৫৩০ সালে আগ্রায় তিনি মারা যান এবং কাবুলের আরামবাগে সমাধিস্থ করা হয়।

✓ গোলাপ চাষ শুরু হয় বাবরের আমল থেকেই।

✓ বাবরের সমসাময়িক ছিলেন বাংলার হুসেনশাহী সুলতান নসরৎ শাহ।

For New Batch হোয়াটস অ্যাপ করুন- WhatsApp -7003600355 (MackTrick)

https://wa.me/qr/63Y6ACLCEP6JD1 






Post a Comment

Previous Post Next Post